অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র
Published: 6th, March 2025 GMT
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশিদেরও ফেরত পাঠানো হচ্ছে। ইতোমধ্যে নথিপত্রহীন কয়েকজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠালে তাদের গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল বুধবার এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা হয়েছে। সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সভা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অন্যান্য দেশের নাগরিকদের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। এ-সংক্রান্ত একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশও যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া নিজ নাগরিকদের ফেরত নেবে।
ওই কর্মকর্তা জানান, আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব মো.
বৈঠকে অবৈধ বাংলাদেশিদের গ্রহণ করার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাদের যাতে দেশে ফিরতে কোনো সমস্যা না হয়, সেদিকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পেরেছে। হাজারখানেক বাংলাদেশিকে নিজের দেশে গ্রহণেও কোনো সমস্যা হবে না।
কবে নাগাদ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু হবে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা কোনো মন্তব্য না করলেও যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি বলেছেন, বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু হয়ে গেছে। ইতোমধ্যে কয়েকজনকে পাঠানোও হয়েছে।
ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের অনেক অভিবাসী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আশ্রয় নিয়েছেন। তাদের নিয়েই ট্রাম্প প্রশাসনের দুশ্চিন্তা সবচেয়ে বেশি। তবে, আফ্রিকা ও এশীয়দেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় বসবাস করা এক প্রবাসী বাংলাদেশি রাইজিংবিডি ডটকমকে বলেছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া যেসব বাংলাদেশি আছেন; তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জ্যাকসন হাইটসসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে লোকসমাগম তেমন হচ্ছে না। তবে, যাদের বৈধ কাগজপত্র আছে, তাদের কোনো সমস্যা নেই।
ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকদিন আগে ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তারা ধারণা দিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের যে তালিকা তৈরি করা হয়েছে, সে সংখ্যা হাজারের বেশি নয়। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এক্ষেত্রে ঢাকার সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন। সরকারও ইতিবাচক সাড়া দিয়েছে।
বিদেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার অন্যতম হলো, তারা বাংলাদেশের নাগরিক কি না, তা যাচাই করা। যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার ক্ষেত্রে প্রক্রিয়াটি মেনে চলা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারে অঙ্গীকার করেছিলেন যে, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বিদেশিদের বিতাড়নের উদ্যোগ নেবেন।
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত অব ধ ব
এছাড়াও পড়ুন:
পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্টে ভর্তি, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ
এক বছর মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অষ্টম ব্যাচের সামার টার্মে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রোগ্রামটি সম্পূর্ণ আবাসিক। পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কোর্সে ভালো ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা আছে।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা—*প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
আবেদনের নিয়ম—*প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আরডিএ ওয়েবসাইট www.rda.gov.bd দেওয়া নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও পে–অর্ডারসহ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অবস্থিত ‘পিজিডিআরডি সচিবালয়’-এ সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে;
*আবেদনের সঙ্গে মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া বরাবর ২০০/- (দুই শ) টাকা মূল্য মানের পে-অর্ডার জমা দিতে হবে;
*আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নোক্ত কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে। এগুলো হলো ১. এসএসসি/এইচএসসি ও স্নাতক পাসের সনদপত্র ও মার্কশিট; ২. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক নাগরিকত্বের সনদপত্র; ৩. সর্বশেষ অধ্যয়নকৃত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র ও ৪. জাতীয় পরিচয়পত্র;
বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা*দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি;
*চাকরিরত প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও ভুল তথ্যাদি সন্নিবেশিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
আরও পড়ুন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তি, দেখুন বিস্তারিত০১ মার্চ ২০২৫গুরুত্বপূর্ণ তারিখ—*আবেদনপত্র ও অন্য কাগজপত্র জমার শেষ তারিখ: ১৬ মার্চ, ২০২৫ (রোববার)
*নির্বাচনী পরীক্ষা: ১৭ মার্চ ২০২৫ (সোমবার)
*নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫ (মঙ্গলবার)
*ভর্তি শুরু: ১৯ মার্চ, ২০২৫ (বুধবার)
*ভর্তির শেষ তারিখ: ২৫ মার্চ, ২০২৫ (মঙ্গলবার)
*ওরিয়েন্টেশন ওয়ার্কশপ: ৬ এপ্রিল, ২০২৫ (রোববার)
* ক্লাস শুরু: ৭ এপ্রিল, ২০২৫ (সোমবার)।
*বিস্তারিত তথ্যের জন্য ০১৬৭২-৩৯১৭৫০ নম্বরে যোগাযোগ করুন।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি, এমসিকিউ ১০০, মেধাতালিকা ২০০ নম্বরে০১ মার্চ ২০২৫আরও পড়ুননিটোরে ভর্তি, আবেদন সময় বাড়ল, দ্বিতীয়বার পরীক্ষার সুযোগসহ জেনে নিন বিস্তারিত০২ মার্চ ২০২৫