কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নূর (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

বুধবার (৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো.

সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্প ২০ এর এম ৩২ ব্লকের ৩/৪ এলাকার নুর হোসেনের ছেলে মো. মোজাম্মল, ইউসুফের ছেলে কামাল হোসেন, জাফরের ছেলে মোহাম্মদ সিদ্দিক ও রশিদ আহমেদের ছেলে জুবায়ের।

সিরাজ আমীন বলেন, ‘‘মঙ্গলবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের হেড মাঝি মোহাম্মদ নুরকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বুধবার এ ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী সামিরা বেগম। পরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মূল্যস্ফীতি ২২ মাসের সর্বনিম্ন

সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ; যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, গত জানুয়ারিতে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছিল; ফেব্রুয়ারিতে এসে তা আরও কমে দাঁড়ায় ৯ দশমিক ৩২ শতাংশ।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ