ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের
Published: 6th, March 2025 GMT
পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ এনে তাঁর অপসারণ দাবিতে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। বুধবার দুপুরে আইনজীবীদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু জানান, আইনজীবীদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের অপসারণ দাবিতে আদালত বর্জনের সিদ্ধান্ত হয়েছে। আজকের (বুধবার) মধ্যেই সভার রেজুলেশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়া হবে। অবিলম্বে তাঁকে অপসারণ করা না হলে আইনজীবীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এর আগে চৌকি আদালত আইনজীবী ভবনে মজিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে আইনজীবীদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, অ্যাডভোকেট আব্দুস সত্তার, অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট খন্দকার শাহাবুদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট কাওসার, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।
জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: র রহম ন চ ন ন আইনজ ব দ র
এছাড়াও পড়ুন:
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন শুক্রবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
এমসিকিউ পরীক্ষার রোল নম্বরভিত্তিক পরীক্ষাকেন্দ্রের তালিকা (সিট প্ল্যান) ও অনলাইনে প্রবেশপত্র পাওয়ার তথ্য পরবর্তী সময়ে যথাসময়ে বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষাসংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনিবার্য যেকোনো পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের এই ঘোষিত তারিখ/সময়/শিডিউল পরিবর্তন করার এখতিয়ার এনরোলমেন্ট কমিটি সংরক্ষণ করে।