পিএসজি হারল ‘বিশ্ব সেরা’ গোলরক্ষকের বিপক্ষে!
Published: 6th, March 2025 GMT
চ্যাম্পিয়নস লিগে বুধবার (৫ মার্চ, ২০২৫) দিবাগত রাতটা মূলত গোলরক্ষকদের। বার্সেলোনার বয়েচেক শেজনি বেনফিয়ার বিপক্ষে করেছেন ৭টি সেভ। অন্যদিকে শেষ ষোলোর আরেক ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে লিভারপুলের গোলরক্ষকও আলিসন বেকারও হয়ে উঠলেন ‘চীনের প্রাচীর’। প্যারিসের ক্লাবটির বিপক্ষে অসাধারণ দক্ষতা দেখানোর পর আলিসন জানালেন এটি তার জীবনের সেরা পারফরম্যান্স। আর লিভারপুল ম্যানেজার আর্নে স্লট আলিসনকে ‘বিশ্ব সেরা’ বলেছেন!
মাঠ পার্ক দে প্রিন্সে ম্যাচের শুরু থেকেই পিএসজি ও লিভারপুল কেউ কাওকে ছেড়ে কথা বলেনি। তবে পরিস্কার সুযোগ তৈরীতে একচেটিয়া দাপট দেখিয়েছে স্বাগতিক ক্লাব পিএসজি। তবে এরপরও সোনার হরিণ গোলের দেখা পাচ্ছিল না। পাবে কিভাবে? ম্যাচে অল রেডদের গোল রক্ষক আলিসন ঠেকালেন পিএসজির ৯টি দুর্দান্ত শট। এই ব্রাজিলিয়ান গোলরক্ষকের বীরত্বেই পিএসজির বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।
এক পর্যায়ে মনে হচ্ছিল আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটি গোলশূন্য ড্র হবে। ম্যাচের ৮৬ মিনিটে লিভারপুল বস স্লট মোহাম্মদ সালাহকে তুলে মাঠে নামান তরুণ ফুটবলার হার্ভি এলিয়টকে। এই একটি পরিবর্তনই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। মাঠে নামার পর মাত্র ৪৭ সেকেন্ডের ব্যবধানে স্বাগতিক পিএসজির জালে বল জড়িয়ে দিলেন এলিয়ট।
আরো পড়ুন:
লিভারপুলের মানসিকতার প্রশংসায় স্লট
হেরে তরুণ ফুটবলার কেনার কথা জানালেন গার্দিওলা
সাম্প্রতিক সময়ে পিএসজি দারুণ ফর্মে আছে। তারা আক্রমণাত্মক শক্তি নিয়ে বেশ আশাবাদীও ছিল। কিন্তু লিভারপুলের গোলকিপারকে পরাজিত করার কোনো উপায় খুজে পায়নি ফ্রান্সের জায়ান্টরা। দলের আক্রমণে ছিলেন উসমান দেম্বেলি, ব্র্যাডলি বারকোলা ও খিচা কাভারাস্কেইয়া। তবে তারা আলিসনের বিপক্ষে ছিলেন অসহায়।
চ্যাম্পিয়নস লিগর এক ম্যাচে ক্লিন শিট রেখা গোলরক্ষকদের মাঝে আলিসনের ৯টি সেভ এই মৌসুমে সবচেয়ে বেশি। ম্যাচ শেষে আলিসন বলেন, “সম্ভবত আমার জীবনের সেরা পারফরম্যান্স… কোচ আমাদের বলেছিলেন যে পিএসজির বিপক্ষে খেলা বেশ কঠিন হবে। আমরা প্রস্তুত ছিলাম। প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করে জানলাম কী আসছে, তাদের দলে কী পরিমাণ গুণগত মান রয়েছে। প্রস্তুতিস্বরূপ আমরাও কঠোর পরিশ্রম করেছি।”
অল রেড কোচ স্লট তার গোলরক্ষককে প্রশংসায় ভাসিয়ে বলেছেন, “আমার মনে হয় না আমি এমন কোনো গোলরক্ষকের সঙ্গে কাজ করেছি, যে এই পর্যায়ে খেলে। স্বাভাবিকভাবেই সে (আলিসন) বিশ্বের সেরা। আমি অনেক ভালো ফিল্ড ফুটবলারের সঙ্গে কাজ করেছি, কিন্তু আমি কখনও বিশ্বের সেরা গোলরক্ষক পায়নি। আমার কাছে সেই সেরা। আজ সেটা আবারও প্রমাণ করেছে।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প এসজ চ য ম প য়নস ল গ প এসজ র
এছাড়াও পড়ুন:
মুদ্রার ওপিঠ দেখে ফেললেন রিশাদ
পিএসএলের এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বাজে ম্যাচটা খেললেন রিশাদ হোসেন। আগের ম্যাচে খরুচে বোলিংয়ে দুই উইকেট পেয়েছিলেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তার দল লাহোর কালান্দার্সের হতশ্রী পারফরম্যান্সের দিনে উইকেটশূন্য থাকলেন এই টাইগার লেগ স্পিনার।
গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমে বোলিং করে লাহোর কালান্দার্সকে চেপে ধরে পেশোয়ার জালমি। ৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে শাহিন আফ্রিদিরা। আলজার্রি জোসেফ ধ্বংসযজ্ঞ চালান লুক উড, অনূর্ধ্ব-১৯ তারকা আলি রাজা এবং হুসাইন তালতকে সঙ্গে নিয়ে। এরপর লাহোরকে কিছুটা সামাল দেন সিকান্দার রাজা, যিনি ৭ নম্বরে নেমে ৩৭ বলে ৫২ রান করেন। তার ইনিংসের ওপর ভর করেই লাহোর শেষ পর্যন্ত ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ১২৯ রানে।
ছোট লক্ষ্য তাড়ায় পেশোয়ার জালমি শুরুতেই ধাক্কা খায়। দলীয় ৭ রানে ২ উইকেট হারায়। তবে অধিনায়ক বাবর আজম দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে সামাল দেন এবং মৌসুমের প্রথম ফিফটি করেন। তিনি ৩০ বলে ৪৫ রান করেন এবং ফিফটি স্পর্শ করতে আরও ৭ বল নেন। তবে ম্যাচের সেরা পারফরমার হিসেবে আবির্ভূত হন হুসাইন তালত। তিনি ৫১ বলে অপরাজিত ৩৭ রান করার পাশাপাশি ২.২ ওভারে ১৮ রানে ২ উইকেটও নেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে পেশোয়ার জালমি ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
গতকাল ব্যাট হাতে আটে ব্যাটিং করেন রিশাদ। ক্যামিও ইনিংস খেলার সুযোগ থাকলেও বাংলাদেশের তারকা থেমেছেন মিয়ম্রাণ হয়েই। ১৩ বলে করেন ১৩ রান। হাঁকিয়েছেন একটি করে চার ও ছক্কা।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও ছিলেন ছন্নছাড়া। দুই ওভার বল করে খরচ করেছেন ১৮ রান। পারেননি সুযোগও তৈরি করতে। তাতেই উইকেটশিকারির তালিকায় শীর্ষ থেকে নেমেছেন চার নম্বরে। ৪ ম্যাচে টাইগার স্পিনারের উইকেট সংখ্যা আগের মতোই, আটটি। ১২ উইকেট নিয়ে শীর্ষে জেসন হোল্ডার।
এই জয়ে পিএসএল টেবিলে চার নম্বরে উঠেছে বাবরের দল পেশোয়ার। ৫ ম্যাচে তাদের পয়েন্ট চার। সমান পয়েন্ট নিয়ে তিনে রিশাদদের লাহোর। শীর্ষে ১০ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড। আগামীকাল (২৬ এপ্রিল) রাত নয়টায় মুলতান সুলতানসের বিপক্ষে লড়বে লাহোর।
ঢাকা/নাভিদ