বিএনপি নেতা আইনজীবী মাসুদ তালুকদারের দলীয় সব পদ স্থগিত
Published: 5th, March 2025 GMT
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। আজ বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গত মঙ্গলবার সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন শুনানিতে অংশ নেন মাসুদ আহমেদ তালুকদার। পরে এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের দোসর জি কে শামীমসহ দলটির বিভিন্ন নেতা–কর্মীর পক্ষে শুনানিতে অংশ নেন বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুনসাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন কারাগারে০৪ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জেলা আইনজীবী ফোরামের নতুন কমিটিকে মহানগর বিএনপির শুভেচ্ছা
বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার নব ঘোষিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
সংগঠনের আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। সেই সাথে কমিটির সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
বিবৃতিতে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) অ্যাডভোকেট জাকির হোসেনকে আহবায়ক এবং এডভোকেট কাজী আব্দুল গাফফারকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৮ সদস্যের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
কমিটির বাকিরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বেনজির আহমেদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জহিরুল হক, এডভোকেট মেহেবুব আরেফিন শিমু, এডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি ও এডভোকেট শামসুন্নুর বাঁধন।
৮ সদস্যের এই আহবায়ক কমিটিকে সম্মেলনের মাধ্যমে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে এবং এই কমিটি সর্বোচ্চ ৩১ সদস্যের মধ্যে সীমাবদ্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়।