যুক্তরাজ্যে সফরে গিয়ে হামলার মুখে পড়েছেন ভারতের পররাষ্টমন্ত্রী এস জয়শঙ্কর। স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিরা এই হামলা চালিয়েছেন।

এই হামলার নেপথ্যে খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিংহ পন্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রয়েছে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

আরো পড়ুন:

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-যুক্তরাজ্যের

ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা স্টারমারের

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে লন্ডনে চ্যাথাম হাউজ থিংক ট্যাংকের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জয়শঙ্করের গাড়িতে বহন করা ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন ক্ষুব্ধ খালিস্তানিরা। 

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, চ্যাথাম হাউজে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খলিস্তানপন্থিরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন রাস্তার পাশে। পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা।

জয়শঙ্কর কর্মসূচি শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তার গাড়ির সামনে পৌঁছে যান। এরপর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এসময় আরো কয়েকজন খলিস্তানপন্থি ভারতের পররাষ্টমন্ত্রীর  কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পরে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আমরা পররাষ্ট্রমন্ত্রীর ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। বিচ্ছিন্নতাবাদী শক্তির এমন কাজ নিন্দনীয়।” 

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশ

রোমের সান্তা মারিয়া ম্যাজিওর গির্জায় পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশিত হয়েছে।

ছবিতে দেখা গেছে, পাথরের তৈরি সমাধির ওপর একটি সাদা গোলাপ ফুল রাখা। পোপ হিসেবে যে নামে তিনি পরিচিত ছিলেন, সে নাম সমাধির ওপর খোদাই করা। সমাধিটির ওপরে স্পটলাইটের আলোয় উদ্ভাসিত হয়েছে একটি ক্রুশ চিহ্ন।

গত শনিবার ভ্যাটিকানে অনুষ্ঠিত উন্মুক্ত অন্ত্যেষ্টিক্রিয়ার পর সীমিত পরিসরের অনুষ্ঠানে প্রয়াত পোপকে ওই গির্জায় সমাহিত করা হয়। গির্জাটি ইতালির রাজধানী রোমের চারটি প্রধান বিশাল গির্জার একটি। সেখানে তিনি কার্ডিনাল এবং পরে পোপ থাকাকালীন নিয়মিত যেতেন।

আজ রোববার সকালে বহু শোকাহত মানুষ গির্জার বাইরে ভিড় জমান, যাতে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন। পোপ ফ্রান্সিস গত সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

পোপ ফ্রান্সিস বিশেষভাবে ভার্জিন মেরির ভক্ত ছিলেন। চতুর্থ শতকে নির্মিত সান্তা মারিয়া ম্যাজিওরে গির্জাটি ভার্জিন মেরিকে উৎসর্গ করা প্রথম গির্জা।

পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ রোববার সকালে বহু শোকাহত মানুষ গির্জার বাইরে ভিড় জমান

সম্পর্কিত নিবন্ধ