অসুস্থতা নিয়েই যে কারণে শুটিং করতে হচ্ছে এই অভিনেতাকে
Published: 6th, March 2025 GMT
পাঁচ দিন ধরেই টানা জ্বর। গত সপ্তাহে শুটিং করে গলার স্বরও বসে গেছে। এমন অবস্থায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে এই অভিনেতাকে। চিকিৎসক বলে দিয়েছেন, বিশ্রাম নিতে হবে। সেখানে অসুস্থতা নিয়েই বাধ্য হয়ে শুটিং করতে হচ্ছে অভিনেতা আবদুন নূর সজলকে।
বুধবার শুরু হয়েছে ‘জ্বীন-৩’ সিনেমার শেষ মুহূর্তের শুটিং। এদিকে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। যে কারণে পূর্বনির্ধারিত সময়ের শিডিউলে শুটিং করতে হচ্ছে সজলকে। এই অভিনেতা বলেন, ‘সর্বশেষ শুটিংয়ে দৃশ্যের প্রয়োজনে উচ্চ স্বরে কথা বলতে হয়েছে। এ জন্য ছয় দিন আগে প্রথম গলা ভাঙে। এখন ইনফেকশন হয়ে গেছে। ঠিকমতো কথা বলতে পারছি না। পরে চার দিন ধরে জ্বরে কাহিল।’
অভিনেতা আবদুন নুর সজল।’ ছবি: ফেসবুক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সালাহ, কেইন, না লেভা—সোনার জুতার লড়াইয়ে কে কোথায়
এবার কি তবে অবশেষে ইউরোপিয়ান গোল্ডেন শু জিততে যাচ্ছেন মোহাম্মদ সালাহ?
আভাস সে রকমই। তবে মৌসুমের শেষে এসে যদি রবার্ট লেভানডফস্কি বা হ্যারি কেইন অবিশ্বাস্য কিছু করে ফেলেন, আরও একবার হতাশ হতে হবে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ডকে। আরও একবার কথাটা বলা হচ্ছে, কারণ আগেও বেশ কয়েকবার এই পুরস্কার জেতার খুব কাছে গিয়েছিলেন সালাহ, শেষ পর্যন্ত জিততে পারেননি। অন্যদিকে লেভানডফস্কি, কেইন কিংবা আর্লিং হলান্ডের এরই মধ্যে সৌভাগ্য হয়েছে পুরস্কারটি জেতার।
সহজ কথায়, প্রতি মৌসুমে ইউরোপের প্রতিটি দেশের সর্বোচ্চ লিগগুলোর মধ্যে যিনি সবচেয়ে বেশি গোল করেন, তাঁকে দেওয়া হয় সোনার বুট, যে পুরস্কারের আনুষ্ঠানিক নাম ইউরোপিয়ান গোল্ডেন শু।
এমনিতে ইউরোপের সব লিগই আলাদা করে প্রতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট পুরস্কার দেয়। তবে ইউরোপিয়ান গোল্ডেন শু তাঁকেই দেওয়া হয়, যিনি পুরো ইউরোপে সব লিগ মিলিয়ে গোলের জন্য সবচেয়ে বেশি পয়েন্ট পান। পয়েন্ট হিসাব করা হয় গোলসংখ্যা ও সংশ্লিষ্ট লিগের মানের ওপর ভিত্তি করে।