এইচএসসির ফরম পূরণে বাধ্যতামূলক কোচিং ফি
Published: 6th, March 2025 GMT
নান্দাইলের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত কোচিং ফি’র এক হাজার ৫০০ টাকা ছাড়া ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এ দাবি জানিয়েছেন।
উপজেলা সদরের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজে এইচএসসির ফরম পূরণ শুরু হয়েছে। গতকাল বুধবার শিক্ষার্থীরা কলেজে গিয়ে জানতে পারেন, ফরম পূরণের জন্য বোর্ড দুই হাজার ৬২০ টাকা নির্ধারণ করলেও কলেজ নির্ধারণ করেছে তিন হাজার ৬০০ টাকা। তাছাড়াও সবার জন্য কোচিং বাধ্যতামূলক করে ফি বাবদ ধরা হয়েছে আরও এক হাজার ৫০০ টাকা। বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের টাকার পরিমাণ আরও কিছুটা বেশি। শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে কোচিং ফি’র টাকা ছাড়া কাউকে ফরম পূরণ করতে দেওয়া হবে না।
বুধবার দুপুরে ইউএনও কার্যালয়ে আসা শিক্ষার্থীরা তাদের নাম প্রকাশ না করার শর্তে জানান, বোর্ড ফি, কোচিং ফি এবং কলেজের সাবেক পাওনা সব মিলিয়ে তাদের একেকজনের ফরম পূরণ করতে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে। এর পর কলেজে এসে কোচিং করতে যানবাহনের ভাড়া বাবদ প্রতিদিন তাদের আরও ১০০ টাকা করে ব্যয় করতে হবে। তাদের মতো দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা কষ্টকর। তাই তারা কোচিং ফি’র টাকা ছাড়া ফরম পূরণ করতে চান। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোচিং ফি ছাড়া ফরম পূরণ করতে দেবেন না বলে জানিয়েছেন। প্রতিকার চান তারা।
এ বিষয়ে নান্দাইলের সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত জানান, তাদের কলেজে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ ধরা হয়েছে দুই হাজার ৬২০ টাকা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটু বেশি লাগবে, কোচিং বাধ্যতামূলক করা হয়নি।
সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, কলেজের এইচএসসির ফলাফল এতদিন ভালো ছিল, কিন্তু গত বছর খুব খারাপ হয়েছে। তাই কলেজ পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের বাধ্যতামূলক অতিরিক্ত ক্লাস করতে হবে। তিন মাস অতিরিক্ত ক্লাসের জন্য জনপ্রতি এক হাজার ৫০০ টাকা ফি ধরা হয়েছে। এর পরও বিষয়টি নিয়ে আগামীকাল একটি বৈঠকে বসার কথা রয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, কলেজ অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের আবেদনের বিষয়টি নিয়ে কথা হয়েছে। অতিরিক্ত টাকা দাবির পেছনে কী যুক্তি আছে তা লিখিতভাবে উপস্থাপনের জন্য অধ্যক্ষকে বলা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউএনও র জন য কল জ র
এছাড়াও পড়ুন:
ডাক জীবন বীমা ঢাকা অঞ্চলে চাকরি, পদ ৩০, আবেদন শেষ মঙ্গলবার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জেনারেল ম্যানেজারের কার্যালয়, ডাক জীবন বীমায় জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। এই প্রতিষ্ঠানের পূর্বাঞ্চল, ঢাকার অধীন অফিসে ৯ ক্যাটাগরির পদে ১৪ থেকে ২০তম গ্রেডে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৬০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
২. পদের নাম: পিএলআই অ্যাকাউন্ট্যান্টপদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম: পিএলআই অ্যাকাউন্ট্যান্ট (ফিল্ড)পদসংখ্যা: ৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৪. পদের নাম: ড্রাইভার (হালকা)পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট)পদসংখ্যা: ১
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আরও পড়ুনশিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, সংশোধিত পদ ১৮৭১৩ মার্চ ২০২৫৬. পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআইপদসংখ্যা: ৭
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)পদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৮. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মীপদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৯. পদের নাম: নিরাপত্তা প্রহরীপদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আরও পড়ুনঢাকা ওয়াসায় চাকরি, বেতন ছাড়াও আছে সার্বক্ষণিক গাড়ির সুবিধা২২ মার্চ ২০২৫বয়স: সব পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১ মার্চ ২০২৫ তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] বা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আরও পড়ুনপ্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ২৫৫২৩ মার্চ ২০২৫আবেদন ফিঅনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৮ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুনবিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯২১ মার্চ ২০২৫