দিনাজপুর বালুবাড়ী পাওয়ার হাউজের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেস্কো টু এর গুদাম ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মার্চ) বিকাল ৫টার দিকে দিনাজপুর শহরের বালুবাড়ী পাওয়ার হাউজ নর্দান আঞ্চলিক কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের নীলিমায় শিখা চারদিকে ছড়িয়ে পড়লে গুদাম ঘরের চারপাশে বসবাসরত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পাওয়ার হাউজের গুদাম ঘরে রাখা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তেলের ট্যাংকি, ট্রান্সমিটারসহ বিভিন্ন ধরনের পরিত্যক্ত ট্রান্সফর্মিটারের তেল ফুটতে থাকে। এতে আগুনের তীব্রতা আরো বাড়ে। মানুষ চারদিকে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর বজলুর রশিদ জানান, দিনাজপুর পাওয়ার হাউসে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে তিনটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা তীব্র হওয়ার কারণে আরও তিনটি ইউনিট মোট ৬টি ইউনিট পাওয়ার হাউজের আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে পাওয়ার হাউজের গুদাম ঘরেই এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে গিয়েছে। তবে আগুনে পাওয়ার হাউজের মূল কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি।

ঢাকা/মোসলেম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ দ ম ঘর ইউন ট

এছাড়াও পড়ুন:

ছাত্রলীগ নেতাকে পিটুনির পর পুলিশে সোপর্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তাঁর নাম শফিকুর রহমান (২৫)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল এলাকার ফারুক আহমদের ছেলে। গতকাল শুক্রবার রাতে উপজেলার এওচিয়ার চূড়ামণি এলাকায় তাঁকে আটক করে স্থানীয় বাসিন্দারা পিটুনি দেন।

শফিকুর রহমান ছাত্রলীগের সাতকানিয়া উপজেলা শাখার সহসভাপতি। এর আগে তিনি সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন। এ ছাড়া চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে সোনাকানিয়ার মির্জাখীলের গ্রামের বাড়ি থেকে এওচিয়ার চূড়ামণি ও বাঁশখালী হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন শফিকুর রহমান। তিনি চূড়ামণি এলাকায় পৌঁছালে স্থানীয় কিছু লোকজন তাঁকে চিনতে পেরে আটক করেন। এরপর তাঁকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় হওয়া একটি মামলায় শফিকুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ