বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে (জিটিআই) গত বছরের চেয়ে ২০২৫ সালে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৩২তম। এবার ৩৫তম অবস্থানে রয়েছে দেশ। সন্ত্রাসবাদী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পরিসংখ্যান মূল্যায়নের ভিত্তিতে এ সূচক প্রকাশ করা হয়।

বুধবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) ওয়েবসাইটে প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৫ এ এসব তথ্য উঠে এসেছে। 

২০১২ সাল থেকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রধান বৈশ্বিক প্রবণতা ও বৈশিষ্ট্যের ভিত্তিতে স্কোর গণনায় প্রতি বছর এ সূচক প্রকাশ করে আইইপি। আইইপির ১২তম সংস্করণে বলা হয়, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গড়ের তুলনায় ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের কম প্রভাব দেখা গেছে।

বৈশ্বিক সন্ত্রাসবাদের চলতি সূচকে ৩ দশমিক ০৩ স্কোর পেয়েছে বাংলাদেশ। শূন্য থেকে ১০ স্কোরের হিসেবে কোনো দেশ শূন্য পেলে সে দেশে সন্ত্রাসবাদের প্রভাব নেই বলে ধরে নেওয়া হয়। এ ছাড়া কোনো দেশ ১০ স্কোর পেলে সেই দেশে সন্ত্রাসবাদের সর্বাধিক বিস্তার রয়েছে বলে বিবেচনা করা হয়। এ বছর বিশ্বের ১৬৩ দেশকে নিয়ে ১০০টি স্থান নির্ধারণ করেছে আইইপি। এতে সবচেয়ে বেশি ৮ দশমিক ৫৮১ স্কোর নিয়ে প্রথমে রয়েছে বুরকানি ফাসো। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের স্কোর ৮ দশমিক ৩৭৪। এর পরই সিরিয়া (৮ দশমিক ০০৬), মালি (৭ দশমিক ৯০৭) ও নাইজার (৭ দশমিক ৭৭৬)। সূচকে অষ্টম স্থানে রয়েছে ইসরায়েল (৭ দশমিক ৪৬৩) ও নবম স্থানে আফগানিস্তান (৭ দশমিক ২৬২)। ৬ দশমিক ৯২৯ স্কোর নিয়ে মিয়ানমারের অবস্থান ১১তম।

সূচকে ভারত ১৪তম অবস্থানে আছে। তাদের স্কোর ৬ দশমিক ৪১। ৪ দশমিক ৯৩ স্কোর নিয়ে ২৫তম অবস্থানে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের এক ধাপ ওপরে; স্কোর ৩ দশমিক ৫১৭। সূচকে শ্রীলঙ্কা ও ভুটানে কোনো সন্ত্রাসবাদী ঘটনা নেই উল্লেখ করে ‘শূন্য’ ক্যাটেগরিতে রাখা হয়েছে। সিডনিভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, সন্ত্রাসবাদ এখনও বৈশ্বিক হুমকি হিসেবে রয়ে গেছে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অবস থ ন ৭ দশম ক

এছাড়াও পড়ুন:

আবরার ফাহাদের স্বাধীনতা পদকের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ: উপদেষ্টা ফারুকী

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের মরণোত্তর স্বাধীনতা পদকের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আবরার ফাহাদের নাম সামনে আসায় সর্বস্তরের মানুষের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি একটা নির্দিষ্ট দলের লোকদের অবুঝ প্রশ্ন দেখতে পাচ্ছি, “আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কী বিবেচনায় দেওয়া হবে?” কী বিবেচনায় দেওয়া উচিত, সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই, কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত। তাহলেই কেন দেওয়া উচিতের উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা, আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত, মুক্তিযুদ্ধ! মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা। স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড (অগ্রদূত) আবরার ফাহাদ।’

এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে মন্তব্য করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, ‘এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটা যেকোনোভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাইবোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাঁদের সবার জন্য উত্তর—একটু অপেক্ষা করেন, পুরো তালিকাই জানতে পারবেন। অসাধারণ সব নাম দেখতে পাবেন।’

ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, ‘আবরার ফাহাদ একটা সিম্বল (প্রতীক), যার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন, তাহলে বলব জুলাইতে ফিরে যান। গিয়ে তরুণবক্ষে কান পাতেন। যার নিশ্বাস শুনবেন, তার নামই আবরার ফাহাদ।’

এর আগে আজ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে আবরার ফাহাদ

মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন বলে জানান।

আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।

আরও পড়ুনমরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ৯ ঘণ্টা আগে

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পোস্টে বলা হয়, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তাঁর আত্মত্যাগের স্বীকৃতি। তাঁর আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’

আরও পড়ুনএবার কোন যোগ্যতায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে, জানালেন শিক্ষা ও আইন উপদেষ্টা০২ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৬ মার্চ ২০২৫)
  • বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে উন্নতি করেছে বাংলাদেশ
  • সুন্দরের গান গেয়ে মাদ্রিদ ডার্বিতে এগিয়ে রিয়াল
  • আজ টিভিতে যা দেখবেন (৫ মার্চ ২০২৫)
  • বুক রিভিউ লিখে জিতুন ১০ হাজার টাকা
  • কেয়ার বাংলাদেশে চাকরি, বেতন ১ লাখ ৮৫ হাজার
  • তাসমিয়া কসমেটিকসের পরিবেশক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
  • আজ টিভিতে যা দেখবেন (৪ মার্চ ২০২৫)
  • আবরার ফাহাদের স্বাধীনতা পদকের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ: উপদেষ্টা ফারুকী