নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
Published: 6th, March 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের অন্যান্য দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাবে দেশটি। এ-সংক্রান্ত একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। বাংলাদেশও অবৈধ হয়ে পড়া নিজ নাগরিকদের ফেরত নেবে।
এ বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিজ নাগরিকদের নিতে রাজি। তবে ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তারাও চায় না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশের এএসআই সাময়িক বরখাস্ত
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার হোসেনডাইং এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম ফিরোজ রানা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ছিনতাই চেষ্টার অভিযোগ উঠা পুলিশের এএসআই ফিরোজ রানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া, এ ঘটনার তদন্তে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাতে এএসআই ফিরোজসহ তিন জন চাঁপাইনবাবগঞ্জ সদরের হোসেনডাইং এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। ছিনতাইয়ের কবলে পড়া ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গ্রামের লোকজনকে অবগত করেন। পরে গ্রামের লোকজন ধাওয়া দিয়ে ফিরোজকে ধরে ফেলেন। এ সময় পালিয়ে যান তার সঙ্গে থাকা বাকি দুই জন।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি বলেন, ‘‘স্থানীয়রা ফিরোজকে ধরার পরে তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং সঙ্গে থাকা পরিচয়পত্র দেখান। খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।’’
ঢাকা/শিয়াম/রাজীব