লা লিগায় উড়ছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব শেষ করেছে দুইয়ে থেকে। ওই বার্সার জন্য ইউরোপ সেরার লড়াইয়ের শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগিজ ক্লাব বেনফিকা সহজ প্রতিপক্ষ হওয়ার কথা।

কিন্তু ম্যাচের ২২ মিনিটে বার্সার তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় বিপদে পড়ে কাতালানরা। ওই ধাক্কা সামলে রাফিনহার গোলে বেনফিকার মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

ম্যাচের ৬১ মিনিটে বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া জয়সূচক গোলটি করেন। 

বেনফিকা অবশ্য বার্সার বিপক্ষে ঘরের মাঠের সুযোগ নিতে আক্রমণ করে খেলেছে। বার্সা ১০ জনে পরিণত হওয়ায় গোল করতে মরিয়া ছিল তারা। কিন্তু ২৬ আক্রমণ ও গোলে ৮ শট নিয়ে জাল খুঁজে পায়নি তারা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২৬ এপ্রিল ২০২৫)

ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, আইপিএল, পিএসএল মিলিয়ে আছে কয়েকটি ম্যাচ। রাতে কোপা দেল রের ফাইনাল।ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস

আবাহনী–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

গুলশান–অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

আবাহনী–মোহামেডান
বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

রহমতগঞ্জ–বসুন্ধরা কিংস
বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

আইপিএল

কলকাতা নাইট রাইডার্স–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও  স্টার স্পোর্টস ১

পিএসএল

লাহোর কালান্দার্স–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি–এভারটন
বিকেল ৫–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

নিউক্যাসল–ইপ্সউইচ টাউন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

এফএ কাপ সেমিফাইনাল

ক্রিস্টাল প্যালেস–অ্যাস্টন ভিলা
রাত ১০–১৫ মি., সনি স্পোর্টস টেন ২

কোপা দেল রে ফাইনাল

বার্সেলোনা–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ