দশ জনের বার্সার বিপক্ষে হারল বেনফিকা
Published: 6th, March 2025 GMT
চলমান মৌসুমেই একবার মোনাকোর বিপক্ষে একটি লাল কার্ড দেখায় ম্যাচ হারতে হয়েছিল বার্সেলোনাকে। বুধবার (৫ মার্চ, ২০২৫) দিবাগত রাতে একই শঙ্কায় পড়েছিল কাতালান জায়ান্টরা। পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে যে ম্যাচের শুরুর দিকেই ১০ জনে পরিণত হয় হান্সি ফ্লিকের দল। তবে এই জার্মান ম্যানেজারের অধীনে এ যে এক বদলে যাওয়া দল। এক জন ফুটবলার কম নিয়েই তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জয় পেল বার্সা।
বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বেনফিকাকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে বার্সেলোনা। দর্শনীয় এক গোল করে ম্যাচের ব্যবধান গড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।
ঘরের মাঠ স্তাদিও দা লুজে প্রতিপক্ষের ১০ জনের বিপক্ষেও জয় ছিনিয়ে নিতে পারল না বেনফিকা। যদিও এই ম্যাচে বেনফিকা মূলত বার্সা গোলরক্ষক বয়েচেক শেজনির বিপক্ষে হেরেছে। চলমান মৌসুমের রবিন রাউন্ডে এই ঘরের মাঠেই এই দুদল এক মহারণ উপহার দিয়েছিল ফুটবল বিশ্বকে। দুই গোলে পিছিয়ে থেকেও ৫-৪ গোলের জয় নিয়ে ফিরেছিল কাতালানরা। সেই ম্যাচের যেন বার্সার আত্মবিশ্বাসের কারণ ছিল গত রাতের ম্যাচে।
আরো পড়ুন:
পয়েন্টে শীর্ষে বার্সা, গোলে লেভানডোফস্কি
রিয়ালের ‘ব্ল্যাঙ্ক চেক’ প্রত্যাখ্যান করেছিলেন নেইমার
ম্যাচের ২২তম মিনিটেই ধাক্কা খায় অতিথী দল। বেনফিকার গ্রীক ফরোয়ার্ড ভাঞ্জেলিস পাভদিলিসের আক্রমণ ঠেকাতে গিয়ে ফাউল করে বসেন বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি। ফলশ্রুতিতে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কুবারসিকে। তবে এরপরও রক্ষণে বাস পার্ক করায় কোনো বিপদ হয়নি স্প্যানিশ জায়ান্টদের।
শেজনির ম্যাচের ২০ সেকেন্ডের মাথায় আক্তুরকোগলুর ক্রস শট দুর্দান্তভাবে কর্নারের বিনিময়ে ঠেকান। বাঁচান নিশ্চিত একটি গোল। পরে কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর, বারেইরোর আরেকটি শটও দক্ষতার সঙ্গে প্রতিহত করেন শেজনি। বিরতির ঠিক আগে, অবিশ্বাস্য প্রতিক্রিয়া দেখিয়ে আক্তুরকোগলুর একেবারে কাছ থেকে করা হেডও প্রতিহত করেন।
বিরতির পরও, দক্ষতা দেখিয়ে যান। বিশেষ করে, ম্যাচ শেষের দিকে বক্সের সীমানা থেকে রেনাতোর নেওয়া জোরালো শট ঠেকিয়ে বার্সার জয় নিশ্চিত করেন। বেনফিকার হতাশা তখন চরমে পৌঁছে যায়। শেজনির মোট ৭টি দুর্দান্ত সেভে ম্যাচের চিত্র বদলে দেয়।
দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণের পরিকল্পনায় লামিনের জায়গায় ফেরানকে নামান ফ্লিক এবং কৌশল সফল হয়। আন্তোনিও সিলভার ভুল পাস রাফিনিয়া ছিনিয়ে নিয়ে অসাধারণ শটে ৬১তম মিনিটে দলকে এগিয়ে দেন, যা শেষ পর্যন্ত জয়সূচক গোলে পরিণত হয়।
আগামী ১১ মার্চ ফিরতি লেগে এগিয়ে থেকেই ঘরের মাঠে বেনফিকাকে আতিথিয়তা দিবে বার্সা।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ শ জন র
এছাড়াও পড়ুন:
সিলেটসহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪৯
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় সিলেটসহ বিভিন্ন শহরে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। এখন পর্যন্ত, এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস সচিব আরও বলেন, দোষীদের বিচারের আওতায় আনার দৃঢ় প্রয়াসে পুলিশ গত রাতে অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজগুলি নিষ্ঠার সঙ্গে পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
বিবৃতিতে বলা হয়, তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য থাকা যে কাউকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই। আমরা নিশ্চিত করতে পারি যে, যারা আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের জবাবদিহি করা হবে।