২০২২ সালের টি-২০ বিশ্বকাপের ঠিক আগে সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছিলেন মুশফিকুর রহিম। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটকে বিদায় বললেন ডানহাতি এই ব্যাটার। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছরের প্রান্তে থাকা মুশফিক। তার বিদায়ে অভিনন্দন জানিয়েছেন সতীর্থ ও ভাইরা মাহমুদউল্লাহ রিয়াদ। 

এছাড়া পঞ্চপাণ্ডবের দু’জন তামিম ইকবাল ও মাশরাফি মর্তুজা সামাজিক মাধ্যমে প্রশংসা করেছেন মুশফিককে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত শুভেচ্ছা জানিয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারকে। তাওহীদ হৃদয় স্মৃতিমন্থন করেছেন। 

মুশফিককে নিয়ে ফেসবুকে এক পোস্ট দিয়ে রিয়াদ লিখেছেন, ‘মুশফিক, অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে তোমার ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে করা সেঞ্চুরি আমার মনে ভাসছে। শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে তোমার ত্যাগ, পরিশ্রম প্রমাণ করে খেলার প্রতি তুমি কতটা সম্মান দেখিয়েছ। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। টেস্ট ফরম্যাটের জন্য তোমাকে শুভকামনা।’ 

মাশরাফি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে। রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে। আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে।’

তামিম ভিডিও বার্তা দিয়ে মুশফিককে নিয়ে বলেছেন, ‘তার সঙ্গে আমার ২০-২৫ বছরের সম্পর্ক। তাকে শুধু এতটুকু বলতে চাই, দোস্ত তোর সঙ্গে অনূর্ধ্ব-১৫ থেকে খেলা শুরু। সাধারণ থেকে দেশের অন্যতম সেরা ব্যাটার হইছোস তুই। আমি দেখছি, একটা ছেলে কতটা কষ্ট করতে পারে। খেলার প্রতি তার ত্যাগ, ভালোবাসা বলে বোঝানো যাবে না। তুই যা-ই অর্জন করেছিস তা অসাধারণ। তোর অবদান বছরের পর বছর মনে রাখা হবে। তুই অন্তত ১০০ টেস্ট খেলবি, এটাই আমার আশা। যেটা বাংলাদেশের কেউ এখনো পারেনি।’

মুশফিককে ধন্যবাদ দিয়ে জাতীয় দলের অধিনায়ক শান্ত লিখেছেন, ‘মুশফিক ভাই, আমাদের মতো লক্ষ্য তরুণকে উৎসাহিত করায় আপনাকে ধন্যবাদ। আপনার ক্রিকেটের প্রতি আত্মত্যাগ আমাদের জন্য আদর্শ হয়ে থাকবে। বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী প্রজন্মকে উৎসাহ দেবে। বাংলাদেশ ক্রিকেট আপনার অবদান ভুলবে না।’ 

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘বগুড়ায় ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইট ধরে দাঁড়িয়ে থাকা, ওডিআই ক‍্যাপ গ্রহণ করা এবং ড্রেসিংরুম শেয়ার করা; আমার কাছে রূপকথার থেকে কম নয়! আপনি আমার আইডল। আপনার অবসর আনন্দের হোক। আমি আপনাকে সবার চেয়ে এবং সবকিছুর চেয়ে বেশি মিস করবো।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বছর র

এছাড়াও পড়ুন:

৪ ঘণ্টা অবরুদ্ধ কমিশন, আজ থেকে কর্মবিরতি কর্মীদের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার দিনভর সংস্থাটিতে বিক্ষোভ, ঘেরাওয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসদস্যদের হস্তক্ষেপ করতে হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে বেলা তিনটার পর বিএসইসির চেয়ারম্যানসহ অপর তিন কমিশনারকে সেনা নিরাপত্তায় কার্যালয় থেকে বের করা হয়। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ৪ ঘণ্টা ধরে এ পরিস্থিতি বিরাজমান ছিল।

দিনভর নানা দাবিতে বিক্ষোভের পর বিকেলে সংস্থাটির সব কর্মকর্তা-কর্মচারী বিএসইসির বর্তমান কমিশনের পদত্যাগের এক দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন। তাঁরা জানিয়েছেন, পুরো কমিশন পদত্যাগ না করলে আজ বৃহস্পতিবার থেকে সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন।

গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কর্মবিরতির ঘোষণা দেন সংস্থাটির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল করিম, রিপণ কুমার দেবনাথ, পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক লুৎফুল কবির, মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশিদুল আলম প্রমুখ।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন, বিএসইসিতে গতকাল দিনভর ঘটে যাওয়া পুরো ঘটনা আজ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে তুলে ধরবে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে একটি দল। এর ভিত্তিতে সরকারের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যেভাবে ঘটনার সূত্রপাত

গত মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরের পাঠানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি। সংস্থাটির চেয়ারম্যান ওই দিনই এ-সংক্রান্ত আদেশ জারি করেন। চাকরির বয়সসীমা ২৫ বছর হওয়ায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর আগে গত ৯ সেপ্টেম্বর থেকে তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। মঙ্গলবার তাঁকে অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর গতকাল বেলা ১১টার দিকে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা ৪ দফা দাবি নিয়ে চেয়ারম্যান ও তিন কমিশনারের কাছে যান। এ সময় চেয়ার‌ম্যানের নেতৃত্বে কমিশন বেক্সিমকো সুকুক বন্ডের অনিয়মের তদন্ত প্রতিবেদন নিয়ে সভা করছিলেন। ওই সভাকক্ষেই হাজির হয়ে কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের আদেশ প্রত্যাহার; তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের যেসব কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে, তা প্রত্যাহার ও শোকজ বন্ধ করা; কমিশনের ১২৭ কর্মী নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে উত্থাপিত বিষয়ে কমিশন থেকে আইনজীবী নিয়োগ ও তিন দিনের মধ্যে কমিশনের পক্ষ থেকে আপিল করা এবং কমিশনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন ও অপেশাদার আচরণ বন্ধ করা। এসব দাবি পূরণ না করলে কমিশনের পদত্যাগেরও দাবি জানানো হয়।

এর আগে চেয়ারম্যানের কক্ষসহ কমিশন ফ্লোরের সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। বিএসইসি ভবনের মূল ফটকও ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় সব ফ্লোরের ফটক। একপর্যায়ে বন্ধ করা হয় পুরো ভবনের বিদ্যুতের সংযোগও। খবর পেয়ে বেলা দেড়টার দিকে একদল পুলিশ এসে ভেতরে ঢুকতে না পেরে ফেরত যায়। ততক্ষণে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে কমিশনের অবরুদ্ধ হয়ে পড়ার খবর সংবাদমাধ্যমসহ বাইরে ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় বেলা দুইটার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাসদস্যরা নিরাপত্তাকর্মীদের ফটক খোলার অনুরোধ করলেও কেউ এগিয়ে আসেননি। পরে সেনাসদস্যদের বহনকারী আরও কয়েকটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় ৩০ মিনিট ফটকের বাইরে অপেক্ষার পর সেনাসদস্যদের কয়েকজন ফটক টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের খুঁজে বের করে প্রবেশপথ খোলা ও লিফট চালুর ব্যবস্থা করেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও তাঁদের সঙ্গে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য জরুরি নির্গমন পথ দিয়ে পঞ্চম তলায় কমিশন ফ্লোরে প্রবেশ করেন এবং সভাকক্ষ থেকে চেয়ারম্যানসহ তিন কমিশনারকে তাঁদের জিম্মায় নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন

নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনারকে কার্যালয় থেকে বের করার পর সংস্থাটির বিক্ষুব্ধ কর্মীরা সংবাদ সম্মেলন করেন। নির্বাহী পরিচালক মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চার দফা দাবি নিয়ে কমিশনে গিয়েছিলাম। কমিশন দাবি পূরণ করেনি এবং উদ্ভূত পরিস্থিতিতে কমিশনের পদত্যাগের এক দফা দাবিতে আমরা কর্মবিরতি ঘোষণা করছি।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কমিশনের ছয়জন কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, রাকিবুর রহমান, আরিফুল ইসলাম ও সুলতানা সালাউদ্দিন এবং ব্যক্তিগত কর্মকর্তা বেতাব ও ইলেকট্রিশিয়ান মাহবুব। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসইসির ব্যাখ্যা

গতকালের ঘটনা সম্পর্কে বিএসইসির চেয়ারম্যানের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়, বিগত দিনের পুঁজিবাজারের বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে তালিকাভুক্ত ১২টি কোম্পানির অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি এখন পর্যন্ত সাতটি প্রতিবেদন জমা দিয়েছে। এসব প্রতিবেদনের ভিত্তিতে বাজার–সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলমান। এ ছাড়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিধি মোতাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে মঙ্গলবার অবসরে পাঠানো হয়। এসব ব্যবস্থা নেওয়ায় কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা-কর্মচারী বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সভা চলাকালে সভাকক্ষে ঢুকে জোরপূর্বক অবরুদ্ধ করেন। তাঁরা চার ঘণ্টা উচ্ছৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাজার–সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ

পুঁজিবাজারের মতো সংবেদনশীল একটি বাজারের নিয়ন্ত্রক সংস্থায় এ ধরনের ঘটনা বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি করেছে।

জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা দাবিদাওয়া আদায়ে যে পথ বেছে নিয়েছেন, সেটি কোনো সরকারি কার্যালয়ে সমর্থনযোগ্য নয়। কর্মীরা কেন এ পথ বেছে নিতে বাধ্য হলেন, এ ক্ষেত্রে কারও কোনো ব্যর্থতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। পুঁজিবাজার–সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তারাও এ ঘটনায় উদ্বেগ ও হতাশার কথা জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধান্ত জানাবেন রিয়াদ
  • মুশফিকের বিদায়বেলায় আবেগী মাশরাফি
  • নজিরবিহীন বিক্ষোভ, হট্টগোল বিএসইসিতে
  • ‘তোমার অর্জন বছরের পর বছর মনে রাখা হবে’—মুশফিককে নিয়ে তামিম
  • ৪ ঘণ্টা অবরুদ্ধ কমিশন, আজ থেকে কর্মবিরতি কর্মীদের
  • মুশফিকের থেকে তামিমের চাওয়া ‘অন্তত ১০০ টেস্ট’
  • ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে মুশফিকুর
  • ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকের
  • ওয়ানডে থেকে মুশফিকের অবসরের ঘোষণা