বৈষম্যবিরোধী আন্দোলনকে প্রতিহত করতে সন্ত্রাসীদের নিয়ে ছাত্র জনতার ওপর হামলাকারী এবং একাধিক হত্যা মামলার আসামি শামীম ওসমানের সহযোগী নাসিকের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম মন্ডল ও তার বড় ছেলে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মন্ডল অপারেশন ডেভিল হান্টের ভয়ে গাঁ ডাকা দিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

এতদিন তারা জামিনে এলাকায় প্রকাশ্যে ছিলো। জামিন শেষ হলে আত্নসমর্পণ না করে গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাবা ও ছেলে। এদিকে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে সিরাজুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে অসংখ্য  মামলা রয়েছে। 

থানা সূত্রে জানা যায়, ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলি করে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় প্রায় ১৭টি মামলা রয়েছে। এছাড়াও সিরাজ মন্ডলের বড় ছেলে জাহিদ মন্ডলের বিরুদ্ধে সোঁনারগাও, সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

জানা যায়, দেড় দশক আগে একজন রাখাল ছিলেন সিরাজ মন্ডল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালে প্রথমে সাবেক মেয়র ডা.

সেলিনা হায়াত আইভী ও পরে ২০১৫ সালে আইভীকে ছেড়ে শামীম ওসমানের হাত ধরে শুরু হয় সিরাজ মন্ডলের উত্থান।

তেল ডিপো নিয়ন্ত্রণ কেন্দ্রীক চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের মাধ্যমে সন্ত্রাসী  বাহিনী গড়ে তুলে এসওরোডের ৬নং ওয়ার্ড এলাকায় স্বঘোষিত সম্রাট বনে যান তিনি। তেল চুরিতে বাঁধা দেয়ায় নৃশংস ভাবে পুলিশ কনস্টেবল মফিজ হত্যা মামলায় চার্জশিট ভুক্ত আসামি সিরাজুল ইসলাম মন্ডল।আওয়ামী লীগ আমলে তিনি বনে গেছেন শত কোটি টাকার মালিক।

সারাদেশে তার ১২ টি তেল পাম্প, জাহাজসহ অসংখ্য ব্যবসা রয়েছে। গত ৫ আগস্টে আওয়ামীলীগ সরকারের পতন হলেও বিএনপি নেতাদের ম্যানেজ করায় তার সাম্রাজ্য ছিল বহাল তবিয়তে। বর্তমানে যুবদলের এক নেতা তার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন বলে জানা গেছে।

এদিকে ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক মামলায় আসামি হয়ে এলাকা ছাড়েন সিরাজ মন্ডল। পরে গত জানুয়ারিতে জামিনে এসে এলাকায় প্রকাশ্যেই ছিলেন সিরাজ মন্ডল।

জামিনে এসে তিনি তার বিভিন্ন সম্পত্তি বিক্রি করেছেন বলে জানা গেছে। মূলত দুর্নীতি দমন কমিশন  (দুদক) এর মামলার ভয়ে সম্পত্তি বিক্রি করেছেন বলে জানিয়েছেন সিরাজ মন্ডলের ঘনিষ্ঠজনরা। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, অপারেশন ডেভিল হান্টের কঠোর অভিযান চলমান রয়েছে। সিরাজ মন্ডলসহ সকল আসামিদের আইনের আওতায় আনা হবে। আইনের হাত থেকে কেউ ছাড় পাবে না।

এর আগে, গত ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও তার ছেলে মশিউর রহমান  বাবুইকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ শ ম ম ওসম ন ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ছ ন বল

এছাড়াও পড়ুন:

লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নানোৎসব শুরু 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নানোৎসব। 

শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল রাত ১২টা ৫১ পর্যন্ত দুই দিনব্যাপী এই উৎসব চলবে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছে দেশ-বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থী।

স্নানোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনসহ সেনাবাহিনীর সদস্যরাও স্নানোৎসব এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকি, ডাব, আম্রপল্লব নিয়ে পুণ্যার্থীরা স্নানে অংশ নিয়েছেন। লগ্ন শুরুর পরপরই পুণ্যার্থীর ঢল নেমেছে লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকাজুড়ে। পাপমোচনের বাসনায় বিভিন্ন অঞ্চল থেকে আসা পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে লাঙ্গলবন্দ।

হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, (মহাভারতের বর্ণনামতে) পরশুরাম মুনি পাপমুক্তির জন্য ব্রহ্মপুত্র নদে যে স্থানের জলে স্নান করেছিলেন, তা লাঙ্গলবন্দে অবস্থিত। সেই থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এ সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। 

এদিকে স্নানোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার নিরাপত্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস কর্মকার জানান, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এখানে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটানসহ দেশ বিদেশের প্রায় ১০ লক্ষাধিক পুণ্যার্থী অংশ নেবেন। সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। স্নান এলাকায় ১৯টি স্নান ঘাটলায় কাপড় পাল্টানো, চিকিৎসা সেবায় ভ্রাম্যমাণ কেন্দ্র, শৌচাগার, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। এছাড়াও স্নান এলাকায় টহলে থাকবেন সেনাবাহিনী,র‍্যাব, নৌ পুলিশ ও কোস্ট গার্ড।

স্নানোৎসব এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসক জানান, আগত পূণ্যার্থীদের সুবিধার্থে ১৬০টি শৌচাগার স্থাপন করা হয়েছে। স্নান এলাকায় নিরাপত্তায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। সিসিটিভির পাশাপাশি পর্যবেক্ষণের জন্য রয়েছে ড্রোন।

ঢাকা/অনিক/টিপু

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই
  • মহা অষ্টমীর স্নানে লাখো পুণ্যার্থীতে মুখর লাঙ্গলবন্দ
  • লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নানোৎসব শুরু 
  • আন্দোলন সংগ্রামে এই বিজয় আসেনি, এটা আল্লাহ প্রদত্ত : গিয়াস উদ্দিন
  •  জেলা আইনজীবী ফোরামের নতুন কমিটিকে মহানগর বিএনপির শুভেচ্ছা
  • অপরাধ দমনে নারায়ণগঞ্জ শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপন
  • সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজীসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার