পুতিনকে ছয়টি হাতি উপহার মিয়ানমার জান্তার
Published: 6th, March 2025 GMT
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি হাতি উপহার দিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্ল্যাইং। মঙ্গলবার মস্কো সফরের সময় এ উপহার দেন তিনি। খবর বার্তা সংস্থা তাসের।
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ছয়টি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়া ও মিয়ানমারের সম্পর্ককে আরও দৃঢ় করার একটি প্রয়াস এ হাতি উপহার। অনেকে একে ‘হাতি কূটনীতি’ বলছেন। মঙ্গলবার ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন জান্তাপ্রধান।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মিয়ানমারে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিতেও সই হয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে মিয়ানমারে ১০০ মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এ কেন্দ্র নির্মাণ শেষে পরিচালনার দায়িত্বও রোসাটমের হাতে থাকবে।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ৫০ শতাংশ বেড়েছে। উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনার এ বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ। হাতিগুলো ইতোমধ্যেই মস্কোর চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।’ মিয়ানমারে সামরিক সহায়তা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপহ র
এছাড়াও পড়ুন:
সেরা কোচ পেতে ক্ষতিপূরণে আপত্তি নেই ব্রাজিলের
দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর ব্রাজিলের জন্য নতুন কোচ খুঁজছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। চার কোচের সংক্ষিপ্ত তালিকাও করেছে ব্রাজিল। যে তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি, আল হিলালের কোচ হোর্হে জেসুস, ফেনারবেচের কোচ হোসে মরিনহো ও পালমেইরাসের আবেল পেরেইরা।
এই চার কোচের সঙ্গেই তাদের বর্তমান ক্লাবের চুক্তি আছে। ওই চুক্তি বাতিল করে তাদের কাউকে ব্রাজিলের ডাগ আউটে পেতে হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে সিবিএফের। কনফেডারেশন প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই ক্ষতিপূরণ দিতে প্রস্তুত তারা।
রদ্রিগুয়েজ বলেন, ‘জাতীয় দলের জন্য সিবিএফ সেরা কোচকেই চান। জাতীয় দলের জন্য সেরা কোচ পাওয়ার জন্য এটাকে (ক্ষতিপূরণ দেওয়া) আমরা বিনিয়োগ হিসেবে দেখছি।’
রদ্রিগুয়েজ জানিয়েছেন, কোচ নিয়োগের বিষয়ে খোঁজ-খবর নেওয়া ও পরিকল্পনা-কৌশল সম্পর্কে খোঁজ-খবর নেওয়ার কাজটা সিবিএফের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়তানো দেখভাল করছেন। রদ্রিগো বিষয়টি সম্পর্কে চূড়ান্ত খোঁজ-খবর নেওয়া সম্পন্ন করলে প্রেসিডেন্ট তার সঙ্গে বসবেন বলেও জানিয়েছেন তিনি।
সিবিএফ প্রেসিডেন্ট বলেন, ‘বিস্তারিত (কোচ সম্পর্কে) তথ্য রদ্রিগো কায়তানোর কাছে পাওয়া যাবে। তিনি এটা দেখভাল করছেন। তার হাতে এরই মধ্যে একজনের নাম এসেছে, অন্যরাও আলোচনায় আছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, তবে খুব সতর্কতার সঙ্গে করতে হচ্ছে। কোচদের সঙ্গে কথা বলার আগে তাদের ক্লাবের সঙ্গে কথা বলতে হচ্ছে। দ্রুতই তিনি সিদ্ধান্তে পৌঁছে যাবেন, এরপর আমরা বসবো।’
ব্রাজিলের কোচ হিসেবে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজের প্রথম পছন্দ কার্লো আনচেলত্তি। জুলাইয়ের আগে তাকে পাওয়ার সম্ভাবনা কম থাকায় হোর্হে জেসুসকে এগিয়ে রাখা হচ্ছিল। তবে রিয়াল মাদ্রিদে ডন কার্লোর চাকরি সুতোর ওপর ঝুলছে বলে খবর। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জিতে সেমিফাইনালে যেতে না পারলে বরখাস্ত হতে পারেন তিনি। বিষয়টিকে সুযোগ হিসেবে দেখছে সিবিএফ। আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে হেরেছে রিয়াল।