Prothomalo:
2025-04-08@00:49:31 GMT

সেরে উঠছে সোমেশ্বরীর ‘ক্ষত’

Published: 6th, March 2025 GMT

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বুকে সৃষ্ট ক্ষতচিহ্নগুলো ধীরে ধীরে সেরে উঠছে। অবাধে বালু লুটপাট বন্ধ হওয়ায় নদীটি হারানো গতিপথ ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা—বালু ডাকাতি বন্ধ থাকলে গারো পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা সোমেশ্বরী আবার ‘পাহাড়ি জনপদের ধমনি’ হয়ে উঠবে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নদীর বুকে আগে যেখানে ড্রেজার, বাঁশের মাচায় বালু-পাথর ছাঁকনি এবং স্তূপ স্তূপ বালু রাখা ছিল, এখন সে দৃশ্য নেই। গত তিন দিনে নদীর ভবানীপুর, চৈতাটিঘাট, শ্মশানঘাট, শিবগঞ্জঘাট, বিরিশিরি, কেরনখোলা, গাওকান্দিয়াসহ বেশ কিছু স্থানে গিয়ে দেখা যায়, কোথাও অথই পানি, কোথাও বুক বা কোমরসমান পানি, আবার কোথাও হাঁটু বা এর কম পানি। কিছু স্থানে পানি না থাকলেও আগের মতো ক্ষতচিহ্ন নেই। নদীটি দেখে মনে হলো ক্ষত সেরে উঠে কিছুটা নিরাময়ের দিকে যাচ্ছে।

বালু আর পাথর ব্যবসার নামে নদীটিকে ধ্বংস করেছিল রাজনৈতিক প্রভাবশালী একটি গোষ্ঠী। আদালতের নিষেধাজ্ঞার কারণে নদীটি প্রাণ ফিরে পেয়েছে। নদীটিকে বালু আর পাথরদস্যুদের হাত থেকে বাঁচিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

জাতিসংঘের সাবেক কর্মকর্তা এম এ জিন্নাহর বাড়ি নদীর পাশে নলজোরা এলাকায়। তিনি বলেন, দুই দশক ধরে বালুখেকোরা ইজারা নিয়ে শত শত ড্রেজার বসিয়ে নদীর বুকে তাণ্ডব চালিয়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও লুটপাট করে নদীর সর্বনাশ করে ফেলছে। এখন বালু উত্তোলন না হওয়ায় মনে হচ্ছে, নদী কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে। এটি আশাব্যঞ্জক ঘটনা।

স্মৃতিচারণা করে এম এ জিন্নাহ বলেন, ‘এই নদীতে স্বচ্ছ পানি ও সারা বছর প্রচুর স্রোত থাকত। বড় বড় নৌকা চলত। প্রচুর মাছ পাওয়া যেত। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন বন্ধুদের নিয়ে প্রায়ই নদীর টানে বাড়িতে চলে আসতাম। তাদের নিয়ে নদীতে মহাশোলসহ প্রচুর মাছ শিকার করতাম। ২০-২৫ বছরে নদীটাকে কীভাবে হত্যা করা হয়েছে!’

অবৈধভাবে বালু তোলায় নষ্ট হয়ে যায় সোমেশ্বরী নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য। নেত্রকোনার দুর্গাপূর এলাকায় ২০২৩ সালের অক্টোবরে তোলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম শ বর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৮ এপ্রিল ২০২৫)

আইপিএল ও চ্যাম্পিয়নস লিগে আছে দুটি করে ম্যাচ।টেনিস

মন্তে–কার্লো মাস্টার্স
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫

আইপিএল

কলকাতা নাইট রাইডার্স–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২

পাঞ্জাব কিংস–চেন্নাই সুপার কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

উয়েফা নারী নেশনস লিগ

জার্মানি–স্কটল্যান্ড
রাত ৯–৩০ মি., ফিফা+ ওয়েবসাইট

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

আর্সেনাল–রিয়াল মাদ্রিদ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

বায়ার্ন মিউনিখ–ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১

সম্পর্কিত নিবন্ধ