আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)–তে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫। এআইইউবি ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য অধ্যাপক এ এফ এম ইউসুফ হায়দার। অন্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন রেজা, কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ ও নেপাল, জান্নাতুল ফেরদৌস সিগমা, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, পিয়ারসন বাংলাদেশ; মুনির হাসান, চিফ কো-অর্ডিনেটর, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ইয়ুথ প্রোগ্রাম, প্রথম আলো; ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড এবং অধ্যাপক মো.

আবদুর রহমান, সহ–উপাচার্য, এআইইউবি।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা আইইউবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় দলের কোচ অধ্যাপক এম আর্শাদ মোমেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

আরও পড়ুনবিদায় বেলায় বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর জানিয়ে গেলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ২২ ঘণ্টা আগে

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আবদুর রহমান, অধ্যাপক সালেহ হাসান নকীব, কিশোর আলো সম্পাদক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস-এর প্রখ্যাত পদার্থবিদ ও গণিতবিদ অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, অধ্যাপক এম আর্শাদ মোমেন এবং ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ।

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫

এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সারা দেশ থেকে প্রায় ১০,০০০ শিক্ষার্থী আঞ্চলিক পর্বে অংশ নেন, যার মধ্যে ১ হাজার ৪০০ জন শিক্ষার্থী জাতীয় পর্বে প্রতিযোগিতা করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৮৮ জন বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীকে ট্রফি ও বই প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে পাঁচজন প্রতিযোগী ফ্রান্সে অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫-এর আয়োজক ছিল বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি ও এআইইউবি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপস থ ত ছ ল ন উপ চ র য অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

কসমেটিকস ও টয়লেট্রিজ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পরিবেশকদের নিয়ে পবিত্র ঈদুল ফিতরের বিক্রয় পরিকল্পনাবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি ২০২৫। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে রাজধানীর একটি কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ, জিএম মো. ওবায়দুর রহমান মোল্লাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা। খবর বিজ্ঞপ্তি

কনফারেন্সে সারা দেশ থেকে আসা পরিবেশকদের সঙ্গে ঈদুল ফিতরের বিক্রি বিষয়ে মতবিনিময় এবং তাঁদের পরামর্শ গ্রহণ করা হয়। তাসমিয়ার ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ বলেন, ‘তাসমিয়া কসমেটিকস আপনাদের কোম্পানি। এই কোম্পানির উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সময় আপনাদের পাশে পেয়েছি এবং ভবিষ্যতেও পেতে চাই। কোম্পানি পরিচালনার ক্ষেত্রে আপনাদের সবার অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তাসমিয়া কসমেটিকস আন্তর্জাতিক মানসম্পন্ন, অত্যন্ত উন্নত মানের পণ্যসামগ্রী তৈরি করে, ক্রেতাসাধারণ তা গ্রহণ করেছে এবং কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজের আছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, স্মার্ট কাশ্মীরি কালার কোন মেহেদি, স্মার্ট সিনথেটিক কোন মেহেদি, স্মার্ট পাওয়ার ডিস ওয়াশিং বার, ররি ডিটারজেন্টসহ নানা ধরনের পণ্য। বিভিন্ন শপিং সেন্টার ও মেগা শপ ও সারা দেশের দোকানে তাসমিয়া কসমেটিকসের পণ্য পাওয়া যায়।

সম্পর্কিত নিবন্ধ

  • পাঠকের ছবি (৬ মার্চ ২০২৫)
  • প্রতিরক্ষা নির্দেশিকা স্থগিত, স্বরাষ্ট্র সচিবকে তলব
  • আজ টিভিতে যা দেখবেন (৬ মার্চ ২০২৫)
  • সুন্দরের গান গেয়ে মাদ্রিদ ডার্বিতে এগিয়ে রিয়াল
  • বিয়াম ফাউন্ডেশনে চাকরি, ৯ম থেকে ১৫তম গ্রেডে পদ ৬৭
  • আজ টিভিতে যা দেখবেন (৫ মার্চ ২০২৫)
  • বুক রিভিউ লিখে জিতুন ১০ হাজার টাকা
  • কেয়ার বাংলাদেশে চাকরি, বেতন ১ লাখ ৮৫ হাজার
  • তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত