গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের আমবাগ এলাকায় বুধবার রাত পৌনে ১০টার দিকে ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের পরিমাণ বাড়তে থাকায় ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত সোয়া ১১টার দিকে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবদুর রাজ্জাক জানান, কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি চায়না মার্কেট রয়েছে। সেখানে বেশ কয়েটি বড় ঝুটের গুদাম আছে। আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে।

এদিকে জেলার কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দুটি কলোনির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। বুধবার বিকেল পাঁচটায় উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় তাইজুদ্দিন মিয়ার ১৫টি ও রফিকুল ইসলামের ৫ কক্ষ পুড়ে যায়।

আগুনে দুটি কলোনির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য় ইউন ট

এছাড়াও পড়ুন:

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় দুই মাসে ২১৩ শ্রমিকের মৃত্যু

চলতি বছরের প্রথম দুই মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৮২ জনের মৃত্যু হয়েছে পরিবহন খাতে। এ ছাড়াও নির্মাণ খাতে ৭ জন ও পোশাক খাতে ৩ জন শ্রমিক মারা গেছেন। এই দুই মাসে কর্মক্ষেত্রে আহত হয়েছেন ১৭০ জন।

গতকাল সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে উল্লিখিত তিনটি খাতের বাইরে অন্যান্য খাতে ২১ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া একই সময়ে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে ছিলেন ৭০ জন পরিবহন খাতের, ১৮ জন নির্মাণ খাতের এবং ১২ জন পোশাক খাতের। এ ছাড়াও আহত হয়েছেন অন্যান্য খাতের ৭০ জন শ্রমিক। জাতীয় দৈনিকগুলোয় প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে বিলস এ জরিপ পরিচালনা করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিবছর ২৮ এপ্রিল বিশ্বজুড়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস বা আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস পালিত হয়। যেখানে কর্মক্ষেত্রে নিহত, পঙ্গু, আহত বা অসুস্থ হওয়া শ্রমিকদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয়। বাংলাদেশেও গতকাল দিবসটি পালিত হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ