দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানের ব্যবধানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে নিউ জিল্যান্ড। আগামী রোববার দুবাইতে মেগা ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচেও জয় চান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

ম্যাচ শেষে স্যান্টনার বলেছেন, ‘‘ফাইনালে উঠতে পেরে শান্তি লাগছে। আমরা ভালো একটি দলের চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আমাদের ভারতের বিপক্ষে খেলতে হবে। সেখানেও এমন একটি জয় চাই।’’

কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘‘মূলত রাচিন ও কেন ভালো একটি ভিত গড়ে দিয়েছিল। শেষ দিকেও ভালো হয়েছে। ফিনিশাররাও তাদের দায়িত্ব পালন করেছে। বোলাররা উইকেট তুলে নিয়ে তাদের কাজ করেছে। আমি নিজেও ভালো বোলিং করেছি। এই উইকেটে আসলে ৩২০ রান নিরাপদ হতো না। দুবাইতে ভারতকে চাপে ফেলানোর ম্যাচ থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম। এখন পরের ম্যাচে টস জিতলে দারুণ হবে।’’

আরো পড়ুন:

হাজার–বারো’শ উঠতি ক্রিকেটার নিয়ে বিসিবির টুর্নামেন্ট

‘উইকেট শিখিয়ে দেয় ক্রিকেট কীভাবে খেলতে হবে তারপরে সুইচ অন করি’

সেমিফাইনালে নিউ জিল্যান্ডে আগে ব্যাট করে রাচিন ও উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৬২ রান করে। জবাবে ডেভিড মিলারের অপরাজিত সেঞ্চুরি ভর করে ৯ উইকেট ৩১২ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল উইক ট

এছাড়াও পড়ুন:

ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে কসমেটিকসের দোকানে ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ অভিযোগের প্রেক্ষিতে ওই কসমেটিকসের দোকানে কাজ করা কিশোরকে (১৪) গ্রেপ্তার করা হয়েছে।  

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ব্যাগ কিনতে কসমেটিকসের দোকানে যান ওই কিশোরী। পরে দোকানের কর্মচারী কম দামে ব্যাগ দেওয়ার কথা বলে তাকে পাশ্ববর্তী স্কুলের গলিতে নিয়ে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা গিয়ে কিশোরীকে উদ্ধার করে ওই কিশোরকে পুলিশে দেয়। 

এ ঘটনায় শনিবার রাতে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ওই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ