অসুস্থতা নিয়েই যে কারণে শুটিং করতে হচ্ছে এই অভিনেতাকে
Published: 6th, March 2025 GMT
পাঁচ দিন ধরেই টানা জ্বর। গত সপ্তাহে শুটিং করে গলার স্বরও বসে গেছে। এমন অবস্থায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে এই অভিনেতাকে। চিকিৎসক বলে দিয়েছেন, বিশ্রাম নিতে হবে। সেখানে অসুস্থতা নিয়েই বাধ্য হয়ে শুটিং করতে হচ্ছে অভিনেতা আবদুন নূর সজলকে।
বুধবার শুরু হয়েছে ‘জ্বীন-৩’ সিনেমার শেষ মুহূর্তের শুটিং। এদিকে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। যে কারণে পূর্বনির্ধারিত সময়ের শিডিউলে শুটিং করতে হচ্ছে সজলকে। এই অভিনেতা বলেন, ‘সর্বশেষ শুটিংয়ে দৃশ্যের প্রয়োজনে উচ্চ স্বরে কথা বলতে হয়েছে। এ জন্য ছয় দিন আগে প্রথম গলা ভাঙে। এখন ইনফেকশন হয়ে গেছে। ঠিকমতো কথা বলতে পারছি না। পরে চার দিন ধরে জ্বরে কাহিল।’
অভিনেতা আবদুন নুর সজল।’ ছবি: ফেসবুক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিয়ের তিন মাসেই জীবন প্রদীপ নিভল হৃদয়-মৌয়ের
হৃদয় প্রামাণিক ও মেহজাবিন মৌয়ের বিয়ে হয়েছিল তিন মাস আগে। আনন্দ-উল্লাসে, ঘোরাঘুরি করে সুখেই দিন কাটছিল মেধাবী এ দম্পতির। কিন্তু ছোট একটি দমকা হাওয়া থামিয়ে দিয়েছে তাদের। নৌকাডুবিতে নিভে গেছে জীবনপ্রদীপ। তাদের বাড়িতে এখন শুধুই শোকের মাতম। মাত্র তিন মাসেই দুই পরিবারের আনন্দ পরিণত হয়েছে বিষাদে।
পাবনা সদর উপজেলার চরতারাপুর কোলচোরি গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২২)। তাঁর স্ত্রী আতাইকুলা থানার বনগ্রামের মনিরুজ্জামান মানিকের মেয়ে মাসুদা মেহজাবিন মৌ (১৯)। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী।
পারিবারিক সূত্র জানায়, ঈদের ছুটিতে গত শুক্রবার বেলা ৩টার দিকে পদ্মা নদীতে নৌকা ভ্রমণে যান এ দম্পতি। বিকেল সাড়ে ৪টার দিকে সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চন পার্ক এলাকায় হঠাৎ দমকা হাওয়ায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে অন্যরা সাঁতরে তীরে উঠলেও সাঁতার না জানা হৃদয় ও মৌ নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস ও পুলিশের চেষ্টায় ১৬ ঘণ্টা পর গত শনিবার সাতবাড়িয়ায় পদ্মা নদীর চর থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, হৃদয় খান এবং মেহজাবিন মৌ দু’জনই অত্যন্ত মেধাবী। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের পর পরিবারের সম্মতিতে তিন মাস আগে বিয়ে হয়েছে।
হৃদয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মৌ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী ছিলেন। স্থানীয় স্কয়ার হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা নাজলী ফেসবুকে লিখেছেন, কলেজের প্রাক্তন শিক্ষার্থী মৌ এবং তাঁর স্বামীর ইন্তেকালে তারা মর্মাহত। তাদের পরিবারকে এ শোক সইবার ধৈর্য দিন।
পাবনার নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলেদের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।