সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জন্মবধির শিশুর কানে শততম ইমপ্ল্যান্ট অস্ত্রোপচার হয়েছে। গতকাল বুধবার হাসপাতালে তিন বছর সাত মাস বয়সী শিশু মুনতাহার অস্ত্রোপচারের মধ্য দিয়ে হাসপাতালটি এ মাইলফলক অর্জন করেছে।
সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানান, জন্ম থেকে পাঁচ বছর বয়সী যেসব শিশু বধিরতায় ভোগে, এমন শিশুদের চিকিৎসায় কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে। শুরুতে কেবল ঢাকাতেই এ চিকিৎসা হতো। ঢাকার বাইরে সিলেট ও চট্টগ্রামে সরকারিভাবে এমন চিকিৎসা চালুর জন্য একটি প্রকল্প নেওয়া হয়। এটি বাস্তবায়ন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ২০২০-২১ অর্থবছরে সিলেটে এ প্রকল্পের কাজ শুরু হয়। ২০২২ সালের ২৫ মে থেকে সিলেটে এ চিকিৎসা শুরু হয়। গতকাল শততম রোগীকে এ চিকিৎসা দেওয়া হয়।
শিশু মুনতাহার বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার আজিরগাঁও গ্রামে। তার বাবার নাম মাসুদুর রহমান। মুনতাহার ইমপ্ল্যান্টটি সফলভাবে প্রতিস্থাপন করেন হাসপাতালের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের প্রধান নূরুল হুদা নাঈম। সার্জারি দলে অন্য চিকিৎসকের মধ্যে ছিলেন জহিরুল ইসলাম, তারিকুল ইসলাম, টি এম ইমরান আহমদ, এনামুল ইসলাম, ময়নুল ইসলাম প্রমুখ। অস্ত্রোপচারে আরও ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট সায়্যেদা রাহিমা আক্তার (রুমী), অডিওলজিস্ট রুবাইয়্যা রহমান ও জ্যেষ্ঠ স্টাফ নার্স সুপ্তা চক্রবর্তী।
চিকিৎসক নূরুল হুদা নাঈম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এ কার্যক্রমে পাঁচ বছরের নিচে জন্মবধির শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়। গতকাল শিশু মুনতাহার কানে ইমপ্ল্যান্ট অস্ত্রোপচারের মাধ্যমে শততম রোগীর সেবা দেওয়া হয়েছে। মুনতাহা এখন সুস্থ আছে এবং হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। ভবিষ্যতেও এ চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।
নাক, কান ও গলা বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, কক্লিয়ার প্রতিস্থাপন হল একটি ডিভাইস বা যন্ত্র যা অস্ত্রোপচারের মাধ্যমে কক্লিয়ায় (কানের অভ্যন্তর ভাগে) প্রবেশ করানো হয়। যন্ত্রটির কাজ হলো শব্দগুলিকে বৈদ্যুতিক স্পন্দনে রূপান্তরিত করা, যার ফলে মস্তিষ্ক সহজে তার ব্যাখ্যা করতে পারে।
চিকিৎসকেরা আরও বলেন, বাংলাদেশে এক দশক আগেও কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন চিকিৎসা প্রচলিত ছিল না। আগে বিদেশে এ চিকিৎসায় খরচ হতো প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। এখন দেশেই সরকারিভাবে এ চিকিৎসা সম্ভব হচ্ছে। দেশে এখন এ চিকিৎসাবাবদ বেসরকারিভাবে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ হয়। সরকার নামমাত্র মূল্যে এ চিকিৎসার ব্যবস্থা রেখেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নাক, কান ও গলা বিভাগের অধীন আলাদা একটা ইউনিট স্থাপন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে অস্ত্রোপচারের কক্ষ। যেসব শিশুর বধিরতা আছে, তাদের অভিভাবকেরা হাসপাতালে নাম নিবন্ধন করাতে পারবেন। পরে গরিব ও নির্বাচিত শিশুদের অগ্রাধিকারের ভিত্তিতে এ চিকিৎসা দেওয়া হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইমপ ল য ন ট ল ইসল ম চ ক ৎসক সরক র
এছাড়াও পড়ুন:
প্রজনন স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্বে ভূমিকা রাখছে ওজিএসবি
দেশে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অবেসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা ছাড়াও স্বাস্থ্যসেবায় সরকারকে নীতি সহায়তাও দিয়ে যাচ্ছে সংগঠন। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের এক পাঁচ তারকা হোটেলে পেশাজীবী চিকিৎসকদের সংগঠন ওজিএসবি চট্টগ্রাম শাখার আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের শেষ অধিবেশনে এসব কথা বলেন অতিথিরা।
এবারের সম্মেলনে ভারত-পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দেশ-বিদেশের পতিতযশা আড়াই শতাধিক স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসা রুনার সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার, সান শাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, ‘দেশের মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবায় গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে ওজিএসবির বড় অবদান রয়েছে। গবেষণাতেও এই সংগঠনের সদস্যদের অবদান রয়েছে। আশা করছি, দেশের স্বাস্থ্যসেবার উন্নতিতে সংগঠনটি আরও বড় ভ‚মিকা রাখবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওজিএসবির প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা. শামসুন নাহার, অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী, অধ্যাপক ডা. রাশিদা বেগম, অধ্যাপক ডা. মারুফ সিদ্দিকী, অধ্যাপক ডা. গুলশান আরা, অধ্যাপক ডা. বেগম রোকেয়া আনোয়ার, অধ্যাপক ডা. ফওজিয়া হোসেন, অধ্যাপক ডা. সামিনা চৌধুরী, অধ্যাপক ডা. দিপি বড়ুয়া, অধ্যাপক ডা. আফজালুন্নেসা চৌধুরী, অধ্যাপক ডা. ডালিয়া আকতার, ওজিএসবি চট্টগ্রাম শাখার সেক্রেটারি অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া প্রমুখ।
এর আগে সকালে শুরু হওয়া দিনব্যাপী কর্মশালায় প্রসূতি ও স্ত্রী রোগের গুরুত্বপূর্ণ সমস্যা ও তার প্রতিকারের দিকনির্দেশনা বিষয়ে আলোচনা হয়। এসময় নারী স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত ২৪ এপ্রিল শুরু হওয়া সেমিনারের প্রথম দিনে বিশ্বব্যাপী এবং বাংলাদেশে মাতৃমৃত্যুর অন্যতম কারণ গর্ভকালীন উচ্চরক্তচাপ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা হয়।