১২ বছর ভাত খাননি কুসুম, ১৩ বছর মাছ–মাংস থেকে দূরে
Published: 6th, March 2025 GMT
দুই যুগ ধরে বিনোদন অঙ্গনে পথচলা শুরু কুসুম সিকদারের। শুরুটা গান দিয়ে হলেও পরে অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন। নাটক, টেলিছবি এরপর চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। গত বছর এই অভিনয়শিল্পী ও মডেলকে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পাওয়া গেছে। ‘শরতের জবা’ নামের সেই চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। অভিনয়ে যেমন বাছবিচার করেন কুসুম, তেমনি নিজের ফিটনেসের ব্যাপারেও বেশ সচেতন এই মডেল ও অভিনয়শিল্পী।
আরও পড়ুন১২ ছবিতে নতুন এক কুসুম শিকদার০৬ মার্চ ২০২৪কুসুম সিকদার। ছবি: শিল্পীর সৌজন্যে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
আমাকে সাহায্য করুন: সোহানা সাবা
অভিনয়ে খুব বেশি দেখা যায় না সোহানা সাবাকে। সর্বশেষ ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকার কারণে সমালোচনার মুখে পড়েন। এবার এই গ্রুপ বন্ধের জন্য সাহায্য চাচ্ছেন এই অভিনেত্রী।
শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’। এটি তৈরি হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে। সেখানে যুক্ত ছিলেন শোবিজের একদল শিল্পী, যারা অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পক্ষে। সেই দলেরই একজন অভিনেত্রী সোহানা সাবা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিপাকে পড়েন ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীরা। অনেকেই আবার গা ঢাকা দিয়েছেন। অনেকেই ধরে নিয়েছিলেন— সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়েছে! তবে তা হয়নি।
এ বিষয়ে সোহানা সাবা জানান, এই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে। এটি বন্ধ করতে সবার সাহায্য চান তিনি।
আরো পড়ুন:
মোশাররফ-তানিয়ার ‘খুচরা পাপী’
এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর হতে পারে না: ফারিয়া
সোহানা সাবার কথায়, “আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে যে, আলো আসবেই গ্রুপের জন্য। এটা কীভাবে যাচ্ছে, আমি জানি না। আমাকে সাহায্য করুন, প্রথমে জানান আমি কীভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন যে যাচ্ছে, এটা আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে।”
‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টিসহ শোবিজের অনেক তারকা যুক্ত ছিলেন।
ঢাকা/রাহাত/শান্ত