মহানবী (সা.)-কে ভালোবাসার ৭টি নিদর্শন
Published: 6th, March 2025 GMT
ভালোবাসা পরিমাপ করা কঠিন। ভালোবাসা গতিশীল, সুন্দর, বিপজ্জনক, তিক্ত, পরিবর্তনশীল এবং বিমূর্ত। ভালোবাসা আপনাকে সুখের শীর্ষে পৌঁছে দিতে পারে, আবার অন্ধকার গহ্বরেও নিমজ্জিত করতে পারে। জীবনের নানা পর্যায়ে নানা ধরনের ভালোবাসার মুখোমুখি আমরা হই। তবে একটিমাত্র ভালোবাসা আছে, যা মুমিনের জীবনে কখনো ফুরায় না, তা হলো আল্লাহর রাসুল (সা.
রাসুল (সা.)-কে ভালোবাসার অজস্র কারণ আছে, কিন্তু কখন বুঝব যে, আমরা তাকে সত্যিকারের ভালোবাসি, তা-ই আজ আলোচনা করব। তার আগে আসুন, একটি হৃদয়স্পর্শী বর্ণনা স্মরণ করি।
আয়েশা (রা.) বলেছেন, একবার আমি রাসুল (সা.)-কে হাস্যোজ্জ্বল দেখে বললাম, ‘আল্লাহর রাসুল, আমার জন্য দোয়া করুন।’ তিনি বললেন, ‘আল্লাহ, আয়েশার (রা.)অতীত ও ভবিষ্যতের গুনাহ মাফ করুন; যা সে গোপনে করেছে এবং যা প্রকাশ্যে করেছে সব।’ তার দোয়া শুনে আমি এত হাসলাম যে, আমার মাথা আল্লাহর রাসুল (সা.)-এর গা থেকে ঢলে পড়ল। রাসুল (সা.) বললেন, ‘তোমার জন্য যে দোয়া করেছি, তা কি তোমাকে আনন্দিত করেছে?’ আমি বললাম, ‘হ্যাঁ, কীভাবে আপনার দোয়া আনন্দিত না করে পারে?’ তিনি বললেন, ‘আল্লাহর শপথ, উম্মতের জন্য এই দোয়া আমি প্রতি নামাজে করি।’ (ইবনে মাজাহ, হাদিস: ৩,৮৩০)
আরও পড়ুনমহানবী (সা.)-এর শুভাগমন২৩ ফেব্রুয়ারি ২০২৫রাসুল (সা.)-এর এই দোয়া প্রমাণ করে, তিনি আমাদের চেয়েও বেশি আমাদের প্রতি খেয়াল রাখতেন; তিনি আমাদের চেয়েও বেশি ভালোবাসতেন আমাদের। আমরা যখন রাসুল (সা.)-কে ভালোবাসার দাবি করি, তখন আমাদেরও উচিত ভালোবাসার কিছু প্রমাণ দাখিল করা, যেন কিছু নিদর্শন খুঁজে পাওয়া যায়। তেমন ৭টি আলামত বা নিদর্শন হলো:
১. তাঁর অনুকরণ করা
আমরা চারপাশের মানুষকে দেখি, তারা প্রিয় খেলোয়াড়, চলচ্চিত্র তারকা, ক্ষমতাশালী ব্যক্তি কিংবা অন্যান্য সেলিব্রিটির অনুকরণ করে তাদের ব্যক্তিত্ব, চুলের ধরন, পোশাক, আচরণ বা ভাষণ থেকে প্রভাবিত হয়। এটা তাদের ভালোবাসার একটি আলামত। রাসুল (সা.)-কে ভালোবাসলে আমাদের জীবনযাপন এমনভাবে সাজানো উচিত, যাতে প্রতিটি সিদ্ধান্তই রাসুল (সা.)-এর অনুসরণে পরিচালিত হয়। তাকে অনুকরণ মানে হলো, তার সুন্নাহ অনুসরণ করা, তার আচার-ব্যবহার এবং নীতিবোধে মেনে নেওয়া। শুধু বিধান নয়, তার সুন্দর চরিত্রে নিজেকে চিত্রায়িত করা। পরিবার, সহকর্মী, মুসলিম ও অমুসলিমদের সঙ্গে আমার আচরণ কেমন, একবার যাচাই করে দেখি।
২. নবী জীবনী অধ্যয়ন করা
যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন তার সম্পর্কে আরও জানতে আগ্রহী হন—তার কাজ, কথা, ইতিহাস জানতে চান। সাহাবিরা তাদের সন্তানদের শৈশব থেকে রাসুল (সা.) জীবনের গল্প শোনাতেন। রাসুল (সা.) দয়া, ভালোবাসা, সহানুভূতি, নিষ্ঠা, ভাষণ, উচ্চ মর্যাদা, উম্মতের প্রতি তার উদ্বেগ এবং যে-সকল কষ্ট পেরিয়ে আল্লাহর বার্তা তিনি পৌঁছে দিয়েছেন—সেই পাঠ প্রতিটি মুসলমানের থাকা উচিত। সিরাতে রাসুল বা নবী জীবনী অধ্যয়ন রাসুল (সা.)-কে ভালোবাসায় আরো উৎসাহ দেবে আপনাকে। এখনো সীরাহ কোনো সিরাত গ্রন্থ না পড়ে থাকলে এই রমজানেই শুরু করুন, অথবা তার জীবনীর ওপর নির্মিত ভিডিও সিরিজ আলোচনা শুনুন।
আরও পড়ুনমহানবী (সা.)-র হাঁটাচলার ধরন২০ ফেব্রুয়ারি ২০২৫৩. কোরআন পাঠ করা
রাসুল (সা.)-কে আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন তা হলো কোরআন। তিনিই আমাদের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন। তাই তার প্রতি ভালোবাসার অন্যতম নিদর্শন হলো কোরআন পাঠ, তার গূঢ় অর্থ বোঝা এবং কোরআন-অনুসারে জীবন পরিচালনা করা। রাসুল (সা.)-কে ভালোভাবে জানতেও কোরআন পাঠের বিকল্প নেই। আমাদের আখিরাতের সাফল্যও নির্ভর করে কোরআনের পথ অনুসরণের ওপর। রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা যদি সত্যিই গভীর হয়, তাহলে আপনি কোরআন প্রতিদিন পাঠ করবেন এবং তার শিক্ষা জীবনে প্রয়োগ করবেন।
৪. দরুদ পড়া
দরুদ পাঠ করার মানে হলো, আপনি আল্লাহর কাছে রাসুল (সা.)-এর জন্য শান্তি, বরকত ও রহমত প্রার্থনা করছেন। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি দরুদ পাঠ করবে, আল্লাহ তাকে ১০ গুণ বরকত ও রহমত প্রদান করবেন। উম্মতের সালাম আল্লাহ তার কাছে পৌঁছে দেন এবং তিনিও দোয়া করেন। দরুদ পাঠ করার মধ্য দিয়ে রাসুল (সা.)-এর আরও কাছাকাছি আসা যায় এবং তার শাফাআত লাভের প্রেরণা তৈরি হয়। প্রতিদিন সকালে ও রাতে অন্তত ১০ বার দরুদ পাঠ করার অভ্যাস গড়তে পারি। তাঁর নাম শুনলে বা তাঁকে স্মরণ হলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি।
আরও পড়ুনমহানবী (সা.)–র রাজনীতির মূল বৈশিষ্ট্য২৪ ফেব্রুয়ারি ২০২৫৫. তিনি যা ভালোবাসতেন তা ভালোবাসা
এটি শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, তার অভ্যাসের বেলায়ও প্রযোজ্য। যেমন সোমবার ও বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন, রাতে তাহাজ্জুদ পড়তেন, গাছের ডাল দিয়ে মেসওয়াক করতেন, তেমন সাদা পোশাক পরতে পছন্দ করতেন, হাসিমুখে কথা বলতেন, পেট পূর্তি খেতেন না ইত্যাদি। সাহাবিরাও এসব কাজের অনুকরণ করতেন। এটা ভালোবাসার একটি অমোঘ নীতি, প্রিয়জনের সবকিছু আমাদের ভালো লাগে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি রাসুল (সা.)-এর প্রিয় সুন্নাহগুলো অনুসরণ করি?
৬. তাঁর সঙ্গে সাক্ষাতের প্রার্থনা করা
কাউকে ভালোবাসলে তাকে বারবার স্মরণ হয়, তাকে দেখতে ইচ্ছা করে। রাসুল (সা.)-কে ভালোবাসলে আপনি তার জীবনের প্রতিটি দিক সম্পর্কে ভাববেন এবং পরকালে তার সঙ্গে মিলনের প্রার্থনা করবেন আল্লাহর কাছে। তার কাছে যেতে অন্তর আকুল থাকবে সব সময়।
৭. সুন্নাহর প্রচার করা
যখন আমরা কাউকে ভালোবাসি, চাই অন্যরাও তার সম্পর্কে জানুক এবং তার শিক্ষা গ্রহণ করুক। রাসুল (সা.)-কে ভালোবাসলে আমাদের কর্তব্য হলো, বন্ধু, পরিবার ও সমাজের সদস্যদের কাছে তার জীবন, তার সুন্নাহ এবং তার শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং অন্যদের তা অনুসরণ করতে উৎসাহিত করা।
কথায় আছে, আমাদের কাজ আমাদের কথার চেয়ে শক্তিশালী। তা-ই রাসুল (সা.)-কে ভালোবাসা শুধু দাবি নয়, কর্মের মাধ্যমে আমাদের প্রমাণ দেওয়া উচিত। অন্যায় কাজের মুখোমুখি হলে প্রতিবার নিজেকে বারবার প্রশ্ন করা উচিত, সত্যিই কি আমি তাকে ভালোবাসি?
আরও পড়ুনমহানবী (সা.)–র কোন জীবনী পড়বেন১৬ সেপ্টেম্বর ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র ক প ঠ কর র ক রআন প জ বন র আল ল হ র জন য র জ বন করব ন
এছাড়াও পড়ুন:
বাড়তি ভ্রমণে বিরক্ত মিলার ফাইনালে কিউইদের সমর্থক
বুধবার (৫ মার্চ, ২০২৫) দ্বিতীয় সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিউইদের দেওয়া ৩৬৩ রানের পাহাড়সম চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ৫০ রানে ম্যাচ হারে প্রোটিয়ারা। ম্যাচে বিধ্বংসী এক শতক হাঁকিয়েও দলকে জেতাতে ব্যর্থ হন ডেভিড মিলার। কিলার খ্যাত বাঁহাতি এই ব্যাটসম্যান ম্যাচ হারের পেছনে সরাসরি দায়ী করলেন অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ভ্রমণকে। বিরক্ত মিলার এটাও জানিয়ে দিলেন; যাদের বিপক্ষে হেরে শেষ চার থেকে ছিটকে পড়া, সেই কিউইদের ফাইনালে সমর্থন দিবেন।
নিরাপত্তার অজুহাতে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। আইসিসি থেকে বাড়তি সুবিধা পাওয়া দলটি ফাইনালে ওঠায় দুবাইয়েই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সমীকরণের মারপ্যাঁচে এই ম্যাচের আগে নির্ধারিত হয়নি সেমিফাইনালে কার বিপক্ষে কোন দল খেলবে। তাই গত ১ মার্চ দুবাইয়ের প্লেন ধরতে হয় অস্ট্রেলিয়াকে।
অস্ট্রেলিয়াকে অনুসরণ করে পরদিন দক্ষিণ আফ্রিকাও একই গন্তব্যে পৌঁছায়। কারণ, ভারতের প্রতিপক্ষ হলে তাদেরও দুবাইয়েই খেলতে হবে। শেষ পর্যন্ত অজিদের প্রতিপক্ষে হিসেবে পায় রোজিত শর্মার দল। তাই কোন কাজে ক্রিকেটিয় কর্মসূচিতে অংশগ্রণ না করেই প্রোটিয়াদের আবারও দুবাই থেকে ফিরতে হয়েছে পাকিস্তানে।
এই ঘটনাটা স্বাভাবিকভাবেই নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। যদিও ভদ্রতা দেখিয়ে সেমি ফাইনালের আগে কিছুই বলেনি তারা। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে হারার পর এই ব্যাপের আর চুপ থাকতে পারেননি মিলার। এই ম্যাচে ৬৭ বলে অপরাজিত ১০০ রানের অসাধারণ এক ইনিংস খেলা মিলার বলেন, “যদিও স্রেফ এক ঘণ্টা ৪০ মিনিটের ফ্লাইট, তার পরও তো সেটা আমাদেরকে করতে হয়েছে। একটি ম্যাচ শেষে ভোরে আমাদেরকে রওনা দিতে হয়েছে। বিকেল ৪টায় আমরা দুবাইয়ে গিয়েছি। পরদিন সকাল সাড়ে সাতটায় আবার ফিরে আসতে হয়েছে। এসব কখনোই ভালো লাগার মতো কিছু নয়। এমন নয় যে ৫ ঘণ্টার ফ্লাইট ছিল। রিকভারির যথেষ্ট সময় ছিল। তবে অবশ্যই পরিস্থিতি আদর্শ নয়।”
আরো পড়ুন:
ভারতের বিপক্ষেও জিততে চাই: স্যান্টনার
১৬ বছর পর ফাইনালে নিউ জিল্যান্ড
যেহেতু দল হিসেবে প্রোটিয়ারা অসম্ভব পেশাদার, তাই সেমিফাইনালে ৫০ রানে হারের পছনে ভ্রমণকে অজুহাত হিসেবে দাঁড় করালেন না মিলার, “টপ অর্ডার থেকে ভালো কিছু অবদান ছিল। গোটা দুই ফিফটি ছিল টপ অর্ডারে। বেশ শক্ত ভিত পেয়েছিলাম আমরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, মাঝের ওভারগুলোয় আমরা দুটি উইকেট বেশি হারিয় ফেলি। দিনশেষে, এটা দলীয় প্রচেষ্টা। উইকেট ভালো হলেও, ৩৬০ রান তাড়া করা সহজ নয় কখনোই। রাতে শিশিরও পড়েনি।”
এ্গকা কোন ভনিতার আশ্রয় না নিয়ে মিলার স্পষ্ট করেই বলেছেন, ফাইনালে তিনি কিউইদের সমর্থন দেবেন। মিলারের ভাষায়, ‘আমি সৎ উত্তরই দেব, আমি নিউজিল্যান্ডকেই সমর্থন দেব। তবে দুটি দলই অবিশ্বাস্যরকমের ভালো।”
ঢাকা/নাভিদ