বন্দরে শীতলক্ষ্যা নদীর মাটি লুটের ঘটনায় বিআইডব্লিউটিএ’র মামলা
Published: 5th, March 2025 GMT
বন্দরে শীতলক্ষ্যা নদী তটের মাটি লুটের ঘটনায় মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ( বিআইডব্লিউটিএ)। বুধবার নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারি সমন্বয় কর্মকর্তা মোঃ রমিজউদ্দিন বাদী হয়ে বন্দর থানায় এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং- ১০(৩)২৫।
মোঃ রমিজউদ্দিন জানান, বন্দরের বক্তারকান্দি, দেউলী চৌরাপাড়া এলাকায় প্রতিদিন গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এস্কাভেটর ও ট্রাক দিয়ে সরকারের অনুমোদন ব্যতিত অবৈধভাবে শীতলক্ষ্যা নদীর তীরভুমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীর। শীতলক্ষ্যা নদী পাড়ের মাটি চুরি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের পক্ষে তিনি মামলাটি করেন বলে জানান।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে। অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।###
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: শ তলক ষ য শ তলক ষ য ন র য়ণগঞ জ শ তলক ষ য
এছাড়াও পড়ুন:
বক্তাবলীতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
ফতুল্লার বক্তাবলীতে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ওই ইটভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী বক্তাবলীর মেসার্স নবীন ব্রিকস ম্যানুকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর দৃঢ়প্রতিজ্ঞ।