নিষেধাজ্ঞা সত্ত্বেও মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয়ের পদ্মা-যমুনায় থেমে নেই জাটকা নিধন ও ক্রয়-বিক্রয়। জেলেরা প্রকাশ্যে জাটকা ধরে বাজারে বিক্রি করছে।
গত বছর ১ নভেম্বর থেকে চলতি বছর ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা (১০ ইঞ্চি বা ২৫ সে.মি. বাচ্চা ইলিশ) আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হলেও তা মানছে না জেলে ও ক্রেতা-বিক্রেতারা। হরিরামপুর ও শিবালয়ের পদ্মানদীতে নিয়মিত জাটকা আহরণ ও হাটবাজারে বিক্রি হচ্ছে।

অভিযোগ রয়েছে শিবালয়ের যমুনা নদীতে জাফরগঞ্জ, বাঘুটিয়া, জিয়নপুর এলাকায় জাটকা মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে। 

গত শনিবার সকালে আন্ধারমানিক আড়তের সুবলের খোলা থেকে জুয়েল নামে এক মাছ ব্যবসায়ীকে জাটকা বিক্রির সময় আটক করা হলেও অদৃশ্য সুপারিশে তাঁকে সামান্য মুচলেকা দিয়ে ছেড়ে দেয় উপজেলা মৎস্য অফিস। 

গতকাল বুধবার সকালে আন্ধারমানিক আড়তে গিয়ে দেখা যায়, মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া সেই মাছ ব্যবসায়ী জুয়েল সুবলের আড়তে প্রায় চার কেজি জাটকা বিক্রির জন্য ডাক উঠিয়েছেন।

উপজেলার বাহিরচর গ্রামের কাঠমিস্ত্রি সুরেশ জানান, সকালে সুবলের আড়ত থেকে ১ হাজার ৫০০ টাকায় জাটকাসহ অনান্য মাছ কিনেছেন। সব মাছের আকার তিন থেকে পাঁচ ইঞ্চি।

আড়তদার রাধু রাজবংশী জানান, তাদের আড়তে জাটকা বিক্রি হয় না। মাঝেমধ্যে চরের জুয়েলসহ কয়েকজন জাটকা এনে আড়তেই বিক্রি করেন। নিষেধ করা হলেও তারা শোনেন না।

ঢাকার ধামরাই থেকে হরিরামপুরে মাছ কিনতে এসেছেন বিমল রাজবংশী। তিনি জানান, এখানে প্রায় প্রতিদিনই জাটকা বিক্রি হয়। মাঝেমধ্যে তিনিও জাটকা কিনে ধামরাইয়ে গিয়ে তা বিক্রি করেন। এতে কেউ তাঁকে বাধা দেয়নি। 

হরিরামপুর উপজেলা ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার  একজনকে আটক করে মানবিক কারণে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছেন। এবার তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাকে আইনের আওতায় আনা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান জানান, কেউ যাতে জাটকা ধরতে না পারে সেজন্য উপজেলাগুলোর মৎস্য কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান জোরদার করা হবে বলে তিনি জানান। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ন কগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

নিষেধাজ্ঞায় থেমে নেই জাটকা নিধন, ক্রয়-বিক্রয়

নিষেধাজ্ঞা সত্ত্বেও মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয়ের পদ্মা-যমুনায় থেমে নেই জাটকা নিধন ও ক্রয়-বিক্রয়। জেলেরা প্রকাশ্যে জাটকা ধরে বাজারে বিক্রি করছে।
গত বছর ১ নভেম্বর থেকে চলতি বছর ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা (১০ ইঞ্চি বা ২৫ সে.মি. বাচ্চা ইলিশ) আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হলেও তা মানছে না জেলে ও ক্রেতা-বিক্রেতারা। হরিরামপুর ও শিবালয়ের পদ্মানদীতে নিয়মিত জাটকা আহরণ ও হাটবাজারে বিক্রি হচ্ছে।

অভিযোগ রয়েছে শিবালয়ের যমুনা নদীতে জাফরগঞ্জ, বাঘুটিয়া, জিয়নপুর এলাকায় জাটকা মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে। 

গত শনিবার সকালে আন্ধারমানিক আড়তের সুবলের খোলা থেকে জুয়েল নামে এক মাছ ব্যবসায়ীকে জাটকা বিক্রির সময় আটক করা হলেও অদৃশ্য সুপারিশে তাঁকে সামান্য মুচলেকা দিয়ে ছেড়ে দেয় উপজেলা মৎস্য অফিস। 

গতকাল বুধবার সকালে আন্ধারমানিক আড়তে গিয়ে দেখা যায়, মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া সেই মাছ ব্যবসায়ী জুয়েল সুবলের আড়তে প্রায় চার কেজি জাটকা বিক্রির জন্য ডাক উঠিয়েছেন।

উপজেলার বাহিরচর গ্রামের কাঠমিস্ত্রি সুরেশ জানান, সকালে সুবলের আড়ত থেকে ১ হাজার ৫০০ টাকায় জাটকাসহ অনান্য মাছ কিনেছেন। সব মাছের আকার তিন থেকে পাঁচ ইঞ্চি।

আড়তদার রাধু রাজবংশী জানান, তাদের আড়তে জাটকা বিক্রি হয় না। মাঝেমধ্যে চরের জুয়েলসহ কয়েকজন জাটকা এনে আড়তেই বিক্রি করেন। নিষেধ করা হলেও তারা শোনেন না।

ঢাকার ধামরাই থেকে হরিরামপুরে মাছ কিনতে এসেছেন বিমল রাজবংশী। তিনি জানান, এখানে প্রায় প্রতিদিনই জাটকা বিক্রি হয়। মাঝেমধ্যে তিনিও জাটকা কিনে ধামরাইয়ে গিয়ে তা বিক্রি করেন। এতে কেউ তাঁকে বাধা দেয়নি। 

হরিরামপুর উপজেলা ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার  একজনকে আটক করে মানবিক কারণে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছেন। এবার তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাকে আইনের আওতায় আনা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান জানান, কেউ যাতে জাটকা ধরতে না পারে সেজন্য উপজেলাগুলোর মৎস্য কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান জোরদার করা হবে বলে তিনি জানান। 

সম্পর্কিত নিবন্ধ