শখের বসে ক্রেতার মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল চা-দোকানির
Published: 5th, March 2025 GMT
কুমিল্লার লালমাই উপজেলায় শখের বশে দোকানে আসা ক্রেতার মোটরসাইকেল চালাতে গিয়ে মো. জহির (২৫) নামে এক চা–দোকানি সড়কে প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যা সাতটায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার পেরুল এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জহির উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের আবদুল ওহাবের ছেলে। তিনি স্থানীয় ফয়েজগঞ্জ বাজারে চা–বিক্রেতা।
নিহতের পরিবার ও ফয়েজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে জহিরের দোকানে চা পান করতে আসেন। ওই সময় জহির মোটরসাইকেল আরোহীকে চা দিয়ে শখের বশে তাঁর মোটরসাইকেল চালিয়ে হরিশ্চর বাজারের দিকে রওনা দেন। মহাসড়কের পেরুল এলাকার চৌকিদার বাড়িসংলগ্ন ইউটার্নে পৌঁছালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে হরিশ্চর চৌরাস্তার দক্ষিণে পেরুল ইউটার্নে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবার সূত্রে জেনেছেন, নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মৃত শিক্ষককে অধ্যক্ষ হিসেবে পদায়ন
মারা যাওয়া শিক্ষককে সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) সরকারি করা ১৩৫ কলেজের অধ্যক্ষ পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সংযুক্ত করে আদেশ জারি করে। সেখানেই মৃত অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিবের নাম আসে।
রংপুরের পীরগাছা কলেজের অধ্যক্ষ পদে কারমাইকেল কলেজের ইতিহাসের অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিবকে পদায়ন করা হয়। তিনি ২০২৩ সালের নভেম্বরে মারা যান। পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ ফাহমিদ হাসান রনু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্যার এক বছর আগে মারা গেছেন। কীভাবে এ পদায়ন হলো বলতে পারছি না।’
মঙ্গলবার তাদের অধ্যক্ষ পদে সংযুক্তির প্রজ্ঞাপনে সই করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার উপসচিব মো. মাহবুব আলম। বুধবার তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সদ্য পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি হওয়া যুগ্ম সচিব মো. নুরুজ্জামান বলেন, ‘দেড়শর বেশি সরকারি করা কলেজের অধ্যক্ষ পদে পদায়নের বিষয়ে আমরা কাজ করেছিলাম। ঈদের আগেই তাদের পদায়নের কথা ছিল। অধ্যক্ষ না থাকায় ওই কলেজগুলোর শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তাই অনেকটা তাড়াহুড়া করেই শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের অধ্যাপকদের পদায়ন করা হয়েছে। তবে তথ্য হালনাগাদ না থাকায় হয়তো এ ভুল হয়েছে।’
মৃত শিক্ষকদের অধ্যক্ষ পদে পদায়নের বিষয়টি ‘বিব্রতকর’ বলেও মন্তব্য করেন তিনি।