সকালে ঢাকা প্রিমিয়ার লিগ। রাতে উয়েফা ইউরোপা ও কনফারেন্স লিগের কয়েকটি ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগ????

মোহামেডান–রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা ????টি স্পোর্টস

মেয়েদের আইপিএল ????

ইউপি ওয়ারিয়র্স–মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা ????স্টার স্পোর্টস ১

উয়েফা কনফারেন্স লিগ ⚽

কোপেনহেগেন–চেলসি
রাত ১১–৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ২

উয়েফা ইউরোপা লিগ ⚽

রিয়াল সোসিয়েদাদ–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১১–৪৫ মি.

????সনি স্পোর্টস টেন ২

এজেড আল্কমার–টটেনহাম
রাত ১১–৪৫ মি. ????সনি স্পোর্টস টেন ১

এএস রোমা–অ্যাথলেটিক বিলবাও
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ২

আয়াক্স–ফ্রাঙ্কফুর্ট
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ১

বোদো/গ্লিমট–অলিম্পিয়াকোস
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ৩

প্লজেন–লাৎসিও
রাত ২টা ????সনি স্পোর্টস টেন ৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প র টস ট ন

এছাড়াও পড়ুন:

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের তিন ধাপ উন্নতি

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে (জিটিআই) গত বছরের চেয়ে ২০২৫ সালে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৩২তম। এবার ৩৫তম অবস্থানে রয়েছে দেশ। সন্ত্রাসবাদী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পরিসংখ্যান মূল্যায়নের ভিত্তিতে এ সূচক প্রকাশ করা হয়।

বুধবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) ওয়েবসাইটে প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৫ এ এসব তথ্য উঠে এসেছে। 

২০১২ সাল থেকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রধান বৈশ্বিক প্রবণতা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে স্কোর গণনায় প্রতি বছর এ সূচক প্রকাশ করে আইইপি। আইইপির ১২তম সংস্করণে বলা হয়, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড়ের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের কম প্রভাব দেখা গেছে।

বৈশ্বিক সন্ত্রাসবাদের চলতি সূচকে ৩ দশমিক ০৩ স্কোর পেয়েছে বাংলাদেশ। শূন্য থেকে ১০ স্কোরের হিসেবে কোনো দেশ শূন্য পেলে সে দেশে সন্ত্রাসবাদের প্রভাব নেই বলে ধরে নেওয়া হয়। এ ছাড়া কোনো দেশ ১০ স্কোর পেলে সেই দেশে সন্ত্রাসবাদের সর্বাধিক বিস্তার রয়েছে বলে বিবেচনা করা হয়। এ বছর বিশ্বের ১৬৩ দেশকে নিয়ে ১০০টি স্থান নির্ধারণ করেছে আইইপি। এতে সবচেয়ে বেশি ৮ দশমিক ৫৮১ স্কোর নিয়ে প্রথমে রয়েছে বুরকানি ফাসো। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের স্কোর ৮ দশমিক ৩৭৪। এর পরই সিরিয়া (৮ দশমিক ০০৬), মালি (৭ দশমিক ৯০৭) ও নাইজার (৭ দশমিক ৭৭৬)। সূচকে অষ্টম স্থানে রয়েছে ইসরায়েল (৭ দশমিক ৪৬৩) ও নবম স্থানে আফগানিস্তান (৭ দশমিক ২৬২)। ৬ দশমিক ৯২৯ স্কোর নিয়ে মিয়ানমারের অবস্থান ১১তম।

সূচকে ভারত ১৪তম অবস্থানে আছে। তাদের স্কোর ৬ দশমিক ৪১। ৪ দশমিক ৯৩ স্কোর নিয়ে ২৫তম অবস্থানে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের এক ধাপ ওপরে; স্কোর ৩ দশমিক ৫১৭। সূচকে শ্রীলঙ্কা ও ভুটানে কোনো সন্ত্রাসবাদী ঘটনা নেই উল্লেখ করে ‘শূন্য’ ক্যাটেগরিতে রাখা হয়েছে। সিডনিভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, সন্ত্রাসবাদ এখনও বৈশ্বিক হুমকি হিসেবে রয়ে গেছে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের তিন ধাপ উন্নতি
  • সুন্দরের গান গেয়ে মাদ্রিদ ডার্বিতে এগিয়ে রিয়াল
  • আজ টিভিতে যা দেখবেন (৫ মার্চ ২০২৫)
  • বুক রিভিউ লিখে জিতুন ১০ হাজার টাকা
  • কেয়ার বাংলাদেশে চাকরি, বেতন ১ লাখ ৮৫ হাজার
  • তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
  • আজ টিভিতে যা দেখবেন (৪ মার্চ ২০২৫)
  • আবরার ফাহাদের স্বাধীনতা পদকের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ: উপদেষ্টা ফারুকী
  • মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ