ফাইল ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্ত্রী-কন্যাসহ খাইরুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
অবৈধ সম্পদ গোপনে হস্তান্তর করার চেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে দুদকের করা আবেদনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম. খাইরুজ্জামান লিটনকে স্ত্রী-কন্যাসহ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
খায়রুজ্জামানের স্ত্রী শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামান এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষপতে এই আদেশ দেন।
আরো পড়ুন:
এইচএসসি পাশেই রাবিতে প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগ
রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র বিভ্রাট, ভোগান্তিতে ভর্তিচ্ছুরা
দুদকের জনসংযোগ কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক আক্তারুল ইসলাম এই তথ্য দিয়েছেন।
তিনি বলেছেন, “দুদকের উপ-পরিচালক মোজাম্মিল হক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম. খাইরুজ্জামান লিটন, তার স্ত্রী ও দুই কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন।”
এদিকে আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটনসহ ছয়টি সংসদীয় আসনের সাবেক আট সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওযার অভিযোগেরর অনুসন্ধান চলছে। অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা যায়, খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট খাইরুজ্জামান লিটন ও তার স্ত্রী মিসেস শাহীন আক্তার দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, বলা হয়েছে আবেদনে।
তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে তুলে ধরে বলা হয়েছে, এ জন্য তাদের বিদেশ গমণে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।
ঢাকা/মামুন/রাসেল