মাথাপিছু আয়, টেররিজম ইনডেক্স, প্রথম শহীদ মিনার, জাতীয় নাগরিক পার্টি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এলিফ্যান্ট কূটনীতি কি, জানুন
Published: 6th, March 2025 GMT
১. ‘Elephant Diplomacy’কোন দুটি দেশের সঙ্গে সম্পর্কিত?
ক. থাইল্যান্ড, জাপান
খ. ইতালি, চীন
গ. রাশিয়া, মিয়ানমার
ঘ. ইউক্রেন, ফ্রান্স
উত্তর: গ. রাশিয়া, মিয়ানমার
২. জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান-
ক. অধ্যাপক মুহাম্মদ ইউনূস
খ. অধ্যাপক আলী রীয়াজ
গ. নাহিদ ইসলাম
ঘ. মহিউদ্দিন আহমদ
উত্তর : ক. অধ্যাপক মুহাম্মদ ইউনূস
৩.
ক. ৩ হাজার ২১৫ মার্কিন ডলার
খ. ১ হাজার ৯৮০ মার্কিন ডলার
গ. ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার
ঘ. ২ হাজার ৬৪০ মার্কিন ডলার
উত্তর: গ. ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার
৪. ‘রোসাটম’কোন দেশের রাষ্ট্রীয় পরমাণু শক্তি কোম্পানি?
ক. ইরান
খ. উত্তর কোরিয়া
গ. ইন্ডিয়া
ঘ. রাশিয়া
উত্তর: ঘ. রাশিয়া
৫. ২০২৫ সালের গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই) সূচকে বাংলাদেশের অবস্থান-
ক. ২৩তম
খ. ৩৫তম
গ. ৪৭তম
ঘ. ৬২তম
উত্তর: খ. ৩৫তম
৬. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিতাদেশ কার্যকর হয়-
ক. ৩ মার্চ, ২০২৫
খ. ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
গ. ১ মার্চ, ২০২৫
ঘ. ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
উত্তর: ক. ৩ মার্চ, ২০২৫
৭. আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)–এর সবশেষ সদস্যদেশ-
ক. পালাউ
খ. অ্যান্ডোরা
গ. রোমানিয়া
ঘ. সেন্ট কিটস্ অ্যান্ড নেভিস
উত্তর : ক. পালাউ
৮. "You either die a hero or live long enough to see yourself become the villain." উক্তিটি কোন সিনেমার সংলাপ?
ক. Gladiator
খ. The Dark Knight
গ. Extraction
ঘ. Joker
উত্তর : খ. The Dark Knight
৯. নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা-
ক. ১২টি
খ. ১০টি
গ. ৮টি
ঘ. ৬টি
উত্তর : গ. ৮টি
১০. বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করে-
ক. ২০ জানুয়ারি, ২০২৫
খ. ২১ ফেব্রুয়ারি, ২০২৫
গ. ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঘ. ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
উত্তর: ঘ. ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
১১. USAID কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৬১ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৪৬ সালে
উত্তর: ক. ১৯৬১ সালে
১২. নিউজিল্যান্ডের কোন পর্বত আইনিভাবে ‘মানুষ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে?
ক. মাউন্ট অ্যাসপাইরিং
খ. মাউন্ট তাসমান
গ. মাউন্ট তারানাকি
ঘ. মাউন্ট ভ্যাঙ্কুভার
উত্তর: গ. মাউন্ট তারানাকি
১৩. প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটার সমুদ্রতলদেশীয় নির্মাণাধীন বিশ্বের দীর্ঘতম Cable Project কী নামে পরিচিত?
ক. PEACE Cable
খ. SEA-ME-WE 6
গ. Medusa
ঘ. Waterworth
উত্তর: ঘ. Waterworth
১৪. চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান-
ক. ওডিসিয়াস
খ. ব্লু গোস্ট
গ. আর্ক
ঘ. ইভেন্ট হরিজন
উত্তর : ক. ওডিসিয়াস
১৫. ভাষাশহীদদের স্মরণে নির্মিত দেশের প্রথম শহীদ মিনার কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. খুলনা
গ. রাজশাহী
ঘ. চট্টগ্রাম
উত্তর: গ. রাজশাহী
১৬. বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত প্রথম বই-
ক. ব্যবহরিক বাংলা অভিধান
খ. লাইলি মজনু
গ. বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা
ঘ. বাবুরনামা
উত্তর: খ. লাইলি মজনু
১৭. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭৭ সালে
খ. ১৯৮০ সালে
গ. ১৯৮৩ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তর: গ. ১৯৮৩ সালে
১৮. জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা-
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: খ. ২টি
১৯.‘গণহত্যা জাদুঘর’কোথায় অবস্থিত?
ক. খুলনা
খ. যশোর
গ. শেরপুর
ঘ. রংপুর
উত্তর : ক. খুলনা
২০. ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত গেজেট অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদের সংখ্যা-
ক. ৭৮৯ জন
খ. ৬৯৮ জন
গ. ৮৩৪ জন
ঘ. ১০২৪ জন
উত্তর: গ. ৮৩৪ জন
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব ভাগ করার দাবি
শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়াসহ বিভিন্ন পৃথক মন্ত্রণালয় থাকলেও প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয় দেখা হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। তাই প্রতিবন্ধীদের বিষয়গুলো দায়িত্ব ও অধিকারের চেয়ে কল্যাণ হিসেবে বেশি বিবেচিত হয়। যার ফলে এই জনগোষ্ঠী সমাজে অন্তর্ভুক্ত হচ্ছে না।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। ডিজঅ্যাবিলিটি রাইটস ওয়াচের (ডিআরডব্লিউ) উদ্যোগে এবং টিআইবির সহযোগিতায় ‘প্রতিবন্ধী নাগরিকদের আইনি অধিকার, সুরক্ষা, সকল প্রকার অবহেলা বঞ্চনা ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের দাবিতে’ এই সংবাদ সম্মেলন হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয়টি কল্যাণ বা চ্যারিটি নয়, এটা অধিকার। এ বিষয়ে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। গত ৫৪ বছরে যে পরিবর্তন হয়েছে তা প্রত্যাশিত নয়। সরকারি অর্থায়নে যেসব ভবন, চলাচলের অবকাঠামো হয়েছে তা এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে তা এই প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। কারণ, আন্দোলনের চেতনাই ছিল অন্তর্ভুক্তিমূলক সমাজ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিআরডব্লিউ মো. জাহাঙ্গীর আলম। সেখানে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে মন্ত্রণালয়ভিত্তিক সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা সংক্রান্ত দুটি মন্ত্রণালয় থাকলেও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এই শিশুদের শিক্ষাকে অধিকার হিসেবে না দেখে কল্যাণের দৃষ্টিতে দেখা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতিবন্ধী নারী ও শিশুদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করেনি, এমনকি বিদ্যমান কর্মসূচিগুলোতে তাদের সম্পৃক্ত করেনি। একইভাবে যুব মন্ত্রণালয়ও প্রতিবন্ধী যুবাদের নিয়ে কর্মসূচি গ্রহণ করে না। ক্রীড়া, স্বাস্থ্যগত বিষয়ে মন্ত্রণালয় থাকলেও প্রতিবন্ধীদের এই বিষয়গুলো পরিচালিত হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এ বিষয়গুলো ভাগ করে পুনর্বিন্যাস না করলে প্রতিবন্ধীরা করুণার পাত্র হিসেবেই বিবেচিত হতে থাকবে। ডিআরডব্লিউ বলেছে, ২০০৮ সালে পেশ করা সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয়ভিত্তিক ভাগ করে সংশোধন করতে হবে। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আচরণগত পরিবর্তন আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রণালয় রাখার দাবিও জানায় সংগঠনটি।
তাদের সুপারিশে আরও রয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইনে বাস্তবায়নের জন্য কমিটিগুলো সচল করা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ (সিআরপিডি) বাস্তবায়ন, এসডিজি কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের হিস্যা নিশ্চিতকরণ, প্রতিবন্ধিতা বিষয়ক বাজেট প্রকাশ করা, সরকারি চাকরিতে শুধু প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পুনর্গঠন করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া পরিষদ গঠন।
ডিআরডব্লিউর সভাপতি মনসুর আহমেদ চৌধুরী বলেন, এ দেশে ২ কোটির বেশি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। যার মধ্যে অর্ধেক ভোটার। দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে এবং নতুন নতুন দল আসছে। কিন্তু প্রতিবন্ধীদের পাশ কাটিয়ে উন্নয়ন হবে না। তাদের বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার থাকা উচিত দলগুলোর ইশতেহারে। প্রতিবন্ধীরা অন্তর্ভুক্তিমূলক সমাজে বাস করতে চায়।
গত ২ নভেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে ডিআরডব্লিউর প্রতিনিধিদল প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলো নিয়ে দেখা করেন। এ প্রসঙ্গে সংগঠনটির সদস্যসচিব খন্দকার জহুরুল আলম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়গুলো দেখবেন বলে তাঁদের জানানো হয়। কিন্তু মন্ত্রণালয় এ বিষয়ে কিছু জানে না এবং জানার চেষ্টাও করে না। মন্ত্রণালয় এখন আত্মতৃপ্তিতে আছে তারা ভাতা ৮৫০ টাকা করেছে। এই টাকায় জীবন চলে না এবং এই নির্ভরশীলতা খুব খারাপ। এটাকে দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক বিশেষজ্ঞ নাফিসুর রহমান বলেন, সমাজকল্যাণ যত দিন কল্যাণ মন্ত্রণালয় থাকবে তত দিন তারা কল্যাণ হিসেবেই নেবে, দায়িত্ব হিসেবে নয়।