মাঠে খেলছেন বিরাট, গ্যালারিতে ঘুমাচ্ছেন আনুশকা!
Published: 6th, March 2025 GMT
গায়ে সাদা রঙের টপ। ক্রিকেট মাঠের গ্যালারিতে হেলান দিয়ে বসে ঘুমাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। যা এখন রীতিমতো ভাইরাল।
চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ পারফরম্যান্স করছে ভারতীয় টিম। বিরাট কোহলির চমৎকার হাফ সেঞ্চুরির বদৌলতে অস্ট্রেলিয়াকে সেমি ফাইনাল ম্যাচে হারিয়েছে ভারত। এই ম্যাচের দিন মাঠে হাজির ছিলেন বিরাটের স্ত্রী আনুশকা শর্মা।
ভিআইপি স্ট্যান্ডে বিরাটকে সমর্থন করতে এবং টিম ইন্ডিয়ার জন্য চিয়ার করতে দেখা গিয়েছে আনুশকাকে। তবে ম্যাচ চলাকালীন কয়েক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়েছিলে তিনি। আর সেই ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।
আরো পড়ুন:
সঞ্জয়ের বাড়িতে শর্ট ড্রেস পরে যাওয়ার অনুমতি নেই: আমিশা
ভেঙে গেল তামান্না-বিজয়ের প্রেম!
নেটিজেনদের একজন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেন, “আনুশকা ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, ম্যাচ কি এতটাই বোরিং ছিল?” আরেকজন লেখেন, “বেচারি খুব ক্লান্ত। দুটো ছোট বাচ্চা সামলেও ম্যাচ দেখতে এসেছে।”
তবে নেটিজেনদের একাংশ ভিন্ন যুক্তি দাঁড় করিয়েছেন। একজন লেখেন, “আরে বাবা প্রার্থনা করছে। এরকমটা আগেও দেখা গিয়েছে।” আরেকজন লেখেন, “বিরাটের জন্য প্রার্থনা করছে। এভাবে গালে হাত রেখে কে ঘুমোয়!” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন বিরাট-আনুশকা। কিন্তু মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই যুগল।
২০২০ সালের আগস্টে আনুশকার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা। গত বছরের ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। এরপর থেকে স্বামী-সন্তান নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন আনুশকা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মা হতে যাচ্ছেন শিরিন
ভারতীয় অভিনেত্রী শিরিন মির্জা মা হতে যাচ্ছেন। বেবি বাম্পের ছবির সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে আনন্দের খবরটি জানান এই অভিনেত্রী।
স্বামী হাসান সারতাজের সঙ্গে বেবিবাম্প ফটোশুটের ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিরিন। এর ক্যাপশনে লেখেন, “আল্লাহ আমাদের দোয়া শুনেছেন, সঠিক সময় সুসংবাদ দিয়েছেন। নতুন অতিথি আসছে, আমরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের অপেক্ষায়; মা-বাবা হিসেবে আগামীর পথচলা শুরুর অপেক্ষায়। আমাদের জন্য প্রার্থনা করবেন।”
এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি তার সহশিল্পীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন শিরিন। এ তালিকায় রয়েছেন— সুমিত শর্মা, অদিতি ভাটিয়া, আলী গনি প্রমুখ। ২০২১ সালে বিয়ে করেন এই দম্পতি।
আরো পড়ুন:
কাশ্মীরে হামলা: পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তিতে বাধা
বিতর্কিত ‘জাট’: সানির সাফল্য অব্যাহত
২০১০ সালে এমটিভির ‘গার্লস নাইট আউট’ প্রতিযোগিতা দিয়ে শিরিনের যাত্রা শুরু। এরপর ছোট পর্দায় বেশ কিছু কাজ করেন। এর মধ্যে আছে ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘২৪’, ‘ধাই কিলো প্রেম’ প্রভৃতি। তবে ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’ সিরিয়ালে ‘শিম্মি ভাল্লা’ চরিত্রে অভিনয় করে ছোট পর্দার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান শিরিন।
‘ম্যায় নাহি আন্না’, ‘নট টুডে অ্যান্ড’, ‘লাভ ট্রেনিং’সহ বেশ কয়েকটি সিনেমাও করেছেন শিরিন। তবে তার অভিনীত কোনো সিনেমাই তেমন সাড়া ফেলতে পারেনি।
ঢাকা/শান্ত