বিয়াম ভবনে বিস্ফোরণ এখনও রহস্যে ঘেরা
Published: 6th, March 2025 GMT
রাজধানীর নিউ ইস্কাটনের বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি (বিয়াম ফাউন্ডেশন) ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা এখনও রহস্যে ঘেরা। সেদিন প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
এদিকে দগ্ধ গাড়িচালক ফারুক মীর (৪০) বুধবার বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি দগ্ধ হন। একই ঘটনায় দগ্ধ হয়ে সেদিনই মারা যান বিয়ামের অফিস সহকারী আবদুল মালেক খান।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ্ উদ্দিন সমকালকে বলেন, সেখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেটি এসি বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা তদন্তের পর বলা যাবে। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পায়নি ফায়ার সার্ভিস।
পুলিশ কর্মকর্তারা এখনই সুনির্দিষ্ট কিছু বলতে রাজি নন। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছেন তারা। গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত চলছে।
বিস্ফোরণের দিন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন, এসি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা। তবে পরে বলা হয়, এসি বিস্ফোরিত হয়েছে নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে বলা যাবে।
এরই মধ্যে বিয়াম বিবৃতিতে জানায়, বিস্ফোরণের আগে রাত আড়াইটার দিকে মাস্ক ও ক্যাপ পরা এক যুবক ভবনে ঢোকেন, যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। বিস্ফোরণের পর তাকে বের হয়ে যেতে দেখা যায়। সার্বিক পর্যবেক্ষণে তাদের ধারণা, এটি পরিকল্পিত নাশকতা।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ফারুকের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হওয়ায় শুরু থেকেই আশঙ্কাজনক ছিলেন। বুধবার তাঁর আরও অবনতি হতে শুরু করে। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে মৃত্যু হয়।
ফারুকের ছোট ভাই তোফায়েল মীর জানান, তাদের বাড়ি ভোলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর গ্রামে। বাবার নাম মফিজ মীর। তার ভাই মাস্টার রোলে বিয়াম কার্যালয়ে সচিব পদমর্যাদার কর্মকর্তা মোশারফ হোসেনের গাড়িচালক ছিলেন। ফারুক বিয়াম ভবনেই থাকতেন। আগে তিনি প্রায় ১৫ বছর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়িচালক ছিলেন। তাঁর স্ত্রী ফারজানা আক্তার ফাহিমা, এক মেয়ে ও দুই ছেলে গ্রামের বাড়িতে থাকেন।
গত ২৭ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে বিয়াম ভবনের পঞ্চমতলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনাকে বোমা হামলা দাবি করে ১ মার্চ বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ‘ভুল তথ্যের ভিত্তিতে বিবৃতি’ দেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এখনও চলছে কাটপিস আমলের সিনেমা!
ঈদে সাধারণত নতুন ও বড় বাজেটের সিনেমা মুক্তি পেয়ে থাকে। এরই ধারাবাহিতায় এবার মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সারাদেশের প্রেক্ষাগৃহে চলছে সিনেমাগুলো। ঈদ উৎসবের ডামাডোলেও খোদ রাজধানীতে চলছে কাটপিস আমলের সিনেমা! কয়েকটি সিনেমা হলে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ব্যস্ততম এলাকা ফার্মগেটের আনন্দ সিনেমা হলে চলছে ঈদের আলোচিত সিনেমা ‘বরবাদ’। মেহেদি হাসান হৃদয়ের সিনেমাটি ব্যবসা সফল সিনেমা তালিকায় চলে এসেছে। এর পাশের হল ছন্দতে চলছে বাবুল রেজা পরিচালিত সিনেমা ‘ওপেন চ্যালেঞ্জ’। এতে অভিনয় করেছেন আমিন খান, একা ও আলেকজান্ডার বো। ঈদ উৎসবেও পুরোনো সিনেমা প্রদর্শনীর বিষয়ে ছন্দ হল ম্যানেজার মো. মঞ্জু বলেন, ‘পুরোনো সিনেমার আলাদা দর্শক রয়েছে। এ কারণে পুরোনো সিনেমা চালাচ্ছি। তাছাড়া নতুন সিনেমা আনতে গেলে অনেক টাকা প্রয়োজন। হলের অবস্থা খারাপ। টাকা উঠাতে পারব না। বাধ্য হয়েই পুরোনো সিনেমা দর্শকদের দেখাচ্ছি।’
আনন্দ সিনেমা হলে আসন সংখ্যা ১২০০। সেখানের আজ সন্ধ্যা ৬টায় ‘বরবাদ’-এর শোতে দর্শক ছিল প্রায় ২০০। ঈদে মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক হলেও সিঙ্গল স্ক্রিনে দর্শক পাওয়া যাচ্ছে না। দর্শক না হওয়ার কারণে হিসেবে হলের দুরবস্থাকেই দায়ী করল আনন্দ হল কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘সিনেমা হলের ১২০০ চেয়ারের মধ্যে অর্ধেকই খারাপ। দর্শক কি খারাপ চেয়ারে বসে সিনেমা দেখবেন! পরিবেশও নোংরা। দর্শক তো ভালো পরিবেশে সিনেমা দেখতে চান। এ কারণে ক্রমেই কমছে দর্শক।’
ছন্দ হলের টিকিট বিক্রেতা কালাম বলেন, ‘দর্শক কমে যাওয়ার কারণে আয় কমে যাচ্ছে। এখন ডিসি ৭০ টাকা ও রিয়েল ৫০ টাকা করে বিক্রি করছি। নিম্ন আয়ের মানুষই পুরোনো সিনেমার দর্শক। দর্শক না হলে অনেক সময় শোই চলছে না। এ কারণে তিন মাস ধরে বিদ্যুৎ বিল দিতে পারছি না। হলের এ রকম খারাপ অবস্থা আগে কখনও দেখিনি।’
ঈদ উপলক্ষে কাঁচপুরের চাঁদমহল সিনেমা হলে চলছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। একই এলাকার লাভলী হলে চলেছে শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত ‘দুর্ধর্ষ খুনী’। সিনেমাটিতে অভিনয় করেছেন আমিন খান, মুনমুন ও ডিপজল।
লাভলী হলে ‘দুর্ধর্ষ খুনী’ সিনেমা দেখতে এসেছিলেন শিক্ষার্থী আবুল ফয়েজ। তিনি বলেন, ‘ঈদে নতুন সিনেমা মুক্তি পেলেও পুরোনো সিনেমা দেখতে হয়; এটাই দুর্ভাগ্য। দর্শক সবসময় ভালো সিনেমা দেখতে চান। অশ্লীল যুগের সিনেমা বাধ্য হয়ে দেখছেন দর্শক। জালকুড়ির রাজমহল সিনেমা হলে চলছে আজাদ খান পরিচালিত সিনেমা ‘ক্রসফায়ার’। এতে অভিনয় করেছেন আসিফ খান ও ময়ূরী।