প্যারিসে গোল করেছেন ২১ বছর বয়সী হার্ভে এলিয়ট। তাও ম্যাচের ৮৭ মিনিটে। ওই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লিগে পিএসজির বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল।

তবে ম্যাচের নায়ক রেসডদের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। ম্যাচের শুরু থেকে শেষ অবধি উসমান ডেম্বেলে, কাভিচা কাভারাস্তখেলিয়ার একের পর এক শট ফিরিয়েছেন তিনি।

ঘরের মাঠের এই ম্যাচে পিএসজি অ্যালিসনের গোল মুখে ২৭টি আক্রমণ তুলেছেন, যার ১০টি শট ছিল গোল হওয়ার মতো। ডেম্বেলে ও কাভারাস্তখেলিয়া চারটি শট থেকে নির্ঘাত গোল পেতে পারত। কিন্তু অ্যালিসন তা হতে দেননি। 

অন্যদিকে আর্নে স্লটের লিভারপুল দুটি ভালো আক্রমণ তুলে পেয়ে গেছে একটি গোল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেতে দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে লা প্যারিসিয়ানদের জয়ের চ্যালেঞ্জ নিতে হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাকিস্তানে শান্তি কমিটির বৈঠকে বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলাকালীন বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। সোমবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 
স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান ওয়াজির জানান, যেখানে সভা চলছিল সেখানে বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই সবাই নিহত হয়। 
 
এই হামলার পেছনে কে বা কারা রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

উদ্ধারকারী দল এবং স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থল থেকে ইতোমধ্যে বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ