পটুয়াখালী জেলা শহরের জুবিলী উচ্চমাধ্যমিক বিদ্যালয়–সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত সাতটি বসতবাড়ি, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হননি।

আগুনে স্থানীয় শিক্ষক বিকাশ চন্দ্র দাস (৪৫), জয়ন্ত রায় (৩০), নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধীমান কর্মকার (৫১) ও বাবুল চন্দ্র শীলের (৫০) বসতবাড়ি পুড়ে গেছে। এ ছাড়া বাড়ির সামনে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিকাশ চন্দ্র দাস বলেন, আজ ভোরে ঘুম থেকে জেগে তিনি পাশের বাসায় আগুন জ্বলতে দেখেন। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বাইরে বের হন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে; ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি।

বাবুল চন্দ্র শীলের মেয়ে অর্পিতা রানী শীল বলেন, ‘ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে চলে আসি। বসতঘরের সবকিছু পুড়ে গেছে।’

পটুয়াখালী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ রাজিব বলেন, খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহের কাজ চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভোরে ঘুম থেকে জেগেই বাসিন্দারা দেখলেন আগুন, পুড়ে গেছে ৭টি বসতবাড়ি ও দোকান

পটুয়াখালী জেলা শহরের জুবিলী উচ্চমাধ্যমিক বিদ্যালয়–সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত সাতটি বসতবাড়ি, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হননি।

আগুনে স্থানীয় শিক্ষক বিকাশ চন্দ্র দাস (৪৫), জয়ন্ত রায় (৩০), নির্মল কর্মকার (৬০), রিপন কর্মকার (৪৬), ধীমান কর্মকার (৫১) ও বাবুল চন্দ্র শীলের (৫০) বসতবাড়ি পুড়ে গেছে। এ ছাড়া বাড়ির সামনে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিকাশ চন্দ্র দাস বলেন, আজ ভোরে ঘুম থেকে জেগে তিনি পাশের বাসায় আগুন জ্বলতে দেখেন। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বাইরে বের হন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে; ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি।

বাবুল চন্দ্র শীলের মেয়ে অর্পিতা রানী শীল বলেন, ‘ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে চলে আসি। বসতঘরের সবকিছু পুড়ে গেছে।’

পটুয়াখালী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ রাজিব বলেন, খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহের কাজ চলছে।

সম্পর্কিত নিবন্ধ