আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)–তে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫। এআইইউবি ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য অধ্যাপক এ এফ এম ইউসুফ হায়দার। অন্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন রেজা, কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ ও নেপাল, জান্নাতুল ফেরদৌস সিগমা, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, পিয়ারসন বাংলাদেশ; মুনির হাসান, চিফ কো-অর্ডিনেটর, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ইয়ুথ প্রোগ্রাম, প্রথম আলো; ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড এবং অধ্যাপক মো.

আবদুর রহমান, সহ–উপাচার্য, এআইইউবি।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা আইইউবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় দলের কোচ অধ্যাপক এম আর্শাদ মোমেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

আরও পড়ুনবিদায় বেলায় বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর জানিয়ে গেলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ২২ ঘণ্টা আগে

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আবদুর রহমান, অধ্যাপক সালেহ হাসান নকীব, কিশোর আলো সম্পাদক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস-এর প্রখ্যাত পদার্থবিদ ও গণিতবিদ অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, অধ্যাপক এম আর্শাদ মোমেন এবং ফায়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ।

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা০৩ মার্চ ২০২৫

এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সারা দেশ থেকে প্রায় ১০,০০০ শিক্ষার্থী আঞ্চলিক পর্বে অংশ নেন, যার মধ্যে ১ হাজার ৪০০ জন শিক্ষার্থী জাতীয় পর্বে প্রতিযোগিতা করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১৮৮ জন বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীকে ট্রফি ও বই প্রদান করা হয়। বিজয়ীদের মধ্যে পাঁচজন প্রতিযোগী ফ্রান্সে অনুষ্ঠিত ৫৫তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৫-এর আয়োজক ছিল বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি ও এআইইউবি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপস থ ত ছ ল ন উপ চ র য অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

গৃহকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি

দিনরাত খেটেও সপ্তাহে একদিনের ছুটি পান না গৃহকর্মীরা। তাদের কাজের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, নেই সুনির্দিষ্ট মজুরিও। এমনকি শ্রমিকের পরিচয় থেকেও বঞ্চিত তারা। বাসাবাড়িতে কাজ করতে গিয়ে নিজের নামও হারিয়ে ফেলেন গৃহকর্মীরা। তাই অধিকার আদায়ে গৃহকর্মী সুরক্ষা আইন-২০২৫ বাস্তবায়নের দাবি উঠেছে বরিশালে। 

আজ বুধবার উন্নয়ন সংগঠন আভাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান গৃহকর্মীরা। সেখানে উপস্থিত গৃহকর্মী মনিরা আক্তার ও পুতুল বলেন, তারা গৃহকর্মী হিসেবে কাজ করেও সাপ্তাহিক ছুটি পান না। অসুস্থাতার জন্য কাজে যেতে না পারলে নানা কৈফিয়ত দিতে হয়। একজন গৃহকর্মী মাসে সর্বোচ্চ আয় করতে পারেন ৮ হাজার টাকার মতো। এই আয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চলে না। তাদের মাসিক মজুরি অন্ততপক্ষে ১৫-২০ হাজার টাকা নির্ধারণের দাবি করেন। 

গৃহকর্মীদের সংগঠন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘের সভাপতি শিউলী জামানের লিখিত বক্তব্যে তুলে ধরা হয় ৬ দফা দাবি। গৃহকর্মীদের শ্রম আইন অনুযায়ী শ্রমিকের স্বীকৃতিসহ অন্য দাবির মধ্যে রয়েছে তাদের ন্যূততম বেতন নির্ধারন, কাজের পরিবেশে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সাপ্তাহিক ছুটি প্রদান, শোষণ-নির্যাতন বন্ধ ও আইনি সহায়তা নিশ্চিত করা এবং লিখিত চুক্তিপত্রের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ।

আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল সেখানে বলেন, গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তি করে তাদের অধিকার সুরক্ষিত করা জরুরি। গৃহকর্মী সুরক্ষা আইন-২০২৫ বাস্তবায়ন হলে তাদের জীবনমান উন্নয়ন হবে, শ্রমবাজারকে আরও ন্যায্য ও নিরাপদ করে তুলবে।

সম্পর্কিত নিবন্ধ

  • কাশ্মীরে হামলায় পাকিস্তানকে জড়ানোর ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান
  • সরকারি প্রতিষ্ঠানে বড় নিয়োগ, পদ ৯৯, অ্যাপিয়ার্ড প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই (অ্যাপ্রুভ)
  • আজ টিভিতে যা দেখবেন (২৫ এপ্রিল ২০২৫)
  • প্রাণিসম্পদ অধিদপ্তরের পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি, আবার প্রবেশপত্র ডাউনলোড
  • নয় মাসে মুনাফা থেকে লোকসানে জেমিনি সি ফুড
  • মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (২৪ এপ্রিল ২০২৫)
  • পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
  • গৃহকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি
  • এআইইউবিতে ইংলিশে মাস্টার্স প্রোগ্রামের সুযোগ, মেয়াদ দেড় বছর