প্রাথমিক অবস্থায় ধরা পড়লে জরায়ুমুখ ক্যানসার থেকে পুরোপুরি সেরে ওঠা সম্ভব। প্রাথমিক অবস্থায় যেসব উপসর্গ থাকে, সেসব জানা থাকলে একজন নারী দ্রুততম সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। ফলে বহু অনাকাঙ্ক্ষিত এবং দুর্বিষহ জটিলতা থেকে বেঁচে যেতে পারেন তিনি। জেনে নিন এমন কিছু লক্ষণ। বাড়ির বয়োজ্যেষ্ঠ নারীদেরও এ সম্পর্কে সচেতন করে তুলুন।

অস্বাভাবিক রক্তক্ষরণ

দুবার মাসিকের মাঝের সময়টায় রক্তক্ষরণ হওয়া অস্বাভাবিক। স্বাভাবিকভাবেই নারীর মাসিক চক্রের সময়টা একেবারে নির্দিষ্ট থাকে না। দু-তিন দিন এদিক-ওদিক হতেই পারে। কিন্তু এ রকম দুটি চক্রের মাঝের কোনো সময় রক্তক্ষরণ হলে সেটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। মেনোপজের পর যেকোনো সময় রক্তক্ষরণ হওয়াটাও অস্বাভাবিক।

অস্বাভাবিক স্রাব

জরায়ুমুখ থেকে অস্বাভাবিক স্রাব নিঃসরণ হওয়াও হতে পারে ক্যানসারের লক্ষণ। এই ক্যানসারে গোলাপি, লালচে, বাদামি কিংবা মলিন বর্ণের স্রাব দেখা দিতে পারে। বিশেষত মেনোপজের পর এ ধরনের স্রাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুনবিয়ের আগেই কেন মেয়েদের জরায়ুমুখের ক্যানসারের টিকা নিতে হবে২৪ জানুয়ারি ২০২৫

অস্বাভাবিক ব্যথা

জরায়ুমুখের ক্যানসারের ক্ষেত্রে অস্বাভাবিক কোমরব্যথা হতে পারে। কোমর টেনে ধরে রাখার মতো একটা কষ্টদায়ক অনুভূতিতে ভুগতে পারেন ক্যানসার আক্রান্ত নারী। তা ছাড়া জরায়ুমুখের আশপাশেও ব্যথা হতে পারে।

যৌনমিলনের সময় অস্বাভাবিকতা

যৌনমিলনে অভ্যস্ত একজন নারী যৌনমিলনের সময় অস্বাভাবিক ব্যথা অনুভব করলে সেটিকে একটি অস্বাভাবিক বিষয় হিসেবে বিবেচনা করতে হবে। তা ছাড়া জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত নারীর যৌনমিলনের পরে রক্তক্ষরণও হতে পারে।

অস্বাভাবিক ক্লান্তি

অন্যান্য উপসর্গের পাশাপাশি ক্যানসার আক্রান্ত একজন নারীর অস্বাভাবিক ক্লান্তিও দেখা দিতে পারে। তাই অল্প পরিশ্রমেই প্রচণ্ড ক্লান্তি অনুভব করার মতো উপসর্গকেও অবহেলা করার সুযোগ নেই।

আরও পড়ুনবাংলাদেশে যেসব ক্যানসার এখন বেশি হয়০৬ ফেব্রুয়ারি ২০২৫

যে দুটি বিষয় মনে রাখতেই হবে

এসব লক্ষণের যেকোনোটি দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। আতঙ্কিত হবেন না। এসব উপসর্গ কিন্তু ক্যানসার ছাড়াও অন্যান্য বহু কারণে দেখা দিতে পারে। কারণ খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থাপত্র দেবেন চিকিৎসক।

জরায়ুমুখ ক্যানসার আক্রান্ত বহু নারীর কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণই থাকে না। তাই সবচেয়ে জরুরি বিষয় স্ক্রিনিং। এটি আপাতদৃষ্টে সুস্থ ব্যক্তির দেহে ক্যানসারের উপস্থিতি খোঁজার প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ৩০ বছর বয়স থেকেই একজন নারীর জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং শুরু করা প্রয়োজন। কেবল এর মাধ্যমেই জরায়ুমুখ ক্যানসারের জটিলতা থেকে অধিকাংশ রোগীকে বাঁচানো সম্ভব। তাই প্রতিটি পরিবারে এ বিষয়ক সচেতনতা গড়ে তোলা আবশ্যক।

সূত্র: ওয়েব এমডি

আরও পড়ুন‘ক্যানসার ধরা পড়েছে, কিন্তু রোগী কে?’ চিকিৎসকের কথা শুনে হতভম্ব আমি যা করলাম০৪ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ক ৎসক র একজন ন র উপসর গ র সময়

এছাড়াও পড়ুন:

নির্মাতার সঙ্গে ‘গোপনে বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন নায়িকা

চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ও নায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন পুরোনো। মাঝে শোনা যায়, তাদের সম্পর্কে ছেদ পড়েছে। তবে এসবই এখন অতীত। নতুন করে খবর চাউর হয়েছে, রাফী-তমা চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন।

সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেছেন পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এসব ছবি ছড়িয়ে পড়ার পরই তাদের বিয়ের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। নেটিজেনরাও নিজেদের মতো করে নানা ধরনের মন্তব্য করছেন। গোপনে বিয়ে-সংসার নিয়েও গুঞ্জন উড়ছে; যা দৃষ্টি এড়ায়নি অভিনেত্রী তমা মির্জারও। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও নীরবতা ভেঙেছেন এই নায়িকা।

আরো পড়ুন:

ভেঙে গেল তামান্না-বিজয়ের প্রেম!

আমি একা গিয়ে গর্ভপাত করিয়েছি: কুবরা

মঙ্গলবার (৪ মার্চ) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তমা মির্জা। তাতে তিনি বলেন, “আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা। তারপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় তাকে। সবশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এতে তার সঙ্গে ছিলেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • আপনার লাটসাহেবি জুতা, হাকিমি লাঠি কার পিঠে ভাঙছে...
  • বসুন্ধরা এলাকার ঘটনা নিয়ে যা বললেন সারজিস আলম
  • জিবিএস হলে যা করবেন
  • নির্বিচার আমলা ছাঁটাই ট্রাম্পকে যেভাবে নিঃসঙ্গ করবে
  • পা ভাঁজ করে বসার কিছুক্ষণ পরেই অবশ হয়ে আসে কেন
  • মোশাররফ-তানিয়ার ‘খুচরা পাপী’
  • আমাকে ফাঁসাতে একটা হত্যা মামলাই যথেষ্ট: ফারজানা রূপা
  • নির্মাতার সঙ্গে ‘গোপনে বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন নায়িকা
  • ভিটামিনের ঘাটতি?