মুশফিককে অভিনন্দন রিয়াদের, প্রশংসা তামিম-মাশরাফির
Published: 6th, March 2025 GMT
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের ঠিক আগে সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছিলেন মুশফিকুর রহিম। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটকে বিদায় বললেন ডানহাতি এই ব্যাটার। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছরের প্রান্তে থাকা মুশফিক। তার বিদায়ে অভিনন্দন জানিয়েছেন সতীর্থ ও ভাইরা মাহমুদউল্লাহ রিয়াদ।
এছাড়া পঞ্চপাণ্ডবের দু’জন তামিম ইকবাল ও মাশরাফি মর্তুজা সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন মুশফিককে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত শুভেচ্ছা জানিয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারকে। তাওহীদ হৃদয় স্মৃতিমন্থন করেছেন।
মুশফিককে নিয়ে ফেসবুকে এক পোস্ট দিয়ে রিয়াদ লিখেছেন, ‘মুশফিক, অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে তোমার ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে করা সেঞ্চুরি আমার মনে ভাসছে। শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে তোমার ত্যাগ, পরিশ্রম প্রমাণ করে খেলার প্রতি তুমি কতটা সম্মান দেখিয়েছ। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। টেস্ট ফরম্যাটের জন্য তোমাকে শুভকামনা।’
মাশরাফি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে। রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে। আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে।’
তামিম ভিডিও বার্তা দিয়ে মুশফিককে নিয়ে বলেছেন, ‘তার সঙ্গে আমার ২০-২৫ বছরের সম্পর্ক। তাকে শুধু এতটুকু বলতে চাই, দোস্ত তোর সঙ্গে অনূর্ধ্ব-১৫ থেকে খেলা শুরু। সাধারণ থেকে দেশের অন্যতম সেরা ব্যাটার হইছোস তুই। আমি দেখছি, একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। খেলার প্রতি তার ত্যাগ, ভালোবাসা বলে বোঝানো যাবে না। তুই যা-ই অর্জন করেছিস তা অসাধারণ। তোর অবদান বছরের পর বছর মনে রাখা হবে। তুই অন্তত ১০০ টেস্ট খেলবি, এটাই আমার আশা। যেটা বাংলাদেশের কেউ এখনো পারেনি।’
মুশফিককে ধন্যবাদ দিয়ে জাতীয় দলের অধিনায়ক শান্ত লিখেছেন, ‘মুশফিক ভাই, আমাদের মতো লক্ষ্য তরুণকে উৎসাহিত করায় আপনাকে ধন্যবাদ। আপনার ক্রিকেটের প্রতি আত্মত্যাগ আমাদের জন্য আদর্শ হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী প্রজন্মকে উৎসাহ দেবে। বাংলাদেশ ক্রিকেট আপনার অবদান ভুলবে না।’
তাওহীদ হৃদয় লিখেছেন, ‘বগুড়ায় ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইট ধরে দাঁড়িয়ে থাকা, ওডিআই ক্যাপ গ্রহণ করা এবং ড্রেসিংরুম শেয়ার করা; আমার কাছে রূপকথার থেকে কম নয়! আপনি আমার আইডল। আপনার অবসর আনন্দের হোক। আমি আপনাকে সবার চেয়ে এবং সবকিছুর চেয়ে বেশি মিস করবো।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: বছর র
এছাড়াও পড়ুন:
সেজনি: অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি
২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতের কথা। ভিয়ারিয়ালের মাঠে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে লিগে টানা ষষ্ঠ জয় আদায় করে নেয় বার্সেলোনা। কিন্তু জিতেও যেন স্বস্তি ছিল না বার্সা শিবিরে। হাঁটুতে মারাত্মক চোট পেয়ে যে স্ট্রেচারের করে মাঠ ছাড়তে হয়েছে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। প্রথমার্ধের যোগ করা সময়ে শূন্যে লাফিয়ে বল ধরার পর পড়ে গিয়ে ডান হাঁটুতে এই চোট পান জার্মান গোলরক্ষক।
সে সময়েই বোঝা যাচ্ছিল, খারাপ কোনো খবর পেতে যাচ্ছে বার্সেলোনা। হয়েছেও তাই। জানা যায়, গুরুতর এই চোটে মৌসুম শেষ হয়ে গেছে টের স্টেগেনের। দলের প্রধান গোলরক্ষককে হারিয়ে বার্সার তখন পাগলপ্রায় দশা।
ইনিয়াকি পেনিয়া দ্বিতীয় গোলরক্ষক হিসেবে থাকলেও মৌসুমজুড়ে তাঁর ওপর আস্থা রাখা কঠিনই ছিল। আর কোনো কারণে যদি তাঁকেও হারাতে হয়, তখন কী হবে! সব মিলিয়ে বার্সার আরেকজন গোলরক্ষককে দলে টানা জরুরি হয়ে দাঁড়ায়।
কিন্তু লা লিগার দলবদলের দুয়ার তখন বন্ধ হওয়ায় বিকল্প পথের সন্ধান করতে হয় বার্সাকে। এর মধ্যে একটা পথ পেয়েও যায় তারা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিশেষ শর্ত মেনে গোলরক্ষক ভেড়ানোর সুযোগ পায় কাতালান ক্লাবটি। শর্তটি হচ্ছে চোটাক্রান্ত খেলোয়াড়টিকে চার মাসের বেশি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হবে।
আরও পড়ুনআলিসন ও সেজনি: মানব থেকে অতিমানব০৬ মার্চ ২০২৫পাশাপাশি যে খেলোয়াড়টি তারা নেবে, তাঁকে ফ্রি এজেন্ট হতে হবে এবং দলবদল শেষ হওয়ার আগেই আগের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করতে হবে। এ ছাড়া নতুন যে গোলরক্ষককে তারা কিনবে, তাঁকে আহত গোলরক্ষকের ৮০ শতাংশ পর্যন্ত বেতন দেওয়ার অনুমতি পাবে ক্লাবটি। যেমন বার্সায় টের স্টেগেন বেতন পান বছরে ৯০ লাখ ইউরো। এখন নতুন গোলরক্ষকের বেতন হতে পারবে বছরে সর্বোচ্চ ৭০ লাখ ইউরো।
এত শর্ত মেনে খেলোয়াড় খুঁজে বের করা সহজ ব্যাপার ছিল না। কিন্তু এই কঠিন শর্তই বার্সাকে পৌঁছে দেয় ভয়চেক সেজনির কাছে। যিনি এক মাস আগে অর্থাৎ ২০২৪ সালের ১৪ আগস্ট জুভেন্টাসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চুক্তি ছিন্ন করে হয়ে যান ফ্রি এজেন্ট।
দলের সঙ্গে ট্রফি হাতে সেজনির উদ্যাপন