মোশাররফ করিমের সঙ্গে এই শিশু আসলে কে
Published: 5th, March 2025 GMT
নানান চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। দেশের জনপ্রিয় সেই অভিনেতার সঙ্গে ব্যান্ড পার্টির একটি ছবিতে দেখা যাচ্ছে একটি শিশুকে। ছবিটি সময়ের জনপ্রিয় এক অভিনেতা ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘যখন শিশুশিল্পী হিসেবে কাজ করতাম।’ কে এই শিশু চরিত্রে অভিনয় করা সময়ের জনপ্রিয় অভিনেতা?
শিশু চরিত্রে নিজেকে পরিচয় দেওয়া এই অভিনেতা ফারহান আহমেদ জোভান। তিনি বর্তমান সময়ের নাটকের জনপ্রিয় মুখ। জোভান ছবিটি ফেসবুক পোস্ট করে লিখেছেন, ‘ছবির ক্যাপশন কী হতে পারে? প্রথমত, যখন শিশুশিল্পী হিসেবে কাজ করতাম, নাকি দ্বিতীয়ত হতে পারে, ছোটবেলায় যখন মোশাররফ ভাইয়ের ব্যান্ড দলে সানাই বাজাতাম?’
শৈশবের ছবিতে ফারহান আহমেদ জোভান। ছবি: ফেসবুক থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জনপ র য়
এছাড়াও পড়ুন:
করমচা ফলের মতো
আগুনমুখা নদীর তীরে জন্ম আমাদের।
লোকে লাল ভালোবাসে। পোশাকের রং লাল, শাকেরও।
পোড়া ইট দেখে চেনে লোকে সে রঙের রূপ।
শিমুল ও পলাশ প্রিয় ফুল হয়! পাশাপাশি ফোটে
আর লুটোপুটি খায় আমাদের কলিজায়।
করমচা ফলের মতো পেকে থাকি বনে। থোপ থোপ
লাল থেকে বালকেরা ছিনিয়ে এনেছে আমাদের।
আমরা পথ চিনি না। উপকূলরেখা ধরে হাঁটতে হাঁটতে
এখানে এসেছি। তির, বল্লম, খঞ্জর, তরবারির আসর পার হয়ে
ফুটেছি এই বেসিনে। আগুনমুখা নদীর তীরে পরিব্যাপ্ত বনে।
পিঠ ফুঁড়ে ফুঁড়ে ফুরিয়ে গেছে, হেসে হেসে লোকে
জান দিয়ে যায়, যেন লজ্জায় বুলেটও কুঁকড়ে গিয়েছে।