বিশ্বের ১২৫ নগরীর মধ্যে আজ বৃহস্পতিবার সকালে বায়ুদূষণে পঞ্চম স্থানে আছে ঢাকা। আজ সকাল ৯টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৭৩। এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আজ বায়ুদূষণে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। বায়ুর মান ১৮৬।

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। পুরো নগরীর মধ্যে শীর্ষ তিনটি স্থান হলো মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৯৭), ঢাকার মার্কিন দূতাবাস (১৮৮) এবং মাদানী অ্যাভিনিউর বে’জ এজওয়াটার (১৬৫)।

আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল।

আজ অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে বায়ুর মান ১১৫, রাজশাহীতে ১২৪ ও খুলনায় ১২৮।

রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক এবং নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে, কিন্তু দূষণ কমছে না।

দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.

৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ১৫ দশমিক ৫ গুণ বেশি।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশের এএসআই সাময়িক বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টার অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার হোসেনডাইং এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম ফিরোজ রানা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ছিনতাই চেষ্টার অভিযোগ উঠা পুলিশের এএসআই ফিরোজ রানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া, এ ঘটনার তদন্তে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাতে এএসআই ফিরোজসহ তিন জন চাঁপাইনবাবগঞ্জ সদরের হোসেনডাইং এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। ছিনতাইয়ের কবলে পড়া ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গ্রামের লোকজনকে অবগত করেন। পরে গ্রামের লোকজন ধাওয়া দিয়ে ফিরোজকে ধরে ফেলেন। এ সময় পালিয়ে যান তার সঙ্গে থাকা বাকি দুই জন।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি বলেন, ‘‘স্থানীয়রা ফিরোজকে ধরার পরে তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং সঙ্গে থাকা পরিচয়পত্র দেখান। খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।’’

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ