বলিউডের বরেণ্য তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তাদের দাপুটে অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। সমকালীন ফ্যাশনেও কম যান না তারা। অদ্ভূত ব্যাপার হলো— এই দুই তারকাকে দুই হাতে দুই ঘড়ি অথবা একই হাতে দুই ঘড়ি পরতে দেখা গেছে।
সাধারণত, মানুষ হাতে একটি ঘড়ি ব্যবহার করে থাকেন। ফলে অমিতাভ-জয়ার এমন কাণ্ড নিয়ে সমালোচনা কম হয়নি। এখনো অমিতাভকে দুই ঘড়ি পরতে দেখা যায়।
কয়েক দিন আগে এ দম্পতির পুত্র অভিষেক বচ্চন দুই হাতে দুই ঘড়ি পরে ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন। এরপর দুই হাতে দুই ঘড়ি পরে সাংবাদিকদের ক্যামেরায় পোজ দেন ‘সরকার’ তারকা। এরপর তিন তারকার ঘড়ি পরার ব্যাপারটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কী কারণে হাতে দুটো ঘড়ি পরেন তারা?
আরো পড়ুন:
মাঠে খেলছেন বিরাট, গ্যালারিতে ঘুমাচ্ছেন আনুশকা!
সঞ্জয়ের বাড়িতে শর্ট ড্রেস পরে যাওয়ার অনুমতি নেই: আমিশা
এর আগে অভিষেক বচ্চন বলেন, “দুটো ঘড়ি পরার ট্রেন্ড আমার মা শুরু করেছিলেন। আমি ইউরোপে বোর্ডিংয়ে থাকতাম, তাই তিনি উভয় জায়গার সময় জানার জন্য দুটি ঘড়ি পরতেন। পরে বাবাও দুই জায়গার সময় সম্পর্কে সচেতন থাকার জন্য মায়ের স্টাইল অনুসরণ করতেন। তারা ইউরোপের সময় অনুসারে আমার সঙ্গে কথা বলতেন। দুটো ঘড়ি পরার এটাই মূল কারণ। কিন্তু সিনেমার জন্য বাবা এটিকে ফ্যাশনে পরিণত করেছেন।”
ব্যাপারটি কথা বলেন অমিতাভ বচ্চনও। তিনি বলেলেন, “হ্যাঁ, আমি আমার সাধারণ জীবনে কখনো দুটো, কখনো কখনো তিনটি ঘড়ি পরি। এটা কখনো মজা করে, কখনো লুকে পরিবর্তন আনার জন্য এমনটা করে থাকি।”
তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন য
এছাড়াও পড়ুন:
জনপ্রিয় প্লেব্যাক গায়িকার আত্মহত্যার চেষ্টা
আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্লেব্যাক গায়িকা কল্পনা রাঘবেন্দ্রর। গত ২ মার্চ হায়দরাবাদের নিজামপেটের বাসায় ঘুমের ওষুধ খেয়ে এমন পদক্ষেপ নেন এই শিল্পী। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, কল্পনাকে অচেতন অবস্থায় তার বাসায় পাওয়া যায়। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
কল্পনা টানা দুই দিন অ্যাপার্টমেন্টের দরজা না খোলার ব্যাপারটি লক্ষ্য করেন সিকিউরিটি গার্ড। এরপর খবরটি কল্পনার প্রতিবেশিদের জানান। দ্রুত তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে কল্পনাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। ঘটনার সময়ে কল্পনা স্বামী চেন্নাইয়ে ছিলেন। খবর পেয়ে তিনিও হায়দরাবাদে এসেছেন। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেন কল্পনা তা জানা যায়নি।
আরো পড়ুন:
ভেঙে গেল তামান্না-বিজয়ের প্রেম!
‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভাঙবে ‘স্পিরিট’?
বিখ্যাত প্লেব্যাক গায়ক টিএস রাঘবেন্দ্রর মেয়ে কল্পনা। মাত্র পাঁচ বছর বয়সে সংগীত ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে স্টার সিঙ্গার মালায়ালামে অংশ নিয়ে বিজয়ী হন। এই বিজয়ের পর ইলাইয়ারাজা এবং এআর রহমানসহ অনেক বিখ্যাত সুরকারের সঙ্গে কাজ করার সুযোগ পান কল্পনা।
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে বিভিন্ন ভাষার ১ হাজার ৫০০ টির বেশি গানে কণ্ঠ দিয়েছেন ৪৪ বছরের কল্পনা।
ঢাকা/শান্ত