মাদারীপুর প্রশাসনের ২৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা
Published: 6th, March 2025 GMT
মাদারীপুরে পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের সময় প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অন্যের মালিকানাধীন খাস ও অর্পিত সম্পত্তির ভুয়া কাগজপত্র বানিয়ে এমনটা করা হয়েছে।
এ ঘটনায় সাবেক ভূমি হুকুম দখল কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। বর্তমানে তিনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঢাকার সহকারী পরিচালক।
মামলা সূত্রে জানা গেছে, পদ্মা সেতুসহ ৫টি এল এ কেসের সরকারি খাস, ভিপি সম্পত্তি ও বিভিন্ন মালিকের সম্পত্তির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অধিগ্রহণের ক্ষতিপূরণ বিল তুলে নেওয়া হয়। ২৩ চেকের বিপরীতে ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা বিভিন্ন নামে তুলে নেয় একটি চক্র। মাদারীপুর ডিসি অফিসের সাবেক এলএও প্রমথ রঞ্জন ঘটক এই জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক। একই সময় কর্মরত দুই সার্ভেয়ার মো.
এই তিনজন ছাড়াও স্থানীয় আলো পত্তনদার, আব্দুল মালেক মৃধা, সুরুজ মিয়া, রাজিয়া বেগম, আব্দুল কাদির কাজী, শাহিন বেপারি, কুলসুম বিবি, আতিকুর রহমান, মো. মিলন শেখ, জিল্লুর রহমান, মনির মিয়া, জোছনা বেগম, আঁখি বেগম, আলম আলী বেপারি, হাসিনা বেগম, আসমা বেগম, আওলাদ হোসেন, ফরিদা বেগম, মতিউর রহমান ও সুধাংশু কুমার মণ্ডলকে আসামি করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্টে ভর্তি, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ
এক বছর মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অষ্টম ব্যাচের সামার টার্মে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রোগ্রামটি সম্পূর্ণ আবাসিক। পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কোর্সে ভালো ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা আছে।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা—*প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
আবেদনের নিয়ম—*প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আরডিএ ওয়েবসাইট www.rda.gov.bd দেওয়া নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও পে–অর্ডারসহ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অবস্থিত ‘পিজিডিআরডি সচিবালয়’-এ সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে;
*আবেদনের সঙ্গে মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া বরাবর ২০০/- (দুই শ) টাকা মূল্য মানের পে-অর্ডার জমা দিতে হবে;
*আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নোক্ত কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে। এগুলো হলো ১. এসএসসি/এইচএসসি ও স্নাতক পাসের সনদপত্র ও মার্কশিট; ২. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক নাগরিকত্বের সনদপত্র; ৩. সর্বশেষ অধ্যয়নকৃত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র ও ৪. জাতীয় পরিচয়পত্র;
বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা*দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি;
*চাকরিরত প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও ভুল তথ্যাদি সন্নিবেশিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
আরও পড়ুন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তি, দেখুন বিস্তারিত০১ মার্চ ২০২৫গুরুত্বপূর্ণ তারিখ—*আবেদনপত্র ও অন্য কাগজপত্র জমার শেষ তারিখ: ১৬ মার্চ, ২০২৫ (রোববার)
*নির্বাচনী পরীক্ষা: ১৭ মার্চ ২০২৫ (সোমবার)
*নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫ (মঙ্গলবার)
*ভর্তি শুরু: ১৯ মার্চ, ২০২৫ (বুধবার)
*ভর্তির শেষ তারিখ: ২৫ মার্চ, ২০২৫ (মঙ্গলবার)
*ওরিয়েন্টেশন ওয়ার্কশপ: ৬ এপ্রিল, ২০২৫ (রোববার)
* ক্লাস শুরু: ৭ এপ্রিল, ২০২৫ (সোমবার)।
*বিস্তারিত তথ্যের জন্য ০১৬৭২-৩৯১৭৫০ নম্বরে যোগাযোগ করুন।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি, এমসিকিউ ১০০, মেধাতালিকা ২০০ নম্বরে০১ মার্চ ২০২৫আরও পড়ুননিটোরে ভর্তি, আবেদন সময় বাড়ল, দ্বিতীয়বার পরীক্ষার সুযোগসহ জেনে নিন বিস্তারিত০২ মার্চ ২০২৫