মগবাজারে ‘অস্ত্রের মহড়া’, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একজনকে গণপিটুনি
Published: 5th, March 2025 GMT
রাজধানীর মগবাজারের টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানিয়েছেন।
গণপিটুনিতে আহত মাহফুজুর রহমান (দীপু) শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের ওই সূত্র জানায়, টিঅ্যান্ডটি কলোনি এলাকায় রাত আটটার দিকে একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিলেন। সেখানে মাহফুজুর রহমানও ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে মাহফুজুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। স্থানীয় একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের ধরতে আহ্বান জানানো হয়েছিল।
পুলিশের একজন কর্মকর্তা রাত দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, রাত আটটার এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী মগবাজার টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অভিযান শুরু করেছে। এখনো অভিযান চলছে।
মাহফুজুরকে হাসপাতালে নিয়ে যান হাতিরঝিল থানার উপপরিদর্শক সেলিম উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় হট্টগোলের খবর পেয়ে সেখানে যান তিনি। ঘটনাস্থল থেকে মাহফুজুর রহমানকে আহত অবস্থায় তাঁদের গাড়িতে তুলে দেওয়া হয়। তারপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে তাঁর স্বজনদের জিম্মায় দেওয়া হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট অ য ন ডট র ত আটট র গণপ ট ন এল ক য়
এছাড়াও পড়ুন:
বনশ্রীতে নারী সাংবাদিকের ওপর হামলা
রাজধানীর বনশ্রী এলাকায় দৈনিক নিউ এজের সাংবাদিক রাফিয়া তামান্নার ওপর হামলা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রাফিয়া শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হন। এ ঘটনায় রামপুরা থানায় জিসান নামে একজনকে আসামি করে মামলা করেছেন রাফিয়া। এতে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ সমকালকে বলেন, রাফিয়া তাঁর ভাই ও আরও একজনকে নিয়ে একটি দোকানে জুস পান করতে যান। এ সময় ওই দোকানে তিন তরুণ উপস্থিত হন। রাফিয়ার দিকে তাকানো নিয়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে রাফিয়া তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘নিজের বাসার সামনে নিরাপদ না? আমাকে টিজ করার সময় আমার ভাই ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। উত্ত্যক্তের প্রতিবাদ করায় আমার ভাইকে মারা শুরু করল। ভাইকে উঠাতে গেলে সবুজ জামা পরিহিত ছেলেটা আমার চুলে হ্যাঁচকা টান দেয়। কালো গেঞ্জি পরিহিত ছেলেটা লাথি মারে। সম্ভবত এলাকার মাস্তানদের পালিত মাস্তান এরা।’