ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন র‍্যাটক্লিফ এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে রাশিয়ার বাহিনীকে লক্ষ্যবস্তু করার ব্যাপারে ইউক্রেনের ক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সামরিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন কিয়েভকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তার সবই করবে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হোয়াইট হাউজে সংবাদমাধ্যমের সামনেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। এর জেরে জেলেনস্কিকে হোয়াইট হাউজ থেকে চলে যেতে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এছাড়া ইউক্রেনের সঙ্গে যে খনিজ চুক্তি স্বাক্ষরের কথা ছিল তা স্থগিত করা হয়।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। তাতে জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে আসতে ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

বুধবার সিআইএ-এর পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, “আমি মনে করি সামরিক ফ্রন্ট এবং গোয়েন্দা ফ্রন্টে বিরতি (যা ইউক্রেনের প্রেসিডেন্টকে প্রতিক্রিয়া জানাতে প্ররোচিত করেছিল) কেটে যাবে। আমি মনে করি আমরা ইউক্রেনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কারণ আমাদের সেখানে বিদ্যমান আগ্রাসনকে প্রতিহত করতে হবে। কিন্তু এই শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার জন্য বিশ্বকে আরো ভালো জায়গায় তৈরি করতে হবে।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র স থ

এছাড়াও পড়ুন:

গাজা নির্যাতিত মানুষের প্রতীক: শাকিব খান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা। ওইদিন থেকে এখন পর্যন্ত দিনে গড়ে ১০০ শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী।

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও ঘৃণা প্রকাশের মধ্য দিয়ে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছেন।

রবিবার (৬ এপ্রিল) ঢালিউড মেগাস্টার শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ‘বরবাদ’খ্যাত এ তারকা বলেন, “গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা! তাদের পাশে আছি— ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।”

আরো পড়ুন:

বরবাদ নিয়ে স্রেফ ভুল বোঝাবুঝি হয়েছিল: ডিওপি শৈলেশ

‘বরবাদ’ সিনেমা নিয়ে ভারতীয় সিনেমাটোগ্রাফারের চাঞ্চল্যকর তথ্য

শাকিব খানের এই পোস্টের সঙ্গে সহমত পোষণ করে অসংখ্য নেটিজেন মন্তব্য করেছেন। মেহেরিন নামে একজন লেখেন, “অনেক কষ্ট লাগছে যা বলে বুঝতে পারব না।” মনির লেখেন, “ভালোবাসা আরো বেড়ে গেল আপনার প্রতি বস।”

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, তখন থেকে উপত্যকাটিতে অন্তত ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১ লাখ ১৫ হাজার ২২৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহত ১ হাজার ২৪৯ জন। এই সময় আহত হয়েছেন ৩ হাজার ২২ জন।

১৮ মার্চ থেকে গাজায় হামলার পাশাপাশি দখলও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রাফা ও খান ইউনিসে চলছে স্থল অভিযান। গতকালও উত্তর গাজার বেইত হানুন, শুজাইয়া এবং দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ানসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩০জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। তার আগের ২৪ ঘণ্টায় গাজাজুড়ে প্রাণহানি হয় ৮৬ জনের।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ