বিপিএলের সময় টিভি পর্দায় যেন দেখা যেত সুখী পরিবারের ছবি। চিটাগং কিংসের মালিকপক্ষের সঙ্গে ডাগআউটে বসে খোশগল্প করছেন শহীদ আফ্রিদি। কিন্তু পর্দায় দেখা হাসিমুখের হাসি যে সব সময় সত্যি হয় না, তা আরেকবার বোঝালেন আফ্রিদি। সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক অভিযোগ তুলেছেন, এবারের বিপিএলে চিটাগংয়ের শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশে গেলেও ফ্র্যাঞ্চাইজি তাঁকে প্রতিশ্রুত পাওনা দেয়নি। চিটাগং কিংসের মালিক নাকি এখন আফ্রিদির ফোনও ধরছেন না!

বিষয়টি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই–মেইলে জানিয়েছেন আফ্রিদি। ফারুক আহমেদও তা পেয়েছেন। তবে যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলোর শুভেচ্ছাদূতের চুক্তিতে বিসিবির সংশ্লিষ্টতা থাকে না, স্বাভাবিকভাবেই এ বিষয়ে বিসিবিরও কিছু করার নেই।

লাহোরে কাল নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালের সময় বাংলাদেশের চার সাংবাদিককে ফারুকও সেটাই বলেছেন, ‘বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত নই। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ড্রাফটের খেলোয়াড়দের চুক্তিতে বোর্ডের সংশ্লিষ্টতা থাকে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন দল কাকে কীভাবে আনছে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার।’

চিটাগং কিংসের হয়ে বিপিএলে ছিলেন শহীদ আফ্রিদি।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় মোহাম্মদ আলী (৬৫) এক দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। 

নিহত মোহাম্মদ আলী (৬৫) বাদপুকুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

আরো পড়ুন:

বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা, ৮২ জনের বিরুদ্ধে মামলা

কচুয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা

এলাকাবাসী জানান, বাদপুকুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর মুদি দোকান থেকে বাকিতে পণ্য নিতেন একই গ্রামের আসাদুল ইসলাম। আজ সকালে পার্শ্ববর্তী ত্রিমোহনী বাজারে যাওয়ার সময় আসাদুলের কাছে পাওনা টাকা চান মোহাম্মদ আলী। এসময় আসাদুল মোহাম্মদ আলীর ওপর চড়াও হন। দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আসাদুল ও তার পরিবারের লোকজন মোহাম্মদ আলীকে মারধর করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ আলী মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‍হত্যাকাণ্ডের খবর পেয়ে অভিযুক্ত আসাদুল, তার বাবা আসকর আলীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ