ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। তবে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বুধবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর একটি পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে উপ-উপাচার্য অধ্যাপক ড.

এম এয়াকুব আলী বলেন, “আমি আনুমানিক চার মাস আগেই পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করি। অদৃশ্য কারণে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়নি। এ পদে দায়িত্ব পালনে আমার কোন স্বার্থ নেই।”

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমি এ দায়িত্বটি নিয়েছিলাম। আমি উপাচার্যকে মৌখিকভাবেও বহুবার জানিয়েছি যে, আমি এ দায়িত্ব পালন করতে আগ্রহী নই। এ দায়িত্বে থেকে আমার ইমেজ সংকট তীব্রতর হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। এখানে আমার কোন স্বার্থ নেই।”

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ

এছাড়াও পড়ুন:

নথিপত্রহীন বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের অন্যান্য দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাবে দেশটি। এ-সংক্রান্ত একটি বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন।  বাংলাদেশও অবৈধ হয়ে পড়া নিজ নাগরিকদের ফেরত নেবে।

এ বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিজ নাগরিকদের নিতে রাজি। তবে ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তারাও চায় না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে।

সম্পর্কিত নিবন্ধ