কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেন থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন। গতকাল বুধবার দুপুরে ভেড়ামারা রেলওয়ে স্টেশনে থেমে থাকা চিত্রা এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। পাশাপাশি এ সময় সিটি গোল্ডের অলঙ্কারও জব্দ করেছেন বিজিবি সদস্যরা।

৪৭ বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি বিশেষ টহল দল ভেড়ামারা রেলস্টেশনে অবস্থান নেয়। তারা খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে তল্লাশি চালায়। এ সময় ১২ বোতল ভারতীয় এলএসডি ও সিটিগোল্ডে তৈরি ১২১০টি নানা ধরনের অলঙ্কার উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

৪৭ বিজিবি, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.

মাহবুব মুর্শেদ রহমান জানান, উদ্ধার এলএসডি ও সিটিগোল্ডের গয়নার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা। এ বিষয়ে বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: এলএসড

এছাড়াও পড়ুন:

সাগরে চার ট্রলারে ডাকাতি, তিন জেলে গুলিবিদ্ধ, ৭০ লাখ টাকার মালামাল লুট

প্রতীকী ছবি

সম্পর্কিত নিবন্ধ