রাজনৈতিক পালাবদলের পর খুলনায় সরকারি কাজের দরপত্রের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রায়ই তাদের হাতে নাজেহাল হচ্ছেন সরকারি কর্মকর্তারা। গত রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকির পরদিনই এক নির্বাহী প্রকৌশলীকে মারধর করেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন।

আউটসোর্সিংয়ের দরপত্র নিয়ে গত রোববার লাঞ্ছিত করা হয় সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক মো.

শাহ আলমকে। গতকাল বুধবার সকালে সেখানে দরপত্র জমা দিতে বাধা দেন সোনাডাঙ্গা বিএনপির নেতারা। এ ছাড়া ১৮ গ্রুপের দরপত্র নিয়ে প্রায়ই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মহড়া দিচ্ছেন বিএনপির স্থানীয় কয়েকজন নেতা। 

এর বাইরে খুলনা সিটি করপোরেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগসহ সরকারি দপ্তরগুলোর ঠিকাদারি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে। গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে ছিল এসব প্রতিষ্ঠানের ঠিকাদারি। এর বাইরে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়েও বিভিন্ন সরকারি দপ্তরের দরপত্রে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল বুধবার সুন্দরবন গ্যাস কোম্পানিতে দরপত্র জমা দিতে বাধা দেন কয়েকজন ছাত্র। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয় দেন। এ ছাড়া পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে প্রায়ই তারা তদবির করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য এ ব্যাপারে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি প্রতিষ্ঠানপ্রধানরা। তদবিরবাজদের নামও প্রকাশ করেননি তারা।

প্রকৌশলীরা জানান, গত ১৫ বছর অধিকাংশ বিএনপি নেতা কাজ করার সুযোগ পাননি। তাদের নামে ঠিকাদারি লাইসেন্স নেই। লাইসেন্স থাকলেও কাজ পাওয়ার যোগ্যতা নেই। এ জন্য অধিকাংশ সময় আওয়ামী লীগ নেতাদের প্রতিষ্ঠানের পক্ষে তদবির এবং তাদের নিবন্ধনে কাজ নেওয়ার চেষ্টা করেন বিএনপি নেতারা। যোগ্যতায় বাদ পড়লে প্রভাব খাটানোর চেষ্টা করেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের সময় কুয়েটের ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান। গণঅভুত্থ্যানের পর তিনি পালিয়ে গেলে ঠিকাদারি কবজায় নেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ আব্বাস। গত ৭ মাসে কোটেশন দরপত্রের বেশির ভাগই পেয়েছেন তিনি। কাজের ক্ষেত্রে বঞ্চিত হয়ে আসছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন। সেই ক্ষোভ এবং অতিরিক্ত বিল তৈরি করে একটি কাজ তাঁকে দেওয়ার জন্য প্রকৌশলীকে চাপ দিয়ে আসছিলেন সোহাগ। এতে অপারগতা জানালে গত রোববার কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি দেওয়া হয়। হুমকির ঘটনায় লিখিত অভিযোগ করায় পরদিন নির্বাহী প্রকৌশলী আবু হায়াতকে বাড়ির সামনে মারধর করেন সোহাগ। এ ঘটনার বিচারের দাবিতে কুয়েট কর্মকর্তা ও স্থানীয়রা আন্দোলনে নেমেছেন।

অবশ্য মোল্লা সোহাগ হোসেন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘কুয়েটে আমার কোনো কাজ নেই। আমি কাউকে হুমকি দিইনি। আবু হায়াতের সঙ্গে দেখা হলে কুয়েটের সহিংসতা নিয়ে কিছুটা বাগ্‌বিতণ্ডা হয়। তবে তাঁকে কোনো আঘাত করিনি।’

সোহাগ অস্বীকার করলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার তাঁকে সব পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিএনপি। মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মোল্লা সোহাগকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

এদিকে সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ১৪৮ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের জন্য দরপত্র আহবান করা হয়। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে তৎপরতা চালাচ্ছিলেন বিএনপি নেতারা। গত রোববার কোম্পানির মহাব্যবস্থাপক শাহ আলমকে লাঞ্ছিত করেন তারা।

বুধবার দরপত্র জমার দিন সকাল থেকেই বাক্সের সামনে পাহারা বসান বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে ছাত্র পরিচয় দিয়ে আসা কয়েকজন যুবকও দরপত্র জমা দিতে বাধা দেন। পরে পুলিশ ও সাংবাদিকরা গেলে তারা সরে যান। নির্ধারিত সময়ে চারটি দরপত্র জমা পড়ে।

প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, দরদাতা চার প্রতিষ্ঠানই আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীর। তারা জেরিন নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে মাছরাঙ্গা নামের প্রতিষ্ঠানকে দরপত্র জমা দিতে বাধা দিচ্ছিলেন। দুটি প্রতিষ্ঠানের পক্ষেই বিএনপি নেতারা তদবির করছেন। অন্য প্রতিষ্ঠানগুলোকে তারা ‘আওয়ামী লীগের দোসর’ উল্লেখ করে কাজ পেলে আমাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।

শাহ আলম বলেন, ‘দরপত্র আহবান করার পর অনেকেই যোগাযোগ করেছেন। থানা বিএনপির এক নেতাও আমার কাছে কয়েকবার ফোন দেন। আমি তাকে বলি, আপনি চাহিদা অনুযায়ী সব কাগজপত্র জমা দিলে কাজ পাবেন। কিন্ত তিনি কাজের জন্য আমার ওপর চাপ দিচ্ছিলেন। গত রোববার অফিসে এসে খারাপ ব্যবহার করেছেন।’

গত ২৮ জানুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের খাবার, ওষুধ, এমএসআর, গজ ব্যান্ডেজ, লিনেন, পোশাক প্রিন্টিংসহ ১৮টি গ্রুপের দরপত্র আহ্বান করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি অনলাইনে দরপত্র জমা হয়েছে। এর আগে থেকেই ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি, অন্য এলাকার বিএনপি নেতা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন গ্রুপ নিয়মিত হাসপাতালে মহড়া দিচ্ছেন। কাজ না পেলে দেখে নেওয়াসহ নানাভাবে হুমকি দিচ্ছেন কর্মকর্তাদের।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহসীন আলী ফরাজি বলেন, ‘প্রচণ্ড চাপে আছি। নানাভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছে।’ 

খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, ‘দলের নাম ব্যবহার করে কোনো নেতা টেন্ডারবাজি, চাঁদাবাজি করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ র স কর মকর ত র দরপত র ন ব এনপ আওয় ম তদব র সরক র ব যবস

এছাড়াও পড়ুন:

২৫৪ কোটি টাকার সেদ্ধ চাল কিনবে সরকার

দেশের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার জন্য ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১১ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল কেনার উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ২৫৪ কোটি ২ লাখ ৮৪ হাজার টাকা। প্রতি কেজি চালের দাম পড়বে ৫০.৮০ টাকা।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার উদ্দেশে খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক উৎস থেকে চাল সংগ্রহ করে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস হতে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির’ অনুমোদন নেওয়া হয়েছে। 

ইতোমধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সাড়ে ৪ লাখ মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল এবং জি টু জি পদ্ধতিতে মায়ানমার থেকে ১ লাখ, পাকিস্তান থেকে ৫০ হাজার এবং ভিয়েতনাম থেকে ১ লাখ মেট্রিক টন আতপ চালসহ মোট ৭ লাখ মেট্রিক টন চাল কেনার চুক্তি সম্পাদিত হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যে চুক্তির কার্যক্রম প্রক্রিয়াধীন। চুক্তির বিপরীতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ ৩৯ হাজার ৮০৬ মেট্রিক টন এবং জি টু জি ভিত্তিতে ২ লাখ ২৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছেছে। এর মধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ ৪৩ হাজার ১৭৫ মেট্রিক টন এবং জি টু জি ভিত্তিতে ২ লাখ ৭ হাজার ৫৩৯ মেট্রিক টন চাল সরকারি সংরক্ষণাগারে পাওয়া গেছে। এ ছাড়া, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং জি টু জি পদ্ধতিতে আরো চাল আমদানির কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র জানায়, চাল আমদানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্য অধিদপ্তর কর্তৃক চাল ক্রয়ের জন্য গত ১২ মার্চ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে মোট ১২ সরবরাহকারী দরপত্র দলিল সংগ্রহ করলেও মোট ৫টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। প্রতিষ্ঠান ৫টি উৎস দেশ হিসেবে ভারত থেকে এই চাল সরবরাহ করবে। এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রা.লি. প্রতি মেট্রিক টন চালের দাম ৪১৬.৪৪ ডলার উল্লেখ করায় দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটির নাম সুপারিশ করে যা উৎস দেশগুলোর গড় দর (৪৪৪.৯১ মার্কিন ডলার) অপেক্ষা (৪৪৪,৯১-৪১৬,৪৪)=২৮.৪৭ মার্কিন ডলার কম। এ ছাড়া মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রা.লি. কর্তৃক প্রদত্ত দর বাংলাদেশের বন্দর পর্যন্ত প্রতি মেট্রিক টন ৪১৬.৪৪ মার্কিন ডলার, যা বাজার দর যাচাই কমিটি কর্তৃক প্রদত্ত প্রাক্কলিত দরের চেয়ে কম হওয়ায় উক্ত দর গ্রহণের জন্য দরপত্র মূল্যায়ন কমিটি সুপারিশ করে। মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর উক্ত সুপারিশের সাথে একমত পোষণ করে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে ক্রয় প্রস্তাব পাঠায়।

হিসাব অনুযায়ী, প্রতি মেট্রিক টন ৪১৬.৪৪ মার্কিন ডলার (প্রতি কেজি ৫০.৮০ টাকা) হিসেবে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল কেনার জন্য প্রয়োজন হবে দুই কোটি ৮ লাখ ২২ হাজার মার্কিন ডলার; অর্থাৎ গত ২৭ মার্চ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ডলারের বিনিময় হার প্রতি মার্কিন ডলার ১২২ টাকা (সম্ভাব্য) হিসেবে ২৫৪ কোটি ২ লাখ ৮৪ হাজার টাকার প্রয়োজন হবে। এই টাকা ২০২৪-২৫ অর্থবছরের চাল ক্রয় খাত থেকে মেটানো হবে। 

এই ক্রয় উপলক্ষে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সিডি ভ্যাট সরকার কর্তৃক বহন করতে হবে। এ-সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য মঙ্গলবার অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থাপন করা হবে। 

ঢাকা/হাসনাত/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • ২৫৪ কোটি টাকার সেদ্ধ চাল কিনবে সরকার
  • কুমির-বাঘে ভয় নেই যত ভয় ডাকাতে