অ্যালিসনের দুর্দান্ত সেভে প্যারিসে জয় লিভারপুলের
Published: 6th, March 2025 GMT
প্যারিসে গোল করেছেন ২১ বছর বয়সী হার্ভে এলিয়ট। তাও ম্যাচের ৮৭ মিনিটে। ওই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লিগে পিএসজির বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল।
তবে ম্যাচের নায়ক রেসডদের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। ম্যাচের শুরু থেকে শেষ অবধি উসমান ডেম্বেলে, কাভিচা কাভারাস্তখেলিয়ার একের পর এক শট ফিরিয়েছেন তিনি।
ঘরের মাঠের এই ম্যাচে পিএসজি অ্যালিসনের গোল মুখে ২৭টি আক্রমণ তুলেছেন, যার ১০টি শট ছিল গোল হওয়ার মতো। ডেম্বেলে ও কাভারাস্তখেলিয়া চারটি শট থেকে নির্ঘাত গোল পেতে পারত। কিন্তু অ্যালিসন তা হতে দেননি।
অন্যদিকে আর্নে স্লটের লিভারপুল দুটি ভালো আক্রমণ তুলে পেয়ে গেছে একটি গোল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেতে দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে লা প্যারিসিয়ানদের জয়ের চ্যালেঞ্জ নিতে হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মার্চে বৈশ্বিক তাপমাত্রা ছিল এযাবৎকালের সর্বোচ্চের কাছে: ইউরোপের পর্যবেক্ষক সংস্থা
বৈশ্বিক তাপমাত্রা গত মার্চে আগের যেকোনো সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি ছিল। ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ওই মাসে বিজ্ঞানীদের আশঙ্কার চেয়ে বেশি সময় ধরে বিশ্বজুড়ে প্রচণ্ড তাপমাত্রা ছিল।
কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, মার্চ ছিল ইউরোপে এযাবৎকালের সবচেয়ে উষ্ণতম মাস। ওই সময় বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপজুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে। আবার তাপমাত্রাও খুব দ্রুত উত্তপ্ত হতে দেখা গেছে।
কোপার্নিকাসের তথ্যমতে, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিল মার্চ। ২০২৩ সালের পর থেকে তাপমাত্রা প্রায় ধারাবাহিকভাবে একের পর এক রেকর্ড ভাঙছে। তখন থেকে কার্যত প্রতি মাসে শিল্পবিপ্লবের আগের তুলনায় কমপক্ষে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা বেড়েছে।
শিল্পবিপ্লবের পরে মানবজাতি প্রচুর পরিমাণে কয়লা, তেল ও গ্যাস পোড়ানো শুরু করে। এ বিষয়টি বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে।
মার্চের তাপমাত্রা প্রাক্–শিল্প যুগের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (২ দশমিক ৯ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল। ওই মাসে লম্বা সময় ধরে অস্বাভাবিক তাপমাত্রা বজায় থাকার কারণ এখনো খুঁজে পাননি বিজ্ঞানীরা।
জলবায়ু পরিবর্তনের কারণে শুধু তাপমাত্রাই বাড়ে না; বরং কার্বন ডাই–অক্সাইড ও মিথেনের মতো গ্রিনহাউস গ্যাসের মাধ্যমে বায়ুমণ্ডল ও সমুদ্রে অতিরিক্ত তাপ আটকা পড়ে।
আর উষ্ণ সমুদ্রের অর্থ হলো বাষ্পীভবন বৃদ্ধি ও বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি। এর ফলে ব্যাপক বন্যা হয়। ঝড় ও ঘূর্ণিঝড় আরও শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়। তবে এটি বিশ্বব্যাপী বৃষ্টির ধরনকেও প্রভাবিত করে।
কোপার্নিকাস জানিয়েছে, ইউরোপে মার্চের তাপমাত্রা ২০১৪ সালের রেকর্ড তাপমাত্রার চেয়ে দশমিক ২৬ ডিগ্রি সেলসিয়াস (দশমিক ৪৭ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল।
কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণকারী ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম–রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের সামান্থা বার্গেস বলেন, মার্চে ইউরোপের কিছু অংশে প্রায় অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে শুষ্ক আবহাওয়া রেকর্ড করা হয়েছে। আবার অন্য অংশে সবচেয়ে আর্দ্র আবহাওয়া রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, বর্তমান সময় সম্ভবত গত ১ লাখ ২৫ হাজার বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে উষ্ণ সময়।