চাঁদা না দেওয়ায় ভেঙে ফেলা হলো সীমানাপ্রাচীর
Published: 6th, March 2025 GMT
পাবনার গাছপাড়ায় এ আর খান প্রজেক্টে চাঁদা না দেওয়ায় তিন কাঠা জমির প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রজেক্ট ম্যানেজার জহরুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী আলমগীর হোসেন।
অভিযোগ থেকে জানা গেছে, এ আর খান প্রজেক্টের আতিয়ার রহমানের কাছ থেকে ২০০৮ সালে আর এস খতিয়ানভুক্ত তিন কাঠা জমি কেনেন আলমগীর হোসেন। ওই জমিতে সীমানা প্রাচীর করতে প্রজেক্ট ম্যানেজার জহরুল ইসলাম ৫০ হাজার টাকা নেন। প্রাচীর করা হলে তিনি আরও এক লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় পাশের জমির মালিক ডা.
একই প্রজেক্টে ২০১০ সালে সাড়ে চার কাঠা জমি কেনেন জাহাঙ্গীর হোসেন। আজ পর্যন্ত দখল পাননি। তাদের মতো অনেকেই এই প্রজেক্ট থেকে জমি কিনে প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন।
এ বিষয়ে এ আর খান প্রজেক্ট ম্যানেজার জহুরুল ইসলাম বলেন, ‘আলমগীর হোসেনকে তিন কাঠা জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি সীমানাপ্রাচীরও দিয়েছেন। কিন্তু পাশের জমির মালিক ডা. শফিকুল ইসলাম ডিআইজি সাহেবের ভয় দেখিয়ে ওই প্রাচীর ভেঙে দেন। প্রাচীর ভাঙার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
পাবনা সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, প্রাচীর ভেঙে দেওয়ার ঘটনায় উভয় পক্ষকে থানায় ডাকা হয়। কিন্তু ডা. শফিকুল ইসলামের পক্ষ থেকে কেউ না আসায় মীমাংসা করা সম্ভব হয়নি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে ৫ কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
ময়মনসিংহ মহানগর শাখার অন্তর্ভুক্ত পাঁচ কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আল মো. রাফসান সামি ও সহদপ্তর সম্পাদক ইসফাক আহমাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ও ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস ছাত্রদল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ময়মনসিংহ মহানগর শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম ও সাধারণ সম্পাদক তানভীর রবিনের সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহ মহানগর ছাত্রদলের অধীন পাঁচ কলেজের কমিটির অনুমোদন দেওয়া হলো।’
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস ছাত্রদলের সভাপতি পদে এফ এম আবুল খায়ের ও সাধারণ সম্পাদক পদে নাহিদ হাসানের নাম ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে রবিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম আছেন।
ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ৬৩ সদস্যের কমিটির সভাপতি রাব্বা মাহবুব খান ও সাধারণ সম্পাদক বায়োজিদ বোস্তামী। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কলেজে ১৮ সদস্যবিশিষ্ট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মো. মোস্তফা ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে ৩৪ সদস্যের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ইশরাক আজমাইন ও সাধারণ সম্পদাক শাহরিয়ার রাতুল।
বিজ্ঞপ্তিতে প্রতিটি শাখা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।