আপাদমস্তক বোহেমিয়ান। তবে তিনি ঠিক হিমু নন। আগে ছিলেন মিলিটারি পুলিশের মেজর। অবসর নিয়ে বেছে নিয়েছেন ভবঘুরে জীবন। নিজের গাড়ি–বাড়ি নেই, ফোনও সেভাবে ব্যবহার করেন না। এ শহর, ও শহর ঘুরে বেড়ান। মন না টিকলে চড়ে বসেন বাসে, গন্তব্য নতুন শহর। কখনো হিচহাইকিং করেন। তবে তাঁর জীবন নির্বিবাদ নয়, মাঝেমধ্যেই জড়িয়ে পড়েন বড়সড় ঝামেলায়। এসব ঝামেলার পেছনে কখনো থাকে তাঁর ‘অতীত জীবন’। তিনি রিচার, মেজর জ্যাক রিচার। তাঁকে নিয়ে নির্মিত সিরিজ ‘রিচার’-এর তৃতীয় মৌসুম মুক্তি পেয়েছে গত ২০ ফেব্রুয়ারি। মুক্তির পরই অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিরিজটি।

ব্রিটিশ লেখক লি চাইল্ডের উপন্যাসের চরিত্র জ্যাক রিচার। জনপ্রিয় এ চরিত্র নিয়ে এ পর্যন্ত ৩০টির মতো উপন্যাস লিখেছেন চাইল্ড। এ সিরিজ উপন্যাস অবলম্বনেই নির্মিত হয়েছে অ্যামাজনের সিরিজটি। এই রিচার নামটি সিনেমাপ্রেমীদের চেনা মনে হতে পারে। কারণ, একই উপন্যাস থেকে রিচারকে নিয়ে দুটি সিনেমা তৈরি হয়েছিল। যে দুই সিনেমায় রিচার হয়েছিলেন টম ক্রুজ এবং পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন।

‘রিচার’ সিরিজের দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপন য স

এছাড়াও পড়ুন:

করমচা ফলের মতো

আগুনমুখা নদীর তীরে জন্ম আমাদের।

লোকে লাল ভালোবাসে। পোশাকের রং লাল, শাকেরও।

পোড়া ইট দেখে চেনে লোকে সে রঙের রূপ।

শিমুল ও পলাশ প্রিয় ফুল হয়! পাশাপাশি ফোটে

আর লুটোপুটি খায় আমাদের কলিজায়।

করমচা ফলের মতো পেকে থাকি বনে। থোপ থোপ

লাল থেকে বালকেরা ছিনিয়ে এনেছে আমাদের।

আমরা পথ চিনি না। উপকূলরেখা ধরে হাঁটতে হাঁটতে

এখানে এসেছি। তির, বল্লম, খঞ্জর, তরবারির আসপার হয়ে

ফুটেছি এই বেসিনে। আগুনমুখা নদীর তীরে পরিব্যাপ্ত বনে।

পিঠ ফুঁড়ে ফুঁড়ে ফুরিয়ে গেছে, হেসে হেসে লোকে

জান দিয়ে যায়, যেন লজ্জায় বুলেটও কুঁকড়ে গিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ