বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে দেশজুড়ে কর্মসূচি নিয়েছে অন্যতম বৃহৎ বামপন্থি দলটি। আজ সকাল ৮টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

বিকেল ৪টায় মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আলোচনা সভা হবে। এ ছাড়া সারাদেশে দলীয় পতাকা উত্তোলন, সমাবেশ, র‌্যালি, মিছিলসহ নানা কর্মসূচি পালিত হবে।

১৯৪৭ সালে ভারতবর্ষের বিভক্তির পর ১৯৪৮ সালের ৬ মার্চ কলকাতা সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। একই সম্মেলনে খোকা রায়কে সম্পাদক করে কমিউনিস্ট পার্টির পূর্ব বাংলা আঞ্চলিক কমিটি তথা পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠন করা হয়। স্বাধীনতার পর দলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সংক্ষেপে সিপিবি নামে পরিচিত হয়।

১৯৪৮ সালে প্রতিষ্ঠা পেলেও এর অনেক আগে থেকেই এ দেশে কমিউনিস্ট আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল। ১৯২০ সালে এই ভূখণ্ডে এ আন্দোলনের সূচনা ঘটে। ১৯২৫ সালে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি (সিপিআই) প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালে সিপিআইর দ্বিতীয় কংগ্রেসে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠিত হয়, যা পরে সিপিবি নামে পরিচিতি পায়।

পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই কমিউনিস্ট কর্মীদের ওপর হত্যা-নির্যাতন ও জেল-জুলুম-হুলিয়ার খড়্গ নেমে আসে। হাজার হাজার কর্মীকে দেশত্যাগে বাধ্য করা হয়। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহীর খাপড়া জেলে কমিউনিস্ট রাজবন্দিদের ওপর পুলিশ গুলি চালালে সাতজন শহীদ হন। এটাই এ ভূখণ্ডে প্রথম জেল হত্যাকাণ্ড। পূর্ব পাকিস্তানের কমিউনিস্টরা তীব্র গণআন্দোলন গড়ে তোলেন। তেভাগা, নানকার, টংকসহ নানা কৃষক-শ্রমিক আন্দোলনের পাশাপাশি ছাত্র ও সাংস্কৃতিক আন্দোলন করেছেন তারা। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষা, যুদ্ধাপরাধীদের বিচারসহ সব আন্দোলন-সংগ্রামেই সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। দীর্ঘ চলার পথে আন্দোলন-সংগ্রামে সিপিবির অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। 

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দলটি বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় মেরূকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প বলয় গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য পূরণে বাম গণতান্ত্রিক জোটের শরিক হিসেবে কাজ করে যাচ্ছে তারা। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দলের সমর্থক-শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য সারাদেশে দলের সব কমিটি ও শাখার প্রতি আহ্বান জানান তারা। 

সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বা

দেশের বিভিন্ন স্থানে খুন, সন্ত্রাসে জনজীবনে আতঙ্ক বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিপিবি। দলটি বলেছে, সরকারপ্রধান থেকে শুরু করে উপদেষ্টারা সংকটের কথা স্বীকার না করলেও দিন দিন জনজীবনে নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। এর দায় অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান ড.

মুহাম্মদ ইউনূসকেই নিতে হবে। গতকাল এক বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হলো চোখ বুজে অন্তর্বর্তীকালীন সরকারের ‘মব সন্ত্রাস’ চলতে দেওয়া। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হারল্যান নিয়ে এল মেগা ক্যাম্পেইন: স্কুটি ছাড়াও লাখ লাখ টাকার পুরস

দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, ‘হারল্যান স্টোর’ ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে দেশব্যাপী শুরু করেছে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন। সারা দেশজুড়ে শুরু হওয়া ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন দিচ্ছে আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। 

বছরের সেরা এই ক্যাম্পেইন এর মাধ্যমে ক্রেতারা সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও হারল্যান ডটকম ওয়েবসাইট থেকে নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন, লিটল ওয়ান, স্কিন মিন্ট, ক্যাভোটিনসহ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, বেবি কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের রেঞ্জ থেকে ১০০০ টাকার অধিক পণ্য কিনলেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। 

সম্মানিত গ্রাহকের ফোন নাম্বার ও ইনভয়েস নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর গ্রাহক পাবেন আকর্ষণীয় নতুন স্কুটি ও লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার জেতার সুযোগ। লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার ব্যবহার করে ভোক্তারা হারল্যান স্টোরের অথেনটিক পণ্যের সম্ভার থেকে কিনে নিতে পারবেন তাদের পছন্দের অথেনটিক পণ্যটি। ৩ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।  

সোমবার, ৩ মার্চ, রাজধানীর যমুনা ফিউচার পার্কে সাউথ এশিয়ার সব থেকে আকর্ষণীয় বিউটি কসমেটিকস আউটলেট, হারল্যান স্টোরের ফ্ল্যাগশিপ আউটলেটে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। তারকা বেষ্টিত অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। হারল্যান স্টোরের পক্ষে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

ক্যাম্পেইনটি সম্পর্কে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, “আজকে আমি খুবই আনন্দিত আপনাদের সামনে হারল্যান স্টোরের মেগা ক্যাম্পেইনটি নিয়ে আসতে পেরে। ঈদের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে হারল্যান প্রতি বছরই ক্রেতাসাধারনের জন্য স্পেশাল কিছু নিয়ে আসে। এই ঈদেও হারল্যান নিয়ে এসেছে ‘ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন যার মাধ্যমে ক্রেতারা পাবেন নতুন স্কুটি জেতার সুযোগ ও লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।’’

হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, “অথেনটিক কসমেটিকস সহজলভ্য করার সাথে সাথে ক্রেতাদের একটি আনন্দদায়ক শপিংয়ের অভিজ্ঞতা এনে দেয়াই হারল্যান স্টোরের লক্ষ। বরাবরের মত এবছরও হারল্যান নিয়ে এসেছে ঈদ উপলক্ষে মেগা ক্যাম্পেইন, ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’। ঈদের খুশিকে বহুগুণে বাড়িয়ে দিতে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় নতুন স্কুটিসহ লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ।”

গ্রাহকদের জন্য হারল্যান স্টোরের স্কুটি অফার সবার মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। অথেনটিক পণ্যের পাশাপাশি একটি আকর্ষণীয় নতুন স্কুটি জেতার সুযোগ ক্রেতারা লুফে নেবেন, তা বলাই বাহুল্য। তাই এই ঈদে ভোক্তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন এমনটাই মনে করছেন সবাই।

রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও হারল্যান ডটকম ওয়েবসাইটে।  

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • ফের একসঙ্গে পর্দায় আসছেন প্রিয়াঙ্কা-কঙ্গনা
  • সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি সিপিবির
  • হারল্যান নিয়ে এল মেগা ক্যাম্পেইন: স্কুটি ছাড়াও লাখ লাখ টাকার পুরস
  • নারী দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেলের ‘ফ্রি উইমেন হেলথ ডে’
  • রমজান উপলক্ষে কালীগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
  • ময়মনসিংহে কম মূল্যে গরুর মাংস–ডিম বিক্রির উদ্যোগ, দাম আরও কমানোর দাবি
  • বাকৃবি শাখা শিবিরের ইফতারে শিক্ষার্থীদের ঢল