টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক যুবক দা দিয়ে কুপিয়ে প্রতিবেশী গৃহবধূকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দায়ের কোপে আহত হয়েছেন ছয়জন। বুধবার বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। এ ঘটনায় অভিযুক্ত মোটর গ্যারেজের শ্রমিক আনন্দ সরকারকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম মিতু সরকার রাজেশ্বরী (৩৬)। তিনি একই গ্রামের রনজিত সরকারের স্ত্রী। তাঁর সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি মোটর গ্যারেজে শ্রমিকের কাজ করেন আনন্দ সরকার। কয়েক দিন ধরে বাড়ির কারও সঙ্গে কথা না বলে তিনি চুপ ছিলেন। অধিকাংশ সময়ই একা থাকতেন। বুধবার বিকেলে হঠাৎ আনন্দ তাঁর মা মিষ্ট রানী সরকারের কাছে দা চান। দা হাতে পেয়ে আনন্দ আকস্মিক তাঁর মাকে কোপাতে থাকেন। এ সময় প্রতিবেশী ও চাচাতো ভাইয়ের স্ত্রী মিতু সরকার এগিয়ে এলে আনন্দ তাঁকেও কোপাতে থাকেন। এতে মিতু ঘটনাস্থলেই মারা যান। এ সময় আনন্দের দায়ের কোপে তাঁর মা মিষ্ট রানী, বাবা নিমাই সরকার (৫৫), প্রতিবেশী দুলাল সরকার (৫৫), দিগেন সরকার (৫০), দিপা সরকার (২৫) ও সুমা সরকার (২৭) আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনন্দকে আটক করে। আহত ব্যক্তিদের মধ্যে দুলাল সরকার ও দীগেন সরকারকে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, আনন্দ হঠাৎ কী কারণে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তা বোঝা যাচ্ছে না।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মোশারফ হোসেন বলেন, নিহত মিতু সরকারের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনার কারণ জানতে চেষ্টা চালাচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র র আনন দ

এছাড়াও পড়ুন:

বাড়ি থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল নারীর ঝুলন্ত মরদেহ

দিনাজপুরের হাকিমপুরে সাদিয়া আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে হিলি বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাদিয়া আক্তার পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।

প্রতিবেশিরা জানান, ওই নারীর সঙ্গে উপজেলার মাঠপাড়া নামক মহল্লার সাগর হোসেন নামের এক ছেলের বিয়ে হয়েছিল। প্রায় একমাস পূর্বে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে ওই বাসায় একাই ভাড়া থাকতেন সাদিয়া। শুক্রবার ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

হাকিমপুর (হিলি) থানা তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম জানান, ওই নারী প্রায় একমাস পূর্বে হিলি বাসস্ট্যান্ড একাকায় শাকিল আহমেদ ওরফে টুলুর বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন। শুক্রবার থানা পুলিশের একটি টিম উপস্থিত হয়ে দরজা ভেঙে ভাড়া বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। 

সম্পর্কিত নিবন্ধ