বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ঋণের সুদহার বাড়ছে। গৃহঋণের বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানটির সব ধরনের সুদহার ১ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। আগামী সপ্তাহেই নতুন সুদহারের নির্দেশনা জারি করা হতে পারে বলে জানা গেছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোন ঋণের সুদহার কত হবে তা নির্ধারণ করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএইচবিএফসিকে একটি চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের ঋণ এবং দেশের অন্য এলাকার ফ্ল্যাট ঋণে সুদের হার নির্ধারিত রয়েছে ৯ শতাংশ। এটা বাড়িয়ে ১০ শতাংশ করা হবে। 

একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া দেশের অন্য এলাকার ফ্ল্যাট ঋণ বাদে সব ধরনের ঋণে সুদহার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া পেরি আরবান– উপজেলা সদর এবং তৎসংলগ্ন গ্রোথ সেন্টার এলাকায় ঋণের সুদহার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করার অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

বিএইচবিএফসির কর্মকর্তারা জানান, অর্থসংস্থানের ব্যয় বেড়ে যাওয়ার কারণে সুদের হার বাড়ানো হচ্ছে। সুদহার ১ শতাংশ বাড়ানোর ফলে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন মার্জিন লেভেলে থাকবে। প্রতিষ্ঠানটির লোকসান হবে না। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের উদ্দেশ্য মূলত মুনাফা করা নয়। এ কারণে ব্যাংকের তুলনায় বেশ কম সুদহারে সংস্থাটি ঋণ দেয়। ঋণের সুদহার ১ শতাংশ বাড়ানোর বিষয়ে এরই মধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়েছে এবং বোর্ডও অনুমোদন দিয়েছে। এখন প্রজ্ঞাপন জারি করে নতুন সুদহার কার্যকর করা হবে। আগামী সপ্তাহেই নতুন সুদহারের নির্দেশনা জারি করা হতে পারে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিএইচবিএফসির বাড়ি নির্মাণ ঋণে সুদহার বাড়ছে

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ঋণের সুদহার বাড়ছে। গৃহঋণের বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানটির সব ধরনের সুদহার ১ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। আগামী সপ্তাহেই নতুন সুদহারের নির্দেশনা জারি করা হতে পারে বলে জানা গেছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোন ঋণের সুদহার কত হবে তা নির্ধারণ করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএইচবিএফসিকে একটি চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের ঋণ এবং দেশের অন্য এলাকার ফ্ল্যাট ঋণে সুদের হার নির্ধারিত রয়েছে ৯ শতাংশ। এটা বাড়িয়ে ১০ শতাংশ করা হবে। 

একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া দেশের অন্য এলাকার ফ্ল্যাট ঋণ বাদে সব ধরনের ঋণে সুদহার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া পেরি আরবান– উপজেলা সদর এবং তৎসংলগ্ন গ্রোথ সেন্টার এলাকায় ঋণের সুদহার ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করার অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

বিএইচবিএফসির কর্মকর্তারা জানান, অর্থসংস্থানের ব্যয় বেড়ে যাওয়ার কারণে সুদের হার বাড়ানো হচ্ছে। সুদহার ১ শতাংশ বাড়ানোর ফলে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন মার্জিন লেভেলে থাকবে। প্রতিষ্ঠানটির লোকসান হবে না। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের উদ্দেশ্য মূলত মুনাফা করা নয়। এ কারণে ব্যাংকের তুলনায় বেশ কম সুদহারে সংস্থাটি ঋণ দেয়। ঋণের সুদহার ১ শতাংশ বাড়ানোর বিষয়ে এরই মধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়েছে এবং বোর্ডও অনুমোদন দিয়েছে। এখন প্রজ্ঞাপন জারি করে নতুন সুদহার কার্যকর করা হবে। আগামী সপ্তাহেই নতুন সুদহারের নির্দেশনা জারি করা হতে পারে। 

সম্পর্কিত নিবন্ধ