রায়হান রাফীর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক: তমা মির্জা
Published: 6th, March 2025 GMT
চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর সঙ্গে অভিনেত্রী তমা মির্জার প্রেম- এ গুঞ্জন অনেক দিন ধরে। মাঝে তাদের সম্পর্ক নেই বলেও চর্চায় আসে। তবে সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর জন্মদিনের পরিবার নিয়ে কেক কাটার ছবি প্রকাশ করার পর থেকেই নতুন করে আলোচনায় তারা। কথা উঠে রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন। তবে বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তমা। এবার জানালেন এক থেকে দেড় বছর ধরে কোনো সম্পর্কে নেই তমা।
এক সাক্ষাৎকারে এ কথা বলেন তমা। ভবিষ্যতে রাফীর সঙ্গে সম্পর্কটা কোথায় গড়াবে, প্রেম কিংবা বিয়ের মতো কিছু ঘটবে কি? জানতে চাইলে নিজের অবস্থান পরিষ্কার করেন নায়িকা।
তিনি বলেন, ভবিষ্যৎ কী আমি জানি না। কারণ, আমার ভাগ্যে কী আছে, আমি জানি না। আমি আজকে একটা কথা বলব, কালকে সেই জিনিসটা হবে না, এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে বা প্রশ্ন তুলবে, এমন প্রশ্নের সম্মুখীন আমি হতেই চাই না। আমি আমার বর্তমান প্রসঙ্গে জানি, এই বর্তমানে আমি কোনো সম্পর্কে জড়িত নই। গত এক-দেড় বছরে আমি কোনো সম্পর্কে নেই, নিশ্চিত। সামনে কী হবে, সেটা সামনে বলতে পারব। অগ্রিম কিছু বলতে পারব না।
এর আগে রাফীর সঙ্গে পারিবারিক সম্পর্ক উল্লেখ করে তমা বলেছিলেন, ‘রাফীর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। কেননা, একসঙ্গে আমরা বেশকিছু কাজ করেছি, তাই রাফীর পরিবারের সঙ্গে এক ধরনের যোগাযোগ তৈরি হয়েছে। শুধু আমারই নয়; সিয়াম, পূজাসহ আরও অনেকের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য।’
মুক্তির অপেক্ষায় আছে তমা অভিনীত ওয়েব ফিল্ম ‘আমলনামা’। এটি নির্মাণ করেছেন রাফী। অন্যদিকে ঈদে আসছে অভিনেত্রীর সিনেমা ‘দাগি’। এতে তার বিপরীতে আফরান নিশো। পরিচালক শিহাব শাহীন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর জহুরুল ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) হোসাইন কবির প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় জসিমকে। পরে তাঁকে চট্টগ্রামে আনা হয়। হাজির করা হয় আদালতে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন জহুরুল আলম। গত ১৭ ফেব্রুয়ারি তাঁর খোঁজে অভিযান চালায় পুলিশ নগরের এ কে খান মোড়ে একটি বাসায়। পরে তাঁর স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার একটি মামলায় পরদিন তাঁকে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।
উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিমকে গত ২২ জানুয়ারি সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে বেলার একটি প্রতিনিধিদল ২০২৩ সালের ২৬ জানুয়ারি আকবর শাহ থানা এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে কাউন্সিলর জহুরুল ও তাঁর সহযোগীদের মারমুখী আচরণের শিকার হন। এ ঘটনায় রিজওয়ানা হাসান আটজনের বিরুদ্ধে মামলা করেন। আকবর শাহ থানা-পুলিশ একই বছরের ১২ জুন ছয়জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেয়। এতে অভিযোগপত্রে কাউন্সিলর জহুরুলকে ১ নম্বর আসামি করা হয়।